আনকমন ফেসবুক পেজের নামের তালিকা ২০২৪

ফেসবুক পেইজের নাম

আপনি কি ইউনিক ফেসবুক পেইজের নাম জানতে চাচ্ছেন ? তাহলে এই লেখাটি শুধু আপনার জন্য ।

আমরা নানা কারণে ফেসবুকে পেজ খুলে থাকি। একটি পেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেজের নাম।

যেমনি ভাবে মাছ পানি ছাড়া বাঁচেনা ঠিক তেমনিভাবে ইউনিক নাম ছাড়া পেজ সৌন্দর্য এবং আকর্ষণীয় হয়ে ওঠে না।

স্মার্ট ফেসবুক মার্কেটিং করে সফলতা লাভ করুন ।

তাই অবশ্যই আমাদেরকে ইউনিক এবং আকর্ষণীয় নাম রাখতে হবে পেজ তৈরি করার সময়। যাতে করে পেজের আকর্ষণীয় এবং সৌন্দর্যতা চারিদিকে ছড়িয়ে পড়ে।

এসব দিকে লক্ষ্য করে আজ আমি ফেসবুক পেইজের নামের তালিকা বলবো। পাশাপাশি পেজের নাম রাখার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো আলোচনা করব।

যাতে করে ভবিষ্যতে কোন ধরনের প্রবলেমের শিকার না হন। অতএব আপনাকে সমস্ত লেখাটি পড়তে হবে।

তাহলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আলোচনার শুরু করা যাক।

Table of Contents

ইউনিক ফেসবুক পেইজের নাম ২০২৪

পেইজ নাম রাখার পূর্বে অবশ্যই আপনাকে নানান খুঁটিনাটি বিষয় গুলোর দেখে লক্ষ্য রাখতে হবে।

এতে করে আপনি খুব সহজেই একটি আকর্ষণীয় নাম তৈরি করতে পারবেন। আমি ফেইসবুক পেইজ নামের তালিকা বলার আগে কয়েকটি নিয়ম নীতি বলবো। এতে করে খুব সহজে একটি আকর্ষণীয় নাম তৈরি করতে পারবেন।

ফেসবুক পেজের নাম তৈরি করার জন্য কি কি নিয়ম ফলো করতে হবে ?

একটি পেইজের নাম নির্বাচন করার জন্য আপনাকে পাঁচটি বিষয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এতে করে আকর্ষণী একটি নাম তৈরি হবে।

১. সমঞ্জস্য পূর্ণ একটি নাম নির্বাচন করুন।

অর্থাৎ আপনি যে বিষয়ের জন্য ফেসবুক পেজ খোলার চিন্তাভাবনা করছেন। ওই বিষয়ের সাথে মিল রেখে একটি নাম নির্বাচন করুন।

যাতে করে আপনার পেজের নাম শুনে যে কেউ বুঝতে পারে এটা কিসের পেজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

২. একেবারে সংক্ষিপ্ত নাম রাখুন।

অর্থাৎ যখন আপনি নাম নির্বাচনের চিন্তা-ভাবনা করবেন । তখন ঐ নামটা যেন ছোট হয় বা সংক্ষিপ্ত হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। এতে করে মানুষ খুব সহজে মনে রাখতে পারবে।

৩. ইউনিক এবং আকর্ষণীয় নাম নির্বাচন করুন।

অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করবেন যে নামটি সচরাচর ব্যবহার হয় না। এতে করে সবার মনে এক ধরনের আকর্ষণীয়তা সৃষ্টি হবে।

৪. কারো নামের সাথে মিল রেখে হুবহু নাম রাখবেন না।

অর্থাৎ যখন আপনি নাম নির্বাচন করার চিন্তা-ভাবনা করবেন তখন অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আপনার নামটি যেন অন্য কারো সাথে মিলে না যায়।

এজন্য অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই-বাছাই করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো গুগলে লিখে সার্চ দিবেন আপনার কাঙ্খিত নাম টি।

যদি আপনার কাঙ্খিত নামটি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে তা বেরিয়ে আসবে। আর যদি নামটি কেউ ব্যবহার না করে থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত নামটি খুঁজে পাবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

৫. নামের ক্ষেত্রে কঠিন বানান ব্যবহার করবেন না ।

অর্থাৎ যখন আপনি নাম নির্বাচন করার চিন্তাভাবনা করবেন । তখন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে , নামের বানান যেন কঠিন না হয়। এতে করে সবাই বিরক্ত বোধ করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

ফেসবুক পেইজের নাম নির্বাচন করার জন্য কি কি পদ্ধতি রয়েছে ?

পেজের নাম নির্বাচন করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে ।

  1. ওয়েবসাইটের মাধ্যমে নাম নির্বাচন করা।
  2. তালিকা দেখে আইডিয়া গ্রহণ করে একটি নাম নির্বাচন করা।

ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে নাম নির্বাচন করা যায় ?

ওয়েবসাইটের মাধ্যমে নাম নির্বাচন করার পদ্ধতি হলো : আমি নিচে কয়েকটি ওয়েব সাইটের নাম বলে দিচ্ছি। সর্বপ্রথম এই সমস্ত ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।

ওয়েবসাইটের তালিকা

উপরে বর্ণিত ওয়েবসাইটের মধ্য থেকে যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আরো স্পষ্টভাবে বুঝার জন্য নিচের ছবিটির দিকে লক্ষ করুন।

ফেসবুক পেইজের নাম

আপানি ছবিতে দেখতে পারছেন আমি সার্চ বক্সে বিজনেস শব্দটি লিখেছি। কারণ আমি বিজনেস রিলেটেড পেজ তৈরি করার ইচ্ছা করতেছি।

এরপর আপনি Get Started অপশনে ক্লিক করবেন। আপনাকে বিজনেস রিলেটেড নানান ধরনের নাম দেখাবে।

ফেসবুক পেইজের নাম

এই সমস্ত নাম থেকে যে কোন একটি নাম নির্বাচন করবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি রোমান্টিক কোন পেজ তৈরি করতে চান।

তাহলে এখানে রোমান্টিক লিখে সার্চ দিবেন। তাহলে আপনাকে রোমান্টিক রিলেটেড নানান ধরনের পেজের নাম তৈরি করে দেবে।

এখান থেকে যে কোন একটি নাম নির্বাচন করবেন। তবে এখানে বাংলা লিখে সার্চ দিলে কোন নাম পাবেন না।

এজন্য অবশ্য আপনাকে ইংলিশ ব্যবহার করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

আরো পড়ুন :

ফেসবুক পেজের নামের তালিকা

অর্থাৎ পেজের নাম নির্বাচন করার জন্য আরেকটি পদ্ধতি হলো বিভিন্ন তালিকা দেখে একটি আইডিয়া গ্রহণ করে ওই অনুযায়ী একটি নাম তৈরি করা।

এখানে আমি বিষয় ভিত্তিক ফেসবুক পেজ নামের তালিকা বলব। যাতে করে নাম তৈরি করার জন্য আপনার সুবিধা হয়। তাই অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে লেখাটি পড়বেন।

১. ফানি পেজের নাম

অনেকে ফেসবুকে ফানি পেজ তৈরি করার চিন্তাভাবনা করে। তারা নিচের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে ফানি পেজ তৈরি করতে পারেন।

  • পুরাই আগুন
  • ওরে বাটপার
  • আজাইরা ডটকম
  • পাগলের কারখানা
  • রং তামাশা
  • হাবুডুবু
  • রাতের আড্ডা
  • ফুল দেবো না হাফ দিব
  • মজার পেইজ
  • আহো ভাতিজা
  • খেলা হবে
  • জোকসের বাক্স
  • পাগলী তোর পাগলা কই
  • রং তামাশা
  • মজার মজার জোকস
  • আড্ডার পেজ
  • পাগলের মেলা

এ নাম গুলোর তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে একটি নাম নির্বাচন করতে পারেন।

২. রোমান্টিক পেজের নাম

অনেকে রোমান্টিক পেজের নাম খোলার চিন্তাভাবনা করছে। তাদের জন্য নিচে আমি কয়েকটি পেজের নামের তালিকা দিয়ে দিলাম। এই নামগুলো থেকে আপনি ফেসবুক পেইজের নাম আইডিয়া গ্রহণ করতে পারেন।

  • অন্ধ ভালবাসা
  • রোমান্টিক লাভ স্টোরি
  • রোমাঞ্চক ভালোবাসার গল্প
  • রোমান্টিক ভালবাসা
  • অসমাপ্ত ভালোবাসা
  • ট্যালেন্টেড মেয়ে
  • ভালোবাসার রংধনু
  • আবেগি ভালোবাসা
  • হাজার বছর বেঁচে থাকুক ভালোবাসা
  • অভিমানী ভালবাসা
  • কাল্পনিক ভালবাসা
  • চিরদিন তুমি আমার
  • বুক ফাটে তো মুখ ফোটে না
  • ১০০% লাভ
  • ভালোবাসার পরাজয়
  • ট্যালেন্টেড হারামি
  • ভালোবাসার অন্তর থেকে বলছি
  • রোমাঞ্চকর প্রেম
  • রোমান্টিক জোকসের সমাহার
  • প্রেমময় জোকস

উপরে উল্লেখিত তালিকা থেকে ভালোভাবে আইডিয়া গ্রহণ করে আপনি আপনার রোমান্টিক ফেসবুক পেজের নাম নির্বাচন করতে পারেন।

৩. ফেসবুক বিজনেস পেজের নামের তালিকা

যারা ফেসবুকে ব্যবসা করতে চাচ্ছেন। এজন্য ফেসবুকে বিজনেস পেজ তৈরি করতে চাচ্ছেন। তাদের জন্য নিচে আমি কয়েকটি নামের তালিকা দিয়ে দিলাম এখান থেকে আইডিয়া গ্রহণ করে পেজের ইউনিক নাম নির্বাচন করতে পারেন।

  • ব্যবসার আইডিয়া
  • ক্রিয়েটিভ জগতে
  • ব্যবসায়িক বন্ধু
  • আইডিয়া স্ট্রিম
  • ই বিজনেস সেন্টার
  • বিজনেস প্যাকেজিং
  • সফল উদ্যোক্তা হও
  • দ্যা বিজনেস প্যাসেন্জার
  • ক্ষুদ্র উদ্যোগ
  • আমিই আমার বস
  • বানিজ্য ভূবন
  • ব্যবসায়িক সংবাদ
  • কৃষি উদ্যোক্তা
  • দেশি পন্য কিনে হবো ধন্য
  • বিশ্ববানিজ্যের হালচাল
  • বানিজ্যের হালচাল
  • আগামির নেতৃত্ব আমাদের হাতে
  •  সফলতা ও ব্যর্থতার গল্প
  • অনলাইন ভিত্তিক ব্যবসা
  • ব্যবসার কোন বিকল্প নাই
  • উদ্যোক্তাগিরি
  • সফলতার সূর্যোদয়
  • স্বপ্নবাজ

উপরে উল্লেখিত তালিকা থেকে ভালোভাবে আইডিয়া গ্রহণ করে আপনি আপনার পেজের নাম নির্বাচন করতে পারেন।

৪. ইসলামিক পেজ নাম

যারা ফেসবুকে ধর্মীয় পেজের নাম নিয়ে একটি পেজ তৈরি করতে যাচ্ছেন। তাদের জন্য নিচে কয়েকটি নামের তালিকা দিয়ে দিলাম এখান থেকে আইডিয়া গ্রহণ করে একটি ফেসবুক পেইজের নাম নির্বাচন করতে পারেন।

  • ইসলামিক পেইজ
  • ইসলাম শান্তির ধর্ম
  • ইসলাম শান্তি বয়ে আনে
  • আল্লাহু আকবার
  • মিথ্যা বলা মহাপাপ
  • জান্নাতে সুখ রয়েছে
  • ইনশাআল্লাহ এবার হবে
  • ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম
  • আল্লাহ আমাদের প্রভু
  • সুবহানাল্লাহ
  • আল্লাহর ঘর
  • জাযাকাল্লাহ খাইরান
  • ইসলামী শিক্ষা করোনা ভিক্ষা
  • আলহামদুলিল্লাহ
  • জাহান্নাম কষ্টের জায়গা
  • সব সময় আল্লাহকে মানো
  • রাসুলের সুন্নাত অনুসরণ কর

এ সমস্ত সুন্দর পেজের নামের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে ইসলামিক পেজের জন্য একটি নাম তৈরি করতে পারেন।

৫. আবেগি ফেসবুক পেজের নাম

যারা ফেসবুকে আবেগি ধরনের পেজ তৈরি করতে চাচ্ছেন। তাদের জন্য কয়েকটি তালিকা বলে দিলাম। এখান থেকে আইডিয়া গ্রহণ করে ফেসবুক পেইজের নাম নির্বাচন করতে পারেন।

  • অবহেলিত ভালোবাসা
  • জীবনটাই বেদনা
  • হাই প্রেম হাই ভালবাসা
  • মায়ার বাঁধন
  • ব্যর্থ প্রেমিক
  • ভালোবাসার গুষ্টি কিলাই
  • ভালোবাসার অপর নাম কষ্ট
  • কষ্ট ছাড়া ভালোবাসা নেই
  • মধুর ভালবাসা
  • আবেগি ভালোবাসা
  • নীরবহীন কান্না
  • ভালোবাসার ফেরিওয়ালা
  • দুঃখের ফেরিওয়ালা
  • জীবিত লাশ
  • অবহেলার ভালোবাসা
  • ভালোবাসার কারাগার
  • মায়াবতীর টান
  • ভালোবাসার মানুষ বুঝে না
  • ভালোবাসার জ্বালা

উপরের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে আপনার পেইজের জন্য একটি চমৎকার নাম নির্বাচন করতে পারেন।

৬. কষ্টের পেজের নাম

যারা কষ্টের ফেসবুক পেজের নাম তৈরি করতে চাচ্ছেন। তাদের জন্য নিচে কয়েকটি নামের তালিকা দিয়ে দিলাম এখান থেকে আইডিয়া গ্রহণ করে একটি আনকমন পেজের নাম নির্বাচন করতে পারেন।

  • জীবনটাই অন্ধকার
  • একলা পথিক
  • মনের কষ্ট কেউ বুঝেনা
  • পাগলি মেয়ে
  • হিটলার
  • অনুভূতির কষ্ট
  • কষ্ট কেন ভালোবাসা
  • ভালোবাসা কেন কষ্ট দেয়
  • সুখের জীবনের কষ্ট
  • ক্লান্ত জীবন
  • আমি ভালো নেই
  • কিউট পাগলী
  • সাথী হারা জীবন
  • বেদনার অপর নাম ভালোবাসা
  • প্রবল আত্মবিশ্বাসী
  • ভালোবাসা আর ভালোবাসা
  • জীবনটাই এক অন্ধকার

উপরের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে আপনার পেইজের জন্য একটি চমৎকার নাম নির্বাচন করতে পারেন।

৭. মোটিভেশনাল পেজের নাম

যারা ফেসবুকে মোটিভেশনাল বিষয় নিয়ে একটি পেজ তৈরি করতে যাচ্ছেন। তাদের জন্য নিচে কয়েকটি নামের তালিকা দিয়ে দিলাম এখান থেকে আইডিয়া গ্রহণ করে একটি ফেসবুক পেইজের নাম নির্বাচন করতে পারেন।

  • মুক্তির পথ
  • সুখের অপেক্ষা
  • জীবনের প্রতিযোগিতা
  • জীবনের সফলতা
  • নিজের অর্জনে মুক্তি
  • স্বপ্ন বাজারের মেলা
  • পরিবর্তনের সংসার
  • সৃষ্টিতে প্রবাহিত
  • আগামের আলো
  • বিজয়ের কাব্যধারা
  • আনন্দের নির্মাণ ধর্মী
  • অতীতের স্পর্শে
  • আগ্রহের আকাশ
  • সুখের অপেক্ষা

উপরের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে আপনার পেইজের জন্য একটি চমৎকার নাম নির্বাচন করতে পারেন।

৮. পেইজের নাম ইংরেজিতে

যারা ফেসবুকে পেজের নাম ইংরেজিতে দিয়ে একটি পেজ তৈরি করতে যাচ্ছেন। তাদের জন্য নিচে কয়েকটি নামের তালিকা দিয়ে দিলাম এখান থেকে আইডিয়া গ্রহণ করে একটি ফেসবুক পেইজের নাম নির্বাচন করতে পারেন।

  • Food hub
  • Learning hub
  • Team brothers
  • Dress king BD
  • Best couple
  • Technology Bangla
  • Unique products
  • BD tips
  • IT solution
  • Food reviews
  • Technical Sagar
  • Best Bangla tips
  • Family learning BD
  • Cooking house

উপরের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে আপনার পেইজের জন্য একটি চমৎকার নাম নির্বাচন করতে পারেন।

পরিশেষে বলবো :

উপরে ফেসবুক পেইজের নাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। সাথে প্রতিটা বিষয়কে আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে ।

যদি আপনার এই আলোচনাটি উপকার দিয়ে থাকে। তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট করবেন। ধন্যবাদ।

FAQ

পেজের নাম কি দেওয়া যায় ?

আপনি যে বিষয়ের জন্য ফেসবুক পেজ খোলার চিন্তাভাবনা করছেন। ওই বিষয়ের সাথে মিল রেখে একটি নাম নির্বাচন করুন। উপরে বর্ণিত তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে পেজের তৈরি করতে পারেন।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment