আপনি কি কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।
কাপড়ের ব্যবসা একটি চাহিদা পূর্ণ ব্যবসা। ভবিষ্যতে এর চাহিদা শুধু বাড়তে থাকবে কখনো কমবে না।
অতএব কাপড়ের ব্যবসা করে আপনি চমৎকার একটি ক্যারিয়ার গড়তে পারেন। সুতরাং আপনি যদি কাপড়ের ব্যবসা করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে চমৎকার একটি নাম নির্বাচন করতে হবে।
কেননা প্রতিটি ব্যবসার সফলতার পিছনে ব্যবসার নাম অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই আপনাকে এ ব্যাপারে মনোযোগ দিতে হবে।
তাই আজ আমি কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা বলব। যাতে করে আপনি খুব সহজেই আপনার দোকানের জন্য চমৎকার একটির নাম নির্ধারণ করতে পারেন।
পাশাপাশি নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। অতএব আর্টিকেলটি গুরুত্বসহকারে মনোযোগ দিয়ে পড়বেন।
আশা করি খুব সহজে চমৎকার একটি নাম নির্বাচন করতে পারবেন আপনার ব্যবসার জন্য। চলেন আলোচনা শুরু করা যাক।
কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা ২০২৩
আমি এখানে চমৎকার চমৎকার ও আকর্ষণীয় নামের তালিকা বলবো। তবে এর আগে দোকানের নাম রাখার ব্যাপারে কি কি বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে এ ব্যাপারে আলোচনা করব। যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম এর সম্মুখীন না হন।
কাপড়ের দোকানের নাম রাখার পূর্বে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে ?
নাম নির্বাচন করার পূর্বে মোটামুটি ৪টি বিষয়ে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে।
১. কাপড়ের দোকানের সাথে ব্যবসার নাম মিল রাখতে হবে। অর্থাৎ আপনার কাপড়ের দোকানের জন্য যে নামটি নির্বাচন করতে চাচ্ছেন সে নামটি যেন কাপড়ের দোকানের সাথে মিল থাকে। যাতে করে ক্রেতারা নাম শুনে বুঝতে পারে যে আপনি কাপড়ের ব্যবসা করছেন।
২. আনকমন নাম নির্বাচন করা। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করবেন যে নামটি সচরাচর শোনা যায় না। এতে করে আপনার দোকানের নাম শুনে ক্রেতারা আকর্ষিত হবে। ফলে ভালোভাবে আপনার দোকানের নাম তাদের ব্রেনে অঙ্কিত হয়ে যাবে।
৩. খুব সংক্ষিপ্ত একটি নাম নির্বাচন করা। অর্থাৎ নাম নির্বাচন করার সময় এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে নাম যেন লম্বা না হয় । এতে ক্রেতারা মনে রাখতে পারবে না। নাম যত সংক্ষিপ্ত হবে ক্রেতারা ততো মনে রাখতে পারবে।
৪. আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত প্রতিযোগী রয়েছে ঐ সমস্ত প্রতিযোগীদের প্রতি পর্যবেক্ষণ করা। অর্থাৎ তারা কিভাবে নাম রেখেছে এ সমস্ত বিষয়ে ফলো করা। এরপর একটি আইডিয়া গ্রহণ করে তাদের থেকে আরও চমৎকার নাম নির্বাচন করা।
Read more : অনলাইন ব্যবসার নাম বের করার কৌশল
কাপড়ের দোকানের জন্য নাম নির্বাচন করার কয়টি পদ্ধতি রয়েছে ?
দুইটি পদ্ধতি রয়েছে। আর এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনার ব্যবসার জন্য চমৎকার একটি নাম নির্বাচন করতে পারেন।
১. সরাসরি নাম তৈরি করা। অর্থাৎ নিচে কয়েকটি ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো ।
এরকম কয়েকটি ওয়েবসাইটের নাম দেওয়া হল :
এখান থেকে দুই ভাবে তৈরি করতে পারবেন।
- এ সমস্ত ওয়েবসাইটে গিয়ে সার্চ বক্সে clothing store লিখে সার্চ দিলে নানারকম নামের তালিকা তৈরি করে দেবে। এরপর আপনি এখান থেকে একটি নাম নির্বাচন করতে পারেন।
- আপনার যে নামটি পছন্দ ওই নাম লিখে সার্চ দিবেন। এরপর আপনাকে ওই ওয়েবসাইটটি নানান রকম নামের তালিকা দিবে।
এ সমস্ত ওয়েবসাইট একমাত্র ইংলিশ নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
২. নামের তালিকা থেকে একটি নাম নির্বাচন করা। অর্থাৎ বিভিন্ন দোকানের নামের তালিকা থেকে যে কোন একটি নাম নির্বাচন করা। অতঃপর ওই অনুযায়ী একটি নাম নির্বাচন করা। নিচে দোকানের নামের তালিকা দেওয়া হল।
বিস্তারিতভাবে কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা
কাপড়ের দোকান দুই ভাগে বিভক্ত।
- ছেলেদের কাপড়ের দোকান।
- মেয়েদের কাপড়ের দোকান।
এখানে আমি আলাদা আলাদা ভাবে তালিকা বর্ণনা করব। যাতে করে খুব সহজে বিষয়টি বুঝতে পারেন।
ছেলেদের কাপড়ের দোকানের নামের তালিকা
এখানে আমি শুধু ছেলেদের কাপড়ের দোকানের তালিকা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি উপকৃত হবেন।
- নায়ক বস্ত্র বিতান
- আসল পুরুষ বস্ত্র কেন্দ্র
- সিভিল ড্রেস জোন
- রিয়েল ম্যান আউটফিট
- সেরা বস্ত্রালয়
- ম্যানস বস্ত্র কর্নার
- নর্দান বয়েস আউটফিট
- সুটস ফর ম্যান
- ছেলেদের পোশাক কর্নার
- পাঞ্জাবি ঘর
- ছেলেদের পছন্দ কর্নার
- ইস্টার্ন বয়েজ এপ্যারেল
- ইমরান বস্ত্র বিতান
- সুমন বস্ত্র কর্নার
মেয়েদের কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা
এখানে আমি শুধু মেয়েদের কাপড়ের দোকানের তালিকা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি উপকৃত হবেন।
- রানী বস্ত্র বিতান
- সুচিত্রা বস্ত্র কর্নার
- নীল পরী বস্ত্র শালা
- রূপসী বুটিক হাউস
- অহনা বস্ত্র ঘর
- রূপবতী বস্ত্র কর্নার
- আবরণ বস্ত্র মেলা
- চাঁদনী বস্ত্র কর্নার
- মায়াবতী লেডিস কর্নার
- লাল পরী বস্ত্র শালা
- লেডিস ক্লথ হাউস
- পরি বস্ত্র বিতান
- মিষ্টি মেয়ে বস্ত্রঘর
- রেশমি লেডিস কর্নার
ইসলামিক কাপড়ের দোকানের নাম
এখানে আমি শুধু ইসলামিক কাপড়ের দোকানের তালিকা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি উপকৃত হবেন।
- জান্নাতী বস্ত্র কর্নার
- মক্কা বস্ত্র বিতান
- মদনিা বস্ত্র কর্নার
- বিসমিল্লাহ বস্ত্র শালা
- আল-আমীন বুটিক হাউস
- তাকওয়া বস্ত্র ঘর
- আল্লাহর দান বস্ত্র কর্নার
- তাকওয়া ক্লথ হাউজ
- মায়ের দোয়া বস্ত্র শালা
ঢাকার বিখ্যাত কাপড়ের দোকানের নামের তালিকা
পুরাতন ঢাকার মধ্যে বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান রয়েছে। এখানে পাইকারি খুচরা কাপড় বিক্রি করা হয়। পুরান ঢাকায় মোটামুটি ১০ হাজার থেকে ১৫ হাজার কাপড়ের দোকান রয়েছে। এখানে আপনি যে সমস্ত কাপড় পাবেন সেগুলো হলো :
- শার্ট – প্যান্ট
- থান কাপড়
- পাঞ্জাবি – পায়জামা
- শাড়ি
- সালোয়ার কামিজ
- বোরকার কাপড়
- লুঙ্গি
- বিছানার চাদর
- পর্দার কাপড়
- ছাপার কাপড়
ইত্যাদি এরকম নানান জাতীয় কাপড় পাবেন। এখানে বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান রয়েছে।
আমি কয়েকটি মার্কেটের নাম তুলে ধরছি।
- গুলশান আর সিটি
- হামিদ ম্যানশন
- এসি মার্কেট
- চায়না মার্কেট
- নবাব বাড়ির দোকান
এ সমস্ত জায়গায় বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান পাবেন।
তবে পুরাতন ঢাকা ছাড়া আরো অনেক জায়গায় বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান রয়েছে। যেমন :
- চাঁদনীচক মার্কেট
- গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট
- নিউ মার্কেট
- ফার্মগেট
ইত্যাদি এই সমস্ত জায়গায় বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান পাবে।
আমি আপনাদের সুবিধার্থে ঢাকার বিখ্যাত কাপড়ের দোকানের নামের তালিকা বলছি :
- হ্যাপি ক্লথিং
- ফ্যাশন টাইম
- বেস্ট ড্রেস
- গুডলী ক্লথস
- কালার থ্রেড ড্রেস জোন
- রিয়েল লুকস ফ্যাশন
- হোম লেদার এন্ড লেস অনন্য আবরণ
- অপরূপা বস্ত্রশাল
- চাঁদনী বস্ত্র বিতান
পরিশেষে বলল : উপরে কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পাশাপাশি নানান প্রয়োজনীয় তথ্য দিলাম।
আশা করি উপকৃত হয়েছেন । যদি এই লেখাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।