আপনি কি জানতে চান খতমে খাজেগান পড়ার নিয়ম ? খতমে খাজেগান হল বিশেষ এক ধরনের দোয়া বা জিকির যা বিশেষ উদ্দেশ্য পূর্ণ করার জন্য করা হয়। আর বিশেষ উদ্দেশ্য বলতে বিভিন্ন রকমের কঠিন রোগ ব্যাধি , বালা-মুসিবত, বিপদ আপদ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া।
যেমনিভাবে খতমে ইউনুস এই উদ্দেশ্যে করা হয় ঠিক তেমনিভাবে খাজেগান উদ্দেশ্যে বলা হয় । আজ আমি খতমে খাজেগান পড়ার নিয়ম বিস্তারিত ভাবে বলবো। যাতে করে সঠিকভাবে জেনে সঠিক নিয়মে খতমে খাজেগান পড়তে পারেন।
খতমে খাজেগান পড়ার নিয়ম
এই দোয়াটি শুরু করার জন্য সবচেয়ে ভালো হয় চার থেকে পাঁচজন লোক একসাথে বসা। এরপর একজন বলে দিবেন বা পরিচালনা করবেন। সাথে সামান্য চিনি , এক গ্লাস পানি , তেল উপস্থিত রাখবেন।
প্রথম ধাপে এই বিষয় গুলো পড়বেন
১. 11 বার ইস্তিগফার পড়ুন
২. ৭ বার সূরা ফাতিহা পাঠ করা।
৩. ১০০ বার দুরুদ শরীফ পড়া।
৪. ৭৯ আলাম নাশরাহ সূরা পড়া
৫. ১০০ বার দুরুদ শরীফ পড়া।
৬. ১০০০ বার সূরা ইখলাস পড়া
৭. ৭ বার সূরা ফাতিহা পাঠ করা।
৮. ১০০ বার দুরুদ শরীফ পড়া।
২য় ধাপে এই বিষয় গুলো পড়বেন
৯. এই দোয়াটি পড়বেন ১০০ বার পড়বেন
বাংলা উচ্চারণ : ফাসাহহিল ইয়াইলাহি কুল্লা ছাবিন বিহুরমাতি সায়্যিদিল আবরার । সাহহিল বিফাদলিকা ইয়া আজিজ।
১০. ১০০ বার এই দোয়াটি يا قاضي الحاجات
বাংলা উচ্চারণ : ইয়া কাদিয়াল হাজাত
১১. ১০০ বার এই দোয়াটি يا كافي المهمات
বাংলা উচ্চারণ : ইয়া কাফিয়াল মুহিম্মাত।
১২. ১০০ বার এই দোয়াটি يا دافع البليات
বাংলা উচ্চারণ : ইয়া দাফিআল বালিয়াত
১৩. ১০০ বার এই দোয়াটি يا مجيب الدعوات
বাংলা উচ্চারণ : ইয়া মুজিবাদ দাওয়াত
১৪. ১০০ বার এই দোয়াটি يا حلال المشكلات
বাংলা উচ্চারণ : ইয়া হাল্লালাল মুশকিলাত
১৫. ১০০ বার এই দোয়াটি يا مسبب الاسباب
বাংলা উচ্চারণ : ইয়া মুসাব্বিবাল আসবাব
১৬. ১০০ বার এই দোয়াটি يا شافي الامراض
বাংলা উচ্চারণ : ইয়া শাফিয়াল আমরাজ
১৭. ১০০ বার এই দোয়াটি يا مفتح الابواب
বাংলা উচ্চারণ : ইয়া মুফাততি হাল আবওয়াব
১৮. ১০০ বার এই দোয়াটি ربي اني مغلوب فانتصر
বাংলা উচ্চারণ : রব্বি ইন্নি মাগলুবুন ফানতাসির
১৯. ১০০ বার এই দোয়াটি
বাংলা উচ্চারণ : ইয়া গউছু আগিছনি অমদুদনি
২০. ১০০ বার এই দোয়াটি
বাংলা উচ্চারণ : ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
২১. ১০০ বার এই দোয়াটি
বাংলা উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোলিমিন।
২২. ১০০ বার এই দোয়াটি
বাংলা উচ্চারণ : ফাস্তা জাবনা লাহু অনাজ জাইনাহু মিনাল গম্মি ওকাযা লিকা নুনজিল মুমিনিন।
২৩. ১০০ বার এই দোয়াটি يا ارحم الراحمين
বাংলা উচ্চারণ : ইয়া আরহামার রাহিমীন
২৪. সর্বশেষে ১০০ বার দুরুদ শরীফ পাঠ করবেন।
তারপর একনিষ্ঠ মনে আল্লাহ তায়ালার দিকে রযু হয়ে দোয়া করবেন। যে উদ্দেশ্যে এই দোয়া গুলো পাঠ করলেন সে উদ্দেশ্য দোয়ার মধ্যে বলবেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন।
পরিশেষে বলব : উপরে খতমে খাজেগান পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি উপরের বিষয়গুলো ফলো করেন তাহলে ইনশাআল্লাহ সঠিকভাবে খতমে খাজেগান পড়তে পারবেন। যদি এই লেখাটি ভালো লেগে থাকে এবং উপকার দিয়ে থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
আরো পড়ুন :