২০২৪ সালে সঠিক নিয়মে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করুন খুব সহজেই

আপনি কি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে চান ? তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য।

বিদ্যুৎ বিল অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কেননা আপনি যদি ঠিকমত বিদ্যুৎ বিল না দেন তাহলে আপনার বিদ্যুতের লাইন কেটে দেবে।

ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিদ্যুৎ বিল নিয়ে অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক

যেমন : বিল দেওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের ঝামেলা করে । তাই তখন বিদ্যুৎ বিল তথ্য ও বিদ্যুৎ বিল চেক করার প্রয়োজন পড়ে।

আরো নানান কারণে বিল চেক করার প্রয়োজন পড়ে । তাই অবশ্যই আমাদের বিদ্যুৎ বিল দেখার নিয়ম জানতে হবে ।

অতএব আজ আমি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ও পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে দেওয়ার নিয়ম বলব ।

যাতে করে খুব সহজেই প্রযুক্তিগত সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারেন। এর ফলে আপনার বিদ্যুৎ বিল দেখুন কোন সমস্যা ছাড়া । সম্পুর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন ।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম ২০২৪

palli bidyut bill check online করতে বিদ্যুৎ অফিসের ওয়েবসাইটে বিল সম্পর্কে পরিপূর্ণ তথ্য পাবেন না । তাই পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন অন্য কোন মাধ্যমে । এই মাধ্যমগুলো বিস্তারিত বলব ।

আপনার বিদ্যুৎ বিল দেখুন ৩টি মাধ্যমে ।

  • সরাসরি পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল তথ্য জানতে পারবেন ।
  • অভিযোগ করার নাম্বারে কল করে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
  • অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। অর্থাৎ বিকাশ , নগদ ইত্যাদির মাধ্যমে চেক করতে পারবেন ।

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বিকাশ দিয়ে দুইভাবে দেখতে পারবেন।

  1. সরাসরি অ্যাপের মাধ্যমে
  2. কোডের মাধ্যমে ।

আমি এখানে প্রত্যেকটি নিয়ম আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করব । আশাকরি আপনি মনোযোগ সহকারে পরবেন ।

বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দেখার নিয়ম

অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ চেক করার নিয়ম হলো :

  • সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করবেন।
  • তারপর বিল নামক অপশনে ক্লিক করবেন।
  • এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করুন।

নিচে দেওয়া পেজের মত একটি পেজ দেখাবে ।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক

এখানে অনেকগুলো অপশন আছে । এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা কোম্পানি । এরা প্রত্যেকেই বিদ্যুৎ সাপ্লাই করে ।

তাই কারেন্ট বিল চেক করার জন্য আপনাকে আগে জানতে হবে আপনার বিদ্যুৎ কোন কম্পানি সাপ্লাই করে । এটা খুব সহজে জানতে পারবেন ।

আপনি আপনার পুরাতন বিলের কাগজ দেখে জানতে পারবেন অথবা গুগলে সার্চ দিয়ে জেনে নিবেন ।

desco electricity bill check করার নিয়ম

  • তারপর desco postpaid এটা সিলেক্ট করবেন (যদি মিটার হয় ) ।
  • আর যদি কার্ড সিস্টেম হয় তাহলে desco prepaid সিলেক্ট করবেন ।
  • এরপর মাস সিলেক্ট করবেন ।
  • তারপর এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিন ( এটা আপনার পুরাতন বিলের কাগজে পেয়ে যাবেন ) এবং বিলের মাস ঠিক আছে কিনা তা মিলিয়ে নিন।

এ কাজগুলো করার পর আপনার বিদ্যুৎ বিল টি দেখতে পারবেন। আর এভাবেই আপনি আপনার আপনার বিদ্যুৎ বিল দেখুন নিজে নিজে । আশাকরি আপনি বুঝতে পেরেছেন ।

কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন করার নিয়ম

কোডের মাধ্যমে বিল দেখার নিয়ম হলো :

  • আপনি আপনার মোবাইলে *২৪৭# নাম্বারটি ডায়াল করুন।
  • এরপর পে বিল অপশন ক্লিক করুন।
  • তারপর ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন। এটা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল চেক করার নিয়ম ।
  • তারপর palli Bidyut নামক অপশনে ক্লিক করুন।
  • তারপর চেক বিল অপশনে ক্লিক করুন।
  • এরপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিন।

এভাবেই আপনার বিদ্যুৎ বিল দেখুন খুব সহজে ।

বিপিডিবি বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

আপনি যদি বিপিডিপি এর গ্রাহক হয়ে থাকেন। তাহলে খুব সহজেই বিদ্যুৎ বিলের কাগজটি দেখতে পারবেন। 

চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই কয়েকটি ধাপ ফলো করতে হবে।

সর্বপ্রথম আপনাকে বিপিডিপি এর অফিসিয়াল পেজে ঢুকতে হবে । এর জন্য আপনাকে bpdb bill check লিখে গুগলে সার্চ দিতে হবে । তাহলে প্রথমেই পেয়ে যাবেন । এরপর নিচের দেওয়া পেজের মত একটি পেজ পাবেন।

বিপিডিবি বিদ্যুৎ বিল চেক

  • এরপর আপনাকে ৮ ডিজিটের Consumer  নাম্বার দিতে হবে। ( এটা আপনার পুরাতন বিলের কাগজে পেয়ে যাবেন )
  • তারপর আপনার লোকেশন কোড দিতে হবে। এটাও পুরাতন বিলের কাগজে পেয়ে যাবেন।
  • এবার যে মাসের বিল দেখতে চাচ্ছেন ওই মাসের নাম দিতে হবে।
  • এরপর আপনাকে জেনারেট রিপোর্ট নামক অপশনে ক্লিক করতে হবে।

তাহলে আপনি আপনার বিলের কাগজটি দেখতে পারবেন। ইচ্ছে করে খুব সহজে-ই প্রিন্ট করতে পারবেন।

আর যদি আপনি কয়েক মাসের দিল একসাথে দেখতে চান। তাহলে সর্বপ্রথম আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডিপিডিপি Bill Information নামক অপশনে ক্লিক করতে হবে। এরপর আগের নিয়মে সব কিছু ফলো করতে হবে।

তবে এখানে শুধু Consumer নাম্বার ও লোকেশন কোড দিলেই হবে। তাহলে আপনি আপনার বিগত সমস্ত মাসে বিল একসাথে দেখতে পারবেন। সুতরাং বিপিডিবি বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন এই সিস্টেমে । আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

আপনি খুব সহজে দুই ভাবে বিকাশের মাধ্যমে বিল দিতে পারবেন । (১) সরাসরি অ্যাপের মাধ্যমে (২) কোডের মাধ্যমে । আমি এখানে প্রত্যেকটি নিয়ম আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করব ।

বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়ার নিয়ম

অ্যাপের মাধ্যমে নিয়ম হলো :

  • সর্বপ্রথম আপনি বিকাশ এপে প্রবেশ করবেন।
  • তারপর বিল নামক অপশনে ক্লিক করবেন।
  • এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করুন।
  • তারপর desco postpaid এটা সিলেক্ট করবেন (যদি মিটার হয় ) । আর যদি কার্ড সিস্টেম হয় তাহলে desco prepaid সিলেক্ট করবেন ।
  • এরপর মাস সিলেক্ট করবেন ।
  • তারপর এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিন ( এটা আপনার পুরাতন বিলের কাগজে পেয়ে যাবেন ) এবং বিলের মাস ঠিক আছে কিনা তা মিলিয়ে নিন। 

এ কাজগুলো করার পর আপনি টাকা পরিশোধ করে দিবেন। এভাবেই আপনার বিদ্যুৎ বিলটি অনলাইনের মাধ্যমে খুব সহজে দিতে পারবেন।

কোডের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যম

কোডের মাধ্যমে বিল পরিশোধ করার নিয়ম হলো :

  •  আপনি আপনার মোবাইলে *২৪৭# নাম্বারটি ডায়াল করুন।
  • তারপর পে বিল অপশন ক্লিক করুন।
  • তারপর ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন।
  • তারপর palli Bidyut নামক অপশনে ক্লিক করুন।
  • তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন।
  • এরপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিন।
  • এ কাজগুলো করার পর আপনি টাকা পরিশোধ করে দিবেন।

এভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

 আপনি যদি নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে চান। তাহলে এক্ষেত্রে নিয়ম হলো : 

  • সর্বপ্রথম আপনাকে নগদের অ্যাপে প্রবেশ করতে হবে ।
  • এরপর বিল পে নামক অপশনটি ক্লিক করতে হবে।
  • তারপর বিলের প্রতিষ্ঠানের নাম ক্লিক করতে হবে।
  • তারপর আপনি আপনার একাউন্ট নাম্বার এবং আরো কয়েকটি তথ্য লিখবেন।
  • এরপর আপনার বিলের পরিমাণ লেখুন।
  • তারপর আপনি আপনার বিলটি পরিশোধ করে দিন।

এ পদ্ধতিতে খুব সহজেই আপনি আপনার বিলটি নগদের মাধ্যমে দিতে পারবেন।

পরিশেষে বলব : উপরে অনলাইনে বিদ্যুৎ বিল চেক ও বিদ্যুৎ বিল দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

আশাকরি আপনি উপকৃত হয়েছেন এবং এই লেখাটি আপনার ভালো লেগেছে । অতএব যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

FAQ

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম কি ?

বকেয়া বিল অনলাইনের মাধ্যমে আপনি দিতে পারবেন না। কোনক্রমে বিকাশের মাধ্যমে যদি আপনি দিয়ে দেন তাহলে কিছুক্ষণ পর আপনার টাকা ফেরত দেবে।

এখন প্রশ্ন হল বকেয়া বিদ্যুৎ বিল অনলাইনের মাধ্যমে কিভাবে দিব ? এর উত্তর হল টেনশন এর কোন কারণ নেই। কেননা বর্তমান সময়ে নতুন নিয়ম করা হয়েছে।

আগে কোন বিদ্যুৎ বিল বকেয়া থাকলে চলতি মাসের বিদ্যুৎ বিলের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং চলতি মাসে বকেয়া হয়ে গেলে সামনের মাসের বিলের সাথে সংযুক্ত হয়ে যাবে।

তারপর আপনি দুনো মাসের বিল একসাথে দিয়ে দিবেন অনলাইনের মাধ্যমে। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।

বকেয়া বিদ্যুৎ বিল দেখার নিয়ম কি ?

বকেয়া বিদ্যুৎ বিল দেখার আলাদা কোন নিয়ম নেই । বরং যেভাবে বিদ্যুৎ বিল চেক করতে হয় ঠিক ঐ ভাবেই বকেয়া বিদ্যুৎ বিল দেখতে পারবেন ।আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment