ব্যাংক ভিত্তিক ক্রেডিট কার্ডের সুবিধা ও ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কি ?  

আপনি ব্যাংক ভিত্তিক ক্রেডিট কার্ডের সুবিধা ও ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কি এ সম্পর্কে জানতে চান ? তাহলে এ আর্টিকেলটা আপনার জন্য।

দিন দিন ক্রেডিট কার্ডের গ্রাহক বেড়েই চলেছে। বর্তমান সময়ে প্রায় সব ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান তার গ্রাহকদের কে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।

তবে, ক্রেডিট কার্ড যেমনভাবে নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে। ঠিক তেমনিভাবে অসতর্কতার কারনে তাদেরকে আবার পড়তে হয় নানা ধরনের অসুবিধায়।

সুতরাং ক্রেডিট কার্ডের সব সুবিধা ও অসুবিধা জানতে হলে আপনাকে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে হবে।

আমরা এই আর্টিকেলে বিভিন্ন ব্যাংক ভিত্তিক ক্রেডিট কার্ডের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করবো।

পাশাপাশি নানান খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। যাতে করে আপনি কোন ধরনের প্রবলেম এর সম্মুখীন না হন।

ক্রেডিট কার্ডের সুবিধা

Table of Contents

ব্যাংক ভিত্তিক ক্রেডিট কার্ডের সুবিধা

ব্যবহারের সুবিধার্থে কার্ড এর সুবিধা সম্পর্কে জানতে হবে । তাহলে ব্যবহার করতে সহজ হবে।

এজন্য আমি কার্ড এর সুবিধা সম্পর্কে যে সব বিষয়ে ধারনা দিবো তা সংক্ষিপ্ত আকারে নিম্নে উল্লেখ করলাম : 

  1. ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
  2. ইসলামী ব্যাংকের কার্ডের সুবিধা  
  3. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রকার ও সুবিধা
  4. সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রকার 
  5. সিটি ব্যাংকের কার্ডের সুবিধা
  6. ডাচ বাংলা ব্যাংকের কার্ডের সুবিধা
  7. সাউথ ইস্ট ব্যাংকের কার্ডের সুবিধা
  8. সোনালী ব্যাংকের কার্ডের সুবিধা
  9. ব্যাংক এশিয়ার কার্ডের সুবিধা
  10. এবিএল কার্ডের সুবিধা 
  11. ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের পার্থক্য 

এখন বিস্তারিত আলোচনা করব । যাতে আপনার বুঝতে সুবিধা হয় । ফলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন ।

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা 

বর্তমান সময়ে ক্রেডিট কার্ড অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি খুব সহজেই মনের স্বপ্ন করতে পারবেন।

সব সময় সবার কাছে টাকা থাকে না। এজন্য স্বপ্ন পূরণ করতে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে লোন নিতে পারবেন।

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো।

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড তিন প্রকার।

  • সিলভার কার্ড
  • গোল্ডেন কার্ড
  • প্লাটিনাম কার্ড।

এই তিন ধরনের ক্রেডিট কার্ড পেতে হলে আপনাকে তিন ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।

  • সিলভার কার্ডের জন্য আপনার মাসিক আয় থাকতে হবে ৫০ হাজার।
  • গোল্ডেন কার্ডের জন্য আপনার মাসিক আয় থাকতে হবে ১ লক্ষ টাকা।
  • প্লাটিনাম কার্ডের জন্য আপনার মাসিক আয় থাকতে হবে আনুমানিক ২ লক্ষ টাকা।

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা 

ইসলামী ব্যাংকের কার্ডের সুবিধাসমুহ:

  1. আপনি ক্রেডিট কার্ড থেকে যে পরিমাণ টাকা লোন নিয়ে খরচ করবেন, সে পরিমাণ আপনি ক্যাশব্যাক পয়েন্ট পাবেন।
  2. খুব বেশি দামি কোন জিনিসপত্র ক্রয় করলে আপনি একটা সুবিধা পাবেন। তা হলো, আপনাকে সব টাকা একবারে পরিশোধ করা লাগবে না। আপনি ধীরে ধীরে তা পরিশোধ করতে পারবেন।
  3. বিভিন্ন হোটেল বুকিং বা বিমানের টিকিট ক্রয়ের সময় আপনি ক্যাশব্যাক পয়েন্ট পাবেন।
  4. আপনরা ক্রেডিট কার্ড থেকে যে কেউ চাইলেই টাকা তুলতে পারবে না। এক্ষেত্রে আপনি অনেক সিকিউরিটি পাবেন।
  5. ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের একটা বড় সুবিধা হলো, আপনি অল্প সুদের মাধ্যমে লোন নিতে পারবেন।

আরো পড়ুন : ক্রেডিট কার্ড কি ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রকার ও সুবিধা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ৫ প্রকার।

  1. এমটিবি ক্লাসিক ক্রেডিট কার্ড
  2. এমটিবি গোল্ড ক্রেডিট কার্ড
  3. এমটিবি মাস্টারকার্ড ওয়াল্ড ক্রেডিট কার্ড
  4. এমটিবি ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড
  5. এমটিবি ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা:

  • আপনি বিভিন্ন বড় বড় দিবস উপলক্ষে বড় ধরনের অফার পাবেন।
  • ব্যাংকের ক্রেডিট কার্ডের একটা বড় সুবিধা হলো, আপনি অল্প সুদের মাধ্যমে লোন নিতে পারবেন।
  • খুব বেশি দামি কোন জিনিসপত্র ক্রয় করলে আপনি একটা সুবিধা পাবেন। তা হলো, আপনাকে সব টাকা একবারে পরিশোধ করা লাগবে না। আপনি ধীরে ধীরে তা পরিশোধ করতে পারবেন।

সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রকার 

  • সিটি ব্যাংক ভিসা প্লাটিনাম কার্ড
  • সিটি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড
  • সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম ক্রেডিট কার্ড
  • সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ক্রেডিট কার্ড
  • সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গ্রীন ব্লু ক্রেডিট কার্ড 
  • সিটি ব্যাংক আগোরা আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড

সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা

  1. সাধারণত টাকা হারিয়ে গেলে পাওয়া সম্ভব নয়। কিন্তু ক্রেডিট কার্ড হারিয়ে গেলে তা বন্ধ করে রাখা যায়।
  2. যদি কখনো আপনার ক্রেডিট কার্ডের সাথে কোন ধোকা দেওয়া হয়। তাহলে সিস্টেম কার্ডের দ্বারা কবে , কোথায়, কিভাবে ধোকা দেওয়া হয়েছিলো তা জানতে পারবেন।
  3. প্রথমে একটি অফার দেখে আপনি যে ক্রেডিট কার্ড নিয়েছিলেন। যদি পরবর্তীতে লোন পরিশোধের ক্ষেত্রে সমস্যা মনে হয়। তাহলে আপনি দ্বিতীয় বার ক্রেডিট কার্ড পরিবর্তন করে নিতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা

সুবিধা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য সব ব্যাংকের থেকে ডাচ বাংলা ব্যাংক সব দিক দিয়ে এগিয়ে। অর্থাৎ, ডাচ বাংলা ব্যাংক সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য।

  • সুদের হার সবচেয়ে কম
  • ক্রেডিট কার্ডগুলো কড়া সিকিউরিটির মধ্যে থাকে
  • লোন পরিশোধের ক্ষেত্রে সুদ বিহীন সুযোগ ৫০ দিন
  • পেমেন্ট এবং নগদ টাকা উঠানো সম্পূর্ণ ফ্রি
  • কাউন্ট স্থানন্তর করার সুযোগ
  • প্রথম বছর ক্রেডিট কার্ড ব্যবহার সম্পূর্ণ ফ্রি
  • এক্সট্রা ডিসকাইন্ট এবং অফার
  • দেশের অন্যতম পাঁচটি হোটেল বুকিং এর সময় ছাড় 
  • লেনদেনের সময় সতর্কতাবশত এসএমএস প্রদান
  • বিশেষ আর্থিক স্বাধীনতা
  • এয়ারপোর্ট পিক এবং ড্রপ
  • নির্বাচিত শাখায় লাউঞ্জ সুযোগ
  • বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার 

সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা 

  1. ৫০ দিন পর্যন্ত সুদ বিহীন লোন পরিশোধের সুযোগ 
  2. লেনদেনের মাধ্যমে বাৎসরিক চার্জ পরিশোধের সুবিধা
  3. মাসিক কিস্তি সুবিধা (৩-৬ ) মাস পর্যন্ত
  4. মার্চেন্ট পয়েন্ট ৬০০+ হলে বিশেষ ডিসকাইন্ট সুবিধা
  5. সর্বমোট মানসম্মত ১৭ টি হোটেল ও রেস্টুরেন্টে ও বুফে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার সুযোগ

সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা

বাংলাদেশ সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ডের কিছু ভিন্ন সুবিধা আছে যা অন্য ক্রেডিট কার্ডে নেই।

  1. সর্বোচ্চ ৫০ দিন পর্যন্ত কেনাকাটার সময় সুদ নেওয়া হয় না
  2. সিকিউরিটি বেশি
  3. হিডেন খরচ নেই
  4. বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে সুদের হার কম
  5. ডুয়েল কারেন্সি সুযোগ
  6. EMI সুবিধা
  7. মোবাইল রিচার্জের সুবিধা
  8. যে কোন বুথ থেকে নগদ ৫০% টাকা উঠানোর সুবিধা ( লিমিট প্রযোজ্য )
  9. লিমিটের মধ্যে থেকে ১০০% কেনাকাটার সুবিধা
  10. এটিএম বুথ থেকে লেনদেনের বিবরণী পাওয়া যায়
  11. প্রথমে দেওয়া পিন পরবর্তীতে চেন্জ করা যায়
  12. এক দিনে সর্বোচ্চ ৪ বার সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় 

ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডের সুবিধা 

  1. ডুয়েল কারেন্সি কার্ড
  2. ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড
  3. ফ্রি এসএমএস সার্ভিস
  4. রিওয়ার্ডস পয়েন্টের সুবিধা
  5. ফ্রি প্রায়োরিটি 
  6. ফ্রি বালাকা লাউঞ্জ সুবিধা
  7. প্রটোকল সার্ভিস
  8. ট্রিপল ক্রেডিট শিল্ড এর বেনিফিট 
  9. মার্চেন্টের ১৩০+ সঙ্গে হলে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা।
  10. হাসপাতালে বিল দেওয়ার জন্য ৫% ইন্টারেস্টে ইএমআই সুবিধা

এবিএল ক্রেডিট কার্ডের সুবিধা 

  • ডুয়েল কারেন্সি সুবিধা
  • ক্যাশবাক অফার 
  • রিওয়ার্ডস পয়েন্টের সুবিধা
  • ভ্রমণ সুবিধা
  • এউএস ভিসা ফ্রি পরিশোধের সুবিধা
  • ফান্ড ট্রান্সফারের সুবিধা
  • বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক সুবিধা
  • ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এর মাধ্যমে ফান্ডস ট্রান্সফার
  • বিদ্যুৎ বিল পরিশোধ
  • টেলিফোন বিল পরিশোধ ইন্টারনেটের বিল পরিশোধ
  • ডিটিএস এর বিল পরিশোধ 

ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের পার্থক্য

ক্রেডিট কার্ডডেবিট কার্ড
ক্রেডিট কার্ড হলো কোন ব্যাংক অথবা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া এমন একটি প্লাস্টিক কার্ড , যার মাধ্যমে গ্রাহক ব্যাংক থেকে সুদ হারে লোন নিয়ে থাকে।ডেবিট কার্ড বলা হয়, যা গ্রাহকদের  জমানো টাকা অথবা কারেন্ট একাউন্ট থেকে সরাসরি পরিশোধিত হয়। 
ক্রেডিট কার্ড থেকে ঐ পরিমাণ টাকা খরচ করা যায় , যা ব্যাংক লিমিট দিয়ে থাকে।ডেবিট কার্ড থেকে ঐ পরিমাণ টাকা খরচ করা যায় , যে পরিমাণ নিজের একাউন্টে জমা থাকে।
ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়ে লোন পরিশোধ করতে না পারলে সুদ হারে লোন পরিশোধ করতে হয়।ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সুদ দেওয়ার প্রয়োজন হয় না।
ক্রেডিট কার্ড ব্যবহার করতে কিছু যোগ্যতার প্রয়োজন হয়।ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে কোন যোগ্যতার প্রয়োজন নেই।
বেশিরভাগ ক্রেডিট কার্ডে নিরাপত্তা নিশ্চিত থাকায় হারিয়ে গেলে ক্রেডিট কার্ডের অপব্যবহারের ভয় থাকে না।ডেবিট কার্ডের ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে হারিয়ে গেলে ডেবিট কার্ডের অপব্যবহার হতে পারে।

কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো ?

প্রত্যেকটি ব্যাংক ক্রেডিট কার্ডের অনেক সুবিধা দিয়ে থাকে। এজন্য প্রত্যেকটি কার্ডের সুবিধা কাছাকাছি। ডাচ বাংলা ব্যাংকের কার্ডের সুবিধা সবচেয়ে ভালো মনে হয়।

আর দ্বিতীয় পর্যায়ে ইসলামী ব্যাংকের কার্ডের সুবিধা ভালো মনে হয়।
তবে আপনার কাছে অন্যটি ভালো মনে হতে পারে।

এজন্য অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করতে পারেন কোন ব্যাংক কি রকম সুবিধা দেয়। এরপর ডিসাইড করবেন কোনটা গ্রহণ করবেন।

পরিশেষে বলবো:

উপরে ব্যাংক ভিত্তিক ক্রেডিট কার্ডের সুবিধা ও ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা  করলাম।

পাশাপাশি ক্রেডিট কার্ড সংক্রান্ত নানান গুরুত্ব পূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম ।

আশাকরি আপনি অনেক উপকার পেয়েছেন । লেখা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment