আপনি কি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে চান ? বিদ্যুৎ বিল অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কেননা আপনি যদি ঠিকমত বিদ্যুৎ বিল না দেন তাহলে আপনার বিদ্যুতের লাইন কেটে দেবে।
ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিদ্যুৎ বিল নিয়ে অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিল দেওয়া সত্ত্বেও সময় বিভিন্ন ধরনের ঝামেলা করে।
তাই তখন বিদ্যুৎ বিল চেক করার প্রয়োজন পড়ে। অতএব আজ আমি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাতে করে খুব সহজেই আপনার সমস্যা সমাধান করতে পারেন।
Table of Contents
অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
পল্লী বিদ্যুৎ অফিসের ওয়েবসাইটে বিল সম্পর্কে পরিপূর্ণ তথ্য নেই। তাই বিল চেক করার জন্য অন্য মাধ্যম গ্রহণ করতে হবে।
বিদ্যুৎ বিল চেক করার ৩টি মাধ্যম রয়েছে ।
- সরাসরি পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল চেক করবেন।
- অভিযোগ করার নাম্বারে কল করে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
- বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
বিকাশে অনলাইনে বিদ্যুৎ বিল চেক
বিকাশ দিয়ে দুইভাবে দেখতে পারবেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন।
নিয়ম হলো :
- সর্বপ্রথম আপনি বিকাশ এপে প্রবেশ করবেন।
- তারপর বিল নামক অপশনে ক্লিক করবেন।
- এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করুন।
- তারপর কিছু ধাপ আসবে প্রত্যেকটি ধাপের ক্ষেত্রে পরবর্তী ক্লিক করবেন।
- তারপর palli bidyut postpaid এটা সিলেক্ট করবেন ।
- তারপর এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিন এবং বিলের মাস ঠিক আছে কিনা তা মিলিয়ে নিন।
এ কাজগুলো করার পর আপনার বিদ্যুৎ বিল টি দেখতে পারবেন।
কোডের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক
- আপনি আপনার মোবাইলে *২৪৭# নাম্বারটি ডায়াল করুন।
- এরপর পে বিল অপশন ক্লিক করুন।
- তারপর ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন।
- তারপর palli Bidyut নামক অপশনে ক্লিক করুন।
- তারপর চেক বিল অপশনে ক্লিক করুন। এ
- রপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিন।
এ কাজগুলো করার পর আপনি আপনার বিলটি দেখতে পারবেন।
বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বিকাশ অ্যাপের মাধ্যমে দেওয়ার নিয়ম
নিয়ম হলো :
- সর্বপ্রথম আপনি বিকাশ এপে প্রবেশ করবেন।
- তারপর বিল নামক অপশনে ক্লিক করবেন।
- এরপর বিদ্যুৎ নামক অপশনে ক্লিক করুন।
- তারপর কিছু ধাপ আসবে প্রত্যেকটি ধাপের ক্ষেত্রে পরবর্তী ক্লিক করবেন।
- তারপর palli bidyut postpaid এটা সিলেক্ট করবেন ।
- তারপর এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি দিন এবং বিলের মাস ঠিক আছে কিনা তা মিলিয়ে নিন।
এ কাজগুলো করার পর আপনার বিদ্যুৎ বিল টি অনলাইনের মাধ্যমে দিতে পারবেন।
কোডের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যম
- আপনি আপনার মোবাইলে *২৪৭# নাম্বারটি ডায়াল করুন।
- তারপর পে বিল অপশন ক্লিক করুন।
- তারপর ইলেকট্রিসিটি পোষ্টপেইড অপশনে ক্লিক করুন।
- তারপর palli Bidyut নামক অপশনে ক্লিক করুন।
- তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন।
- এরপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিন।
- এ কাজগুলো করার পর আপনি টাকা পরিশোধ করে দিবেন।
এভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
পরিশেষে বলব : উপরের অনলাইনে বিদ্যুৎ বিল চেক এ সম্পর্কে আলোচনা করা হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
আরো পড়ুন :