মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে কেন ?

আপনি কি জানতে চান মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে কেন ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

বর্তমান সময় আমাদের সকলের নিত্য প্রয়োজনীয় জিনিস হল মোবাইল। মোবাইল আমরা নানান কাজে ব্যবহার করে থাকি।

তাই সব সময় মোবাইলটিকে চার্জ পুন্য রাখতে হয়। অনেক সময় মোবাইলটি চার্জ হওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগে।

যেটা অনেক বিরক্তিকর ও অনেক জিদ ধরে । এই কারণে নানান ধরনের ঝামেলায় পড়তে হয়।

তাই আজ আমি আলোচনা করব মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে কেন ? পাশাপাশি এর সমাধান বলবো অর্থাৎ দ্রুত চার্জ হওয়ার উপায় বলবো।

আশা করি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আলোচনা শুরু করা যাক।

মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে

Table of Contents

মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে কেন ?

মোবাইলের চার্জ নানা কারণে দেরি হতে পারে। এখানে আমি প্রত্যেকটি কারণ তুলে ধরব। আশা করি আপনি খুব সহজে-ই বুঝতে পারবেন কিসের জন্য চার্জ হতে সময় লাগে।

এরপর আমি আলোচনা করব এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি ? আশা করি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন।

মোবাইলে চার্জ দেরিতে হওয়ার কারণ:

দেরিতে চার্জ হওয়ার নানান কারণ হতে পারে । আমি প্রতিটা কারণ নিচে তুলে ধরছি ।

১. মোবাইলের সাথে সংযুক্ত অফিশিয়াল চার্জার ব্যবহার না করা

বর্তমান সময়ে প্রত্যেকটি মোবাইলের সাথে একটি চার্জার দেয়া হয়। অনেক সময় এই অফিসিয়াল চার্জারের মাধ্যমে চার্জ না দিলে মোবাইলের চার্জ সহজে হতে চায় না।

অনেক দেরি লাগে। আরো নানান রকম সমস্যা হয় । তাই অবশ্যই অফিসিয়াল চার্জার এর মাধ্যমে মোবাইলকে চার্জ দেওয়া। আশা করি আপনার প্রবলেম দূর হয়ে যাবে।

২. চার্জারের ক্যাবলে সমস্যা থাকার কারণে ।

চার্জারের ক্যাবল অনেক নাড়াচড়ার কারণে এবং বেশিদিন ব্যবহার করার কারণে অনেক সময় ক্যাবলে সমস্যা দেখা দেয়।

অনেক সময় আবার কেবল ক্ষয় হয়। ফলে সহজে চার্জ হতে চায় না। বারবার চার্জ হওয়া থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তাই অবশ্যই এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।

৩. চার্জ দিয়ে ফোন ব্যবহার করলে

কেননা আপনি যদি চার্জ দিয়ে ফোন ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারির উপর প্রচুর চাপ পড়ে। ব্যাটারি তখন দুই ভাবে কাজ করে।

  • এক চার্জ গ্রহণ করে।
  • দুই চার্জ সাপ্লাই করে।

এই কারণে তখন মোবাইলের চার্জ হতে অনেক দেরি হয়। অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত।

৪. ব্যাটারিতে সমস্যা থাকলে ।

অনেক সময় ব্যাটারির উপর বেশি চাপ পড়ার কারণে অথবা অনেকদিন ব্যাটারি ব্যবহার করার কারণে ব্যাটারির ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়।

ফলে ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগে। চার্জ হলেও আবার দ্রুত শেষ হয়ে যায়। তাই অবশ্যই আমাদেরকে ব্যাটারি যাতে নষ্ট না হয় এই টিপস গুলো ফলো করতে হবে।

পাশাপাশি আমাদের জানতে হবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম। তাহলে আর এ প্রবলেমে পরতে হবে না।

৫. মোবাইলের চার্জিং পোর্টে সমস্যা থাকলে ।

অনেক সময় মোবাইলের চার্জিং পোর্টে সমস্যা দেখা দেয়। এ কারণে মোবাইলে চার্জ হতে অনেক দেরি হয়।

পাশাপাশি এই সমস্যা থাকলে আপনার মোবাইল বারবার ডিসকানেক্ট হয়ে যাবে চার্জ থেকে। তাই অবশ্য এই ব্যাপারে খেয়াল রাখবেন।

আরো পড়ুন :

চার্জ তাড়াতাড়ি হওয়ার উপায়

এখন আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইলটি দ্রুত চার্জ দিতে পারবেন। আশা করি নিজের টিসগুলো আপনি ফলো করবেন।

তাহলে আপনার কাঙ্ক্ষিত সমস্যা দূর হয়ে যাবে। যখন সমস্যা দূর হয়ে যাবে তখন আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন চার্জ দেওয়ার ক্ষেত্রে। চলেন আলোচনা শুরু করা যাক।

১. মোবাইল বন্ধ করে চার্জ দিবেন ।

মোবাইল বন্ধ করে চার্জ দিলে দ্রুত চার্জ হবে। কেননা মোবাইল চালু থাকলে নানা রকম কাজ হতে থাকে অটোমেটিক ভাবে আপনার অজান্তেই।

কিন্তু যখন মোবাইল বন্ধ করা হয় তখন সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। তখন একমাত্র চার্জ হয়। ব্যাটারির উপর কোন ধরনের প্রেসার পড়ে না।

ব্যাটারি শুধু চার্জ গ্রহণ করতে থাকে। কোন ধরনের চার্জ সাপ্লাই দেয় না। তাই দ্রুত চার্জ হয়। অবশ্যই এই ব্যাপারটি চার্জ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন।

২. মোবাইলের আসল চার্জার ব্যবহার করার চেষ্টা করা

মোবাইল কোম্পানি মোবাইলের সাথে যে চার্জার দিয়ে থাকে অবশ্যই ওই চার্জার ব্যবহার করবেন।

কেননা এই চার্জারটি মোবাইল অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই চার্জ দেয়ার ক্ষেত্রে সবচেয়ে এই চার্জারটি বেশি উপযোগী। দ্রুত চার্জ হবে। আর যদি অন্য চার্জার ব্যবহার করা হয় তাহলে সেটা মোবাইলের সাথে মিলবে না।

ফলে চার্জ হতে অনেক সময় লাগবে। তাই অবশ্যই মোবাইলের সাথে দেওয়া চার্জারটি ব্যবহার করবেন চার্জ দেয়ার ক্ষেত্রে। এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।

৩. চার্জ দেওয়ার সময় ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন বন্ধ রাখা।

আপনি যখন আপনার মোবাইলটি চার্জ দিবেন তখন অবশ্যই মোবাইলের ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন বন্ধ রাখবেন। কেননা এগুলো চালু থাকলে আপনার অজান্তেই মোবাইল ব্যবহার হতে থাকে।

এতে করে ব্যাটারির উপর চাপ পড়ে। তখন ব্যাটারী দুইভাবে কাজ করে। ব্যাটারি চার্জ সাপ্লাই দেয় পাশাপাশি চার্জ গ্রহণ করে। এই কারণে ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগে। অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন।

৪. চার্জার ক্যাবল পরিবর্তন করবেন ।

যদি আপনার মোবাইলের সবকিছু ঠিক থাকে। সমস্ত নিয়ম ফলো করে থাকেন তবুও আপনার মোবাইলের চার্জ হতে অনেক সময় লাগে।

তাহলে বুঝবেন আপনার মোবাইলের চার্জার ক্যাবল নষ্ট হয়ে গিয়েছে। তাই এক্ষেত্রে চার্জার ক্যাবল পরিবর্তন করে মোবাইল চার্জ দিবেন। আশা করি আপনার মোবাইল দ্রুত চার্জ হবে।

৫. কখনো মোবাইল চার্জ দিয়ে ব্যবহার করবেন না ।

আপনি যদি মোবাইল চার্জ দিয়ে ব্যবহার করেন। তাহলে আপনার ব্যাটারির উপর অনেক চাপ পড়বে। কেননা তখন ব্যাটারি দুই ভাবে কাজ করে।

  • প্রথমত চার্জ সাপ্লাই দেয়।
  • দ্বিতীয়তঃ চার্জ গ্রহণ করে।

একসাথে দুইটি কাজ করার কারণে ব্যাটারির উপর অনেক চাপ পড়ে। এতে করে চার্জ হতে অনেক সময় লাগে। আর ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এ বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন।

৬. দ্রুততম চার্জার ব্যবহার না করা

মোবাইল যাতে দ্রুত চার্জ হয় এই কারণে অনেকেই দ্রুততম চার্জার ক্রয় করে। অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন।

যদিও আপনার মোবাইল দ্রুত চার্জ হয়। কিন্তু এটা দ্বারা আপনার মোবাইলের ব্যাটারিকে নষ্ট করে দেয়।

আপনি বুঝতেও পারবেন না যে আপনার ব্যাটারি নষ্ট হচ্ছে। তাই অবশ্যই মোবাইলের সাথে দেওয়া চার্জারটি ব্যবহার করবেন। এতে করে আপনার মোবাইলটি ভালো থাকবে এবং দ্রুত চার্জ হবে।

পরিশেষে বলবো :

উপরে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে কেন এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

যদি আপনার এই আলোচনাটি উপকার দিয়ে থাকে। তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট করবেন। ধন্যবাদ।

FAQ

মোবাইলে চার্জ হচ্ছে না কেন ?

অনেক কারণে মোবাইলে চার্জ না হতে পারে । যেমন :
১. মোবাইলের চার্জিং পোর্টে সমস্যা থাকলে ।
২. চার্জারের ক্যাবলে সমস্যা থাকার কারণে ।
৩. ব্যাটারিতে সমস্যা থাকলে ।
৪. মোবাইলের সাথে সংযুক্ত অফিশিয়াল চার্জার ব্যবহার না করলে ।
৫. সফটওয়্যার সম্পর্কিত সমস্যার কারণে । তাহলে ফোন রিস্টার্ট করুন । ঠিক হয়ে যাবে ।
ইত্যাদি এরকম সমস্যার কারণে চার্জ না হতে পারে ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment