আনকমন ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা ২০২৪

আপনি কি ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

ঠিকাদারী ব্যবসা বর্তমান সময়ে খুবই লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসায় অল্প সময়ে অনেক লাভবান হতে পারবেন।

বর্তমানে প্রচুর লোক এই ব্যবসা শুরু করছে। এই ব্যবসা শুরু করার জন্য  আপনাকে ব্যবসার নাম ঠিক করতে হবে।

একটি ব্যবসার সফলতার পিছনে ব্যবসার নাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে।

আপনাদের সুবিধার্থে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা বলবো। পাশাপাশি নাম রাখার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব।

যাতে করে নাম রাখার সময় কোন ধরনের প্রবলেম ফেস না করেন। এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে।

তাহলে আপনি আপনার কাঙ্খিত নাম পেয়ে যাবেন। চলুন আলোচনা শুরু করা যাক।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নাম

ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা ২০২৪

তালিকা বলার পূর্বে নাম রাখার জন্য কি কি বিষয় লক্ষ্য করতে হয় এসব নিয়ে আলোচনা করব। এরপর নাম রাখার কয়েকটি কৌশল নিয়ে আলোচনা করব। ফলে আপনি চমৎকার একটি নাম তৈরি করতে পারবেন।

নাম রাখার পূর্বে ৫টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।

নিম্নে বর্ণিত পাঁচটি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এতে আপনি চমৎকার নাম রাখতে পারবেন।

  • ব্যবসার সাথে মিল রেখে নাম রাখতে হবে। যাতে করে গ্রাহকরা আপনার নাম শুনে বুঝতে পারে আপনি কি নিয়ে ব্যবসা করেন।
  • একেবারে সহজ নাম রাখবেন। ফলে খুব সহজে গ্রাহকরা উচ্চারণ করতে পারবে এবং বুঝতে পারবে।
  • আনকমন নাম রাখুন। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করুন যে নামটি খুবই আনকমন হবে। গ্রাহকরা শুনার সাথে সাথে আকর্ষিত হবে।
  • কঠিন বানান ব্যবহার করবেন না। এতে করে গ্রাহকরা বিরক্ত বোধ করবে।
  • আপনার যে সমস্ত প্রতিযোগী রয়েছে তাদেরকে ফলো করুন। অর্থাৎ তারা কিভাবে নাম রেখেছে , কি কি বিষয় ফলো করেছে এগুলো লক্ষ্য করুন।

নাম রাখার পূর্বে এই অবশ্যই পাঁচটি বিষয়ে লক্ষ্য রাখবেন।

কি কি পন্থায় নাম তৈরি করা যায় ?

দুইটি পদ্ধতিতে খুব সহজেই নাম রাখতে পারবেন।

  1. ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করতে পারবেন।
  2. তালিকা থেকে আইডিয়া নিয়ে নাম তৈরি করতে পারবেন।

নিচে এই দুনো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করার নিয়ম ।

আপনি খুব সহজেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করতে পারবেন। তবে অবশ্যই এই নামগুলো হতে হবে ইংলিশে।

বাংলায় নাম রাখতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করতে পারবেন না। এ ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবেন। সর্বপ্রথম নিচের যে কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন।

এরপর সেখানে একটি সার্চ বক্স দেখতে পারবেন। তারপর আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন ওই ব্যবসার মেইন কিওয়ার্ডটা লিখবেন।

যেহেতু আপনি ঠিকাদারি ব্যবসা করতে চাচ্ছেন এই কারণে Contracting company লিখবেন এরপর generate names অপসনে ক্লিক করবেন।

আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাবে। সেখানে অগণিত নামের তালিকা দেখতে পারবেন। সেখান থেকে যেকোন একটি নাম আপনার ব্যবসার জন্য নির্বাচন করবেন।

নামের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করার নিয়ম

আমি নিচে অনেকগুলো নামের তালিকা দিয়ে দিব। এখান থেকে ভালোভাবে আইডিয়া নিয়ে ব্যবসার জন্য একটি নাম নির্বাচন করতে পারেন। কখনোই কারো নামের মত নাম রাখবেন না। বরং ভিন্ন রকমের নাম রাখার চেষ্টা করবেন।

Read more : 

আনকমন ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা

আমি নিচে আনকমন ও আকর্ষণীয় নামের তালিকা দিয়ে দিলাম। এই সমস্ত তালিকা থেকে আইডিয়া গ্রহণ করবেন। এরপর নতুন আঙ্গিকে আপনার ব্যবসার জন্য নাম রাখবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

  • মেসার্স হুমায়ূন এন্টারপ্রাইজ
  • মেসার্স শুভ এন্টারপ্রাইজ
  • মেসার্স জিয়া এন্টারপ্রাইজ
  • মেসার্স চৌধুরী কন্সট্রাকশন
  • মেসার্স হোসেন এন্টারপ্রাইজ
  • মেসার্স আশা এন্টারপ্রাইজ
  • মেসার্স আজ জাবলি নূর কন্ট্রাকশন কোং
  • মেসার্স এফ রহমান এন্ড সন্স
  • মেসাস বিহান ইঞ্জিনিয়ারিং
  • মেসার্স বিক্রমপুর অ্যাসোসিয়েট
  • মেসার্স সৈয়দাবাদ ইন্টারন্যাশনাল
  • মেসার্স শফি এন্টারপ্রাইজ
  • মেসার্স ঝুমুর এন্টারপ্রাইজ
  • মেসার্স আনোয়ার গ্যাস সার্ভিস
  • মেসার্স প্রান্তিক কন্সট্রাকশন
  • মেসার্স আল-মদিনা গ্যাস সার্ভিসেস
  • মেসার্স উদায়ন এন্টারপ্রাইজ
  • মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল
  • মেসার্স মামুন এন্টারপ্রাইজ
  • মেসার্স জেকে কর্পোরেশন
  • মেসার্স আনন্দ গ্যাস সার্ভিস
  • মেসার্স ভূইয়া গ্যাস সার্ভিস
  • মেসার্স রহমান সন্স

পরিশেষে বলবো :

উপরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই সমস্ত তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে যে কোন একটি নাম আপনার ব্যবসার জন্য রাখতে পারেন।

নাম রাখার সময় অবশ্যই উপরে নিয়মগুলো ফলো করে নাম রাখবেন। আশা করি আপনি ভাল ভাবে বুঝতে পেরেছেন। যদি লেখাটি আপনার উপকার দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment