সঠিক নিয়মে নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম ২০২৩

আপনি কি নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য।

আমাদের দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয়ার জন্য অনেক কোম্পানি রয়েছে। প্রতিটি কোম্পানির বিদ্যুৎ বিল চেক করার জন্য ভিন্ন ভিন্ন নিয়ম নীতি রয়েছে।

ঐ সমস্ত কোম্পানির মধ্য থেকে নেসকো নামক একটি কোম্পানি রয়েছে তারা বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে।

এরা বাংলাদেশে অনেক পরিচিত। বিদ্যুৎ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন চলে না।

এই কারণে বিদ্যুৎ বিল অনেক গুরুত্বপূর্ণ। সময় মত বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে লাইন কেটে দেয় ।

এর ফলে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল চেক করতে হয়। এরকম নানা কারণে আমাদের বিদ্যুৎ বিল চেক করার প্রয়োজন হতে পারে।

তাই আজ আপনাদের সুবিধার্থে নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম বিস্তারিতভাবে বলব। যাতে করে খুব সহজেই বিল চেক করতে পারেন কোন ধরনের প্রবলেম এর শিকার হওয়া ছাড়াই।

অতএব আপনাকে সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

Table of Contents

নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম ২০২৩

এখানে আমি নেসকো নামক কোম্পানির বিদ্যুৎ চেক করার নিয়ম বলব। নিয়ম বলার আগে নেসকো কোম্পানি কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এবং চেক করতে অনেক সহজ হয়। চলুন আলোচনা শুরু করা যাক।

নেসকো কি ?

নেসকো একটি সংক্ষিপ্ত রূপ। এর পরিপূর্ণ নাম হলো : নর্দান ইলেকট্রিকসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি।

এই কোম্পানি বাংলাদেশে অনেক পরিচিত একটি কোম্পানি। এই কোম্পানির মালিক রাষ্ট্র ‌। এই কোম্পানি দেশের উত্তরাঞ্চলে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ১৬ টি জেলা এবং ৩৯ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

এই কোম্পানি অনলাইন এবং অফলাইন দুই ধরনের বিদ্যুৎ বিল চেক করার এবং দেওয়ার সিস্টেম রেখেছে।

মোট কথা এই কোম্পানি নিজেকে ডিজিটাল মেইনটেইনেন্স হিসেবে রূপান্তরিত করেছে। এ কারণে  নেসকোর অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে  নেসকো প্রিপেইড বিল চেক করতে পারবেন খুব সহজে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

বিস্তারিতভাবে নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

নেসকোর বিদ্যুৎ বিল চেক করা অনেকগুলো মাধ্যমে রয়েছে। যেমন :

  • সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন।
  • নগদ অ্যাপের মাধ্যমে করতে পারবেন ।
  • বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারবেন ।
  • রকেট অ্যাপের মাধ্যমে করতে পারবেন ।
  • মোবাইলে এসএমএস এর মাধ্যমে চেক করতে পারবেন ।
  • নেসকো মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন ।
  • USSD কোডের মাধ্যমে চেক করতে পারবেন ।
  • মিটারে নেসকোর কোড ডায়াল করে চেক করতে পারবেন ।

নেসকো পোস্টপেইড বিল চেক করার নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে

আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে বিলটি চেক করতে চান এজন্য আপনাকে অবশ্যই মি কনজ্যুমার নাম্বার থাকতে হবে। এরপর কয়েকটি ধাপের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন।

  • সর্বপ্রথম আপনাকে নেসকোর অফিসিয়াল পেজে প্রবেশ করতে হবে।
  • এরপর রেজিস্টার করতে হবে । নাম, ইমেল , পাসওয়ার্ড দিয়ে ।
  • এরপর Postpaid section এর মধ্যে ক্লিক করবেন ।
  • এরপর Postpaid panel সিলেক্ট করবেন ।
  • এরপর কনজ্যুমার নাম্বার দিবেন ।
  • এরপর show unpaid bills এর মধ্যে ক্লিক করবেন । তাহলে আপনার বিল দেখতে পারবেন ।

nesco প্রিপেইড বিল চেক ওয়েবসাইটের মাধ্যমে

প্রিপেইড মিটার বলতে আমরা বুঝি যে মিটারে রিচার্জ করতে হয়। রিচার্জে ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ অটোমেটিক বন্ধ হয়ে যায়। এ জন্য অবশ্য আপনাকে ব্যালেন্স চেক করতে হবে।

আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে বিলটি চেক করতে চান এজন্য আপনাকে অবশ্যই মিটার নাম্বার অথবা কনজ্যুমার নাম্বার থাকতে হবে। এরপর কয়েকটি ধাপের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন।

সর্বপ্রথম আপনাকে নেসকোর অফিসিয়াল পেজে প্রবেশ করতে হবে। নিচের পেজের মত একটি পেজ দেখতে পাবেন ।

নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

  • এরপর আপনাকে মিটার নাম্বার অথবা কনজুমার নাম্বার দিতে হবে।
  • এরপর আপনাকে ক্যাপচা পূর্ণ করতে হবে।
  • এরপর লগিন অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনাকে মিটারে বর্তমান কত টাকা আছে,  পেমেন্ট হিস্টোরি এবং নানান তথ্য দেখতে পারবেন।

নগদ অ্যাপ এর মাধ্যমে নেসকো বিদ্যুৎ বিল চেক

সর্বপ্রথম আপনাকে নগদ অ্যাপে প্রবেশ করতে হবে।

তারপর বিল অপশনে ক্লিক করবেন।

  • বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
    এরপর স্ক্রল করে নিচে যাবেন। এরপর নেসকো পোস্টপেইড সিলেক্ট করবেন। ( যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম না হয় )।
  • এরপর আপনাকে কাস্টমার আইডি দিতে হবে।
  • এরপর আপনাকে কন্টাক্ট নাম্বার দিতে হবে।
  • তাহলে আপনি আপনার বিলটি দেখতে পারবেন।

আর যদি যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম হয় । তাহলে এক্ষেত্রে রিচার্জ করতে হবে।

  • এ ক্ষেত্রে nesco প্রিপেইড অপশন এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে মিটার নাম্বার দিতে হবে।
  • তারপর আপনাকে রিচার্জ করতে হবে।
  • তারপর অন্যান্য লেনদেনের মতো পিন কোড দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে।
  • যখন আপনি আপনার বিলটি পরিষদ করবেন। তখন ব্যালেন্স চেক করার একটি অপশন পাবেন।
  • ওই অপশনের মাধ্যমে নেসকো বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

নগদ কোডের  মাধ্যমে নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

সর্বপ্রথম আপনি *167# আপনার মোবাইলে ডায়াল করুন।
এরপর বিল  অপশন এ ক্লিক করুন।

  • এরপর ইলেক্সট্রিসিটি অপশনে ক্লিক করুন।
  • এরপর নেসকো পোস্টপেইড সিলেক্ট করবেন। ( যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম না হয় )।
  • এরপর আপনাকে কাস্টমার আইডি দিতে হবে।
  • তাহলেই আপনি আপনার বিলটি দেখতে পারবেন।

আর যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম হয়

  • তাহলে nesco প্রিপেইড অপশনে ক্লিক করুন
  • মিটার নাম্বার লিখে পেমেন্ট করুন।
  • তখন সাকসেসফুল মেসেজ আসবে। এরপর আপনি সেখানে 1 লিখে সেন্ট বাটন এ ক্লিক করবেন। এরপর আপনি নেসকো বিল চেক করতে পারবেন।

আরো পড়ুন :

বিকাশ অ্যাপের মাধ্যমে নেসকো বিদ্যুৎ বিল চেক

সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে।

  • তারপর বিল অপশনে ক্লিক করবেন।
  • এরপর বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রল করে নিচে যাবেন। নিচের পেজের মত দেখতে পারবেন ।
নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

  • এরপর নেসকো পোস্টপেইড সিলেক্ট করবেন। ( যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম না হয় )।
  • এরপর আপনাকে কাস্টমার আইডি দিতে হবে।
  • এরপর আপনাকে কন্টাক্ট নাম্বার দিতে হবে।
  • তাহলে আপনি আপনার বিলটি দেখতে পারবেন।

আর যদি যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম হয় । তাহলে এক্ষেত্রে রিচার্জ করতে হবে।

  • এ ক্ষেত্রে nesco প্রিপেইড অপশন এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে মিটার নাম্বার দিতে হবে।
  • তারপর আপনাকে রিচার্জ করতে হবে।
  • তারপর অন্যান্য লেনদেনের মতো বিকাশ পিন কোড দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে।
  • যখন আপনি আপনার বিলটি পরিষদ করবেন।
  • এরপর বিকাশের পক্ষ থেকে পে বিল রিসিট পাবেন ।
  • তখন নেসকো বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

বিকাশ কোডের  মাধ্যমে নেসকো বিদ্যুৎ বিল চেক

সর্বপ্রথম আপনি *247# আপনার মোবাইলে ডায়াল করুন।
এরপর বিল  অপশন এ ক্লিক করুন।

  • এরপর ইলেক্সট্রিসিটি অপশনে ক্লিক করুন।
  • এরপর নেসকো পোস্টপেইড সিলেক্ট করবেন। ( যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম না হয় )।
  • এরপর আপনাকে কাস্টমার আইডি দিতে হবে।
  • তাহলেই আপনি আপনার বিলটি দেখতে পারবেন।

আর যদি আপনার মিটার রিচার্জ সিস্টেম হয় 

  • তাহলে nesco প্রিপেইড অপশনে ক্লিক করুন 
  • মিটার নাম্বার লিখে পেমেন্ট করুন।
  • তখন সাকসেসফুল মেসেজ আসবে। এরপর আপনি নেসকো বিল দেখতে পারবেন।

নেসকো app এর মাধ্যমে বিল চেক করতে পারবেন ।

আপনাকে google play store যেয়ে নেসকো লিখে সার্চ দিতে হবে। তাহলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন।

  • এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই বিল চেক করতে পারবেন।
  • পেমেন্ট করতে পারবেন।
  • ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ করতে পারবেন।
  • রিচার্জ এর সব হিস্টরি দেখতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

আপনি খুব সহজেই মোবাইলে এসএমএস এর মাধ্যমে বিল চেক করতে পারবেন। এজন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে।

  • মোবাইলের এসএমএসের অপশনে গিয়ে নেসকো লিখুন
  • একটি স্পেস দিন
  • বিল লেখুন
  • এরপর আবার একটি স্পেস দেন
  • এরপর কনজ্যুমার নাম্বার অথবা মিটার নাম্বার দিন।
  • সবশেষে 9555 এই নাম্বারে ওই এসএমএসটি পাঠিয়ে দিন। অল্প সময়ের মধ্যে বিল সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

কোডের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক

যদি আপনি কোডের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার চেক করতে চান । তাহলে নিচের কোড গুলো অনুস্বরণ করতে পারেন ।

ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য৯৯৯৯৯
চলতি মাসে ব্যবহারকৃত বিদ্যুৎ জানার জন্য৪১৩
গতে মাসে ব্যবহারকৃত বিদ্যুৎ জানার জন্য৪১৪
এখন পর্যন্ত ব্যবহারকৃত বিদ্যুৎ জানার জন্য৬০
সর্বশেষ কত টাকার বিদ্যুৎ কিনা হয়েছে জানার জন্য২০০

নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম বিকাশের মাধ্যমে ।

আপনি আপনার প্রিপেইড মিটার রিচার্জ করতে চান বিকাশের মাধ্যমে । তাহলে এ ক্ষেত্রে নিয়ম হলো :

সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে।

  • তারপর বিল অপশনে ক্লিক করবেন।
  • বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রল করে নিচে যাবেন।
  • এরপর nesco প্রিপেইড অপশন এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে মিটার নাম্বার দিতে হবে।
  • তারপর আপনাকে রিচার্জ করতে হবে।
  • তারপর অন্যান্য লেনদেনের মতো বিকাশ পিন কোড দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে।
  • যখন আপনি আপনার বিলটি পরিষদ করবেন।
  • এরপর বিকাশের পক্ষ থেকে পে বিল রিসিট পাবেন ।

এভাবে খুব সহজেই নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন । আশাকরি আপনি বুঝতে পেরেছেন ।

পরিশেষে বলব : উপরে নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

আশাকরি আপনি উপকৃত হয়েছেন এবং এই লেখাটি আপনার ভালো লেগেছে । অতএব যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment