১২টি মাধ্যমে ইংরেজি শেখার সহজ উপায় ২০২৪

আপনি কি জানতে চান ইংরেজি শেখার সহজ উপায় ? ইংরেজি এমন একটি ভাষা যেটা পৃথিবীর সমস্ত জায়গায় চলে।

বর্তমান সময়ে অধিকাংশ জায়গায় ইংরেজি ব্যবহার হয়। ইংরেজি ভাষার অনেক গুরুত্ব রয়েছে। অতএব আমাদের অবশ্যই ইংরেজি ভাষা জানা থাকা দরকার।

আজ আমি ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরব ।

পাশাপাশি ইংরেজি শেখার গাইড লাইন দিব । যাতে করে খুব সহজে ইংরেজি ভাষাকে আপনি আয়ত্ত করতে পারেন।

ইংরেজি শেখার সহজ উপায়

Table of Contents

ইংরেজি শেখার সহজ উপায় ২০২৪

এখানে আমি এমন কিছু উপায় বলব সেগুলো ফলো করলে আপনি খুব দ্রুত ও খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন। আর এই উপায়গুলো হলো :

  • ইংরেজি খবরের কাগজ পড়া
  • নিজের সাথে ইংরেজিতে কথা বলা
  • Tense সম্পর্কে ভালো ধারণা নেওয়া
  • ইংরেজি ভাষার ভিডিও দেখা
  • ইংরেজি গ্রামার শিখা
  • প্রতিনিয়তে নতুন নতুন ইংরেজি শব্দ শিখা
  • ইংরেজি বই পড়া
  • বন্ধুদের সাথে কথা বলা
  • ইউটিউবের মাধ্যমে শিখা
  • ভয়কে দূর করা
  • বিবিসি , আলজাজিরা ইত্যাদি এ রকম নিউজ চ্যানেল দেখে ইংরেজি শেখা।
  • অ্যাপসের মাধ্যমে ইংরেজি শিখা

১. ইংরেজি খবরের কাগজ পড়া

খবরের কাগজ পড়ার উদ্দেশ্য হলো : খবরের কাগজ পড়া শিখার জন্য এবং ফলো করার জন্য। খবরের কাগজ পড়ার সময় যে যে বিষয় গুলো লক্ষ্য রাখবেন :

  • কিভাবে ইংলিশ গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো লক্ষ্য রাখা।
  • নতুন নতুন ওয়ার্ড সম্পর্কে ধারনা নেওয়া।
  • কোন শব্দের অর্থ না বুঝলে অবশ্যই ডিকশনারি এর সাহায্য নেওয়া।
  • বুঝে বুঝে ও আস্তে আস্তে গুরুত্বসহকারে খবরের কাগজ পড়া।

এইভাবে যদি আপনি ইংরেজি খবরের কাগজ পড়েন তাহলে খুব সহজেই অল্প সময়ে ইংরেজি শিখতে পারবেন।

২. ইংরেজি শেখার সহজ উপায় হলো নিজের সাথে ইংরেজিতে কথা বলা

যখন আমরা নতুন নতুন ইংরেজি শিখি । তখন অনেক ভুল হয়। এই পরিস্থিতিতে অন্য কারো সাথে কথা বলতে লজ্জা লাগে।

অতএব এক্ষেত্রে আপনি নিজের সাথে ইংরেজিতে কথা বলবেন। নিজে নিজেকে বন্ধু বানাবেন। তারপর যখনই নিজের সাথে কথা বলবেন তখনই আপনি আপনার ভুলগুলো খুব সহজে ধরতে পারবেন।

আর এ ক্ষেত্রে কোন ধরনের লজ্জা লাগবেনা। প্রতিদিন একটি সময় করে নেবেন এভাবে কথা বলার জন্য। এই সিস্টেমে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন।

৩. Tense সম্পর্কে ভালো ধারণা নেওয়া

আপনি যদি ইংরেজি ভালোভাবে শিখতে চান এবং খুব সহজেই শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে Tense সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে।

আর Tense শেখার জন্য আপনি বিভিন্ন অ্যাপস ইন্সটল করতে পারেন। অথবা বিভিন্ন ইংলিশ বই থেকে শিখতে পারেন।

৪. ইংরেজি শেখার সহজ উপায় ভিডিও দেখা

আপনি যদি খুব সহজেই ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই ইংরেজি ভাষার বিভিন্ন ভিডিও দেখতে হবে এবং অডিও শুনতে হবে।

তারা কিভাবে ইংলিশ ব্যবহার করে সেগুলোকে ফলো করতে হবে এবং সে অনুযায়ী নিজে নিজে চর্চা করতে হবে।

প্রচুর পরিমাণ ভিডিও দেখতে হবে। ইংলিশ ভাষার ভিডিও ইউটিউব এ প্রচুর পাবেন। ভিডিও দেখার জন্য প্রতিদিন একটি সময় নির্ধারণ করবেন।

৫. ইংরেজি গ্রামার শিখা

ইংলিশ গ্রামার অনেক গুরুত্বপূর্ণ। তাই গ্রামার সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়া। গ্রামার বিভিন্ন বই থেকে শিখতে পারেন অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে শিখতে পারেন।

যদি আপনার ইংলিশ গ্রামার আয়াত্বে এসেছে যায় তাহলে খুব সহজেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন।

৬. প্রতিনিয়তে নতুন নতুন ইংরেজি শব্দ শিখা

ইংরেজি শেখার সহজ উপায়

আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাকে নতুন নতুন ইংরেজি শব্দ শিখতে হবে।

কেননা আপনার যদি শব্দ ভান্ডার মুখস্থ কম থাকে তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না ও লিখতে পারবেন না।

শব্দভাণ্ডার মুখস্ত রাখার পদ্ধতি হলো : আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কিছু শব্দ মুখস্ত করবেন এবং সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। এভাবে করলে আপনার ইংরেজি ওয়ার্ড গুলো খুব সহজেই মনে থাকবে।

৭. ইংরেজি শেখার সহজ উপায় বই

অর্থাৎ ইংরেজিতে লেখা বিভিন্ন গল্প , উপন্যাস পড়া এবং তাদের ইংরেজি ব্যবহারের পদ্ধতি ও বিভিন্ন ধরন সম্পর্কে ভালভাবে লক্ষ করা।

তারপর সে অনুযায়ী ইংরেজি ব্যবহারের চেষ্টা করা। এভাবে প্রতিদিন একটু সময় বের করে চর্চা করা। সম্ভব হলে একটি গল্প বারবার পড়া।

৮. বন্ধুদের সাথে কথা বলা

যখন আপনি মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারবেন তখন বন্ধুবান্ধব ও বিভিন্ন লোকদের সাথে ইংরেজিতে কথা বলা ।

এ সময় আপনি কোন বিষয়ে ভুল বললে তারা অবশ্যই শুধরিয়ে দিবে। আর এভাবেই আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন।

সম্ভব হলে যারা ইংরেজীতে ভাল পারে বা পারদর্শী তাদের সাথে কথা বলা। কেননা যারা পারদর্শী তাদের সাথে কথা বলার দ্বারা আপনি বেশি লাভবান হবেন।

৯. ইউটিউবের মাধ্যমে শিখা

আপনি ইউটিউবের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। ইউটিউব এর মধ্যে ইংরেজি শেখার জন্য অনেক ভিডিও রয়েছে।

ঐ সমস্ত ভিডিওগুলো ফলো করতে পারবেন ইংরেজি শেখার জন্য। ইংরেজি শিখে সে অনুযায়ী আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। এভাবে আপনি ইংরেজি শিখতে পারবেন।

১০. ইংরেজি শেখার গাইড লাইন হলো ভয়কে দূর করা

ইংরেজি শেখার ক্ষেত্রে মনের মধ্যে যে, না পাড়ার ভয় রয়েছে সেটাকে দূর করা। পাশাপাশি লজ্জাকে দূর করা।

কেননা এই লজ্জা ও ভয় আমাদেরকে পিছিয়ে দেয় সাফল্য থেকে এবং আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে তোলে।

তাই আমাদেরকে এই লজ্জা বা ভয় কাটিয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। তাহলে আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন।

১১. বিবিসি , আলজাজিরা ইত্যাদি এ রকম নিউজ চ্যানেল দেখে ইংরেজি শেখা।

অর্থাৎ বিবিসি , আলজাজিরা , সিএনএন ইত্যাদি এরকম বড় বড় নিউজ চ্যানেলের থেকে নিউজ দেখে দেখে ইংরেজি শিখা। কেননা তারা প্রতিনিয়ত নতুন নতুন ইংলিশ ব্যবহার করে। শুদ্ধ ও প্রচলিত ইংলিশ ব্যবহার করে।

তাই অবশ্যই ইংলিশ শেখার জন্য প্রতিনিয়তই মনোযোগ সহকারে নিউজগুলো দেখবেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবেন।

১২. ইংরেজি শেখার সহজ উপায় apps

বর্তমানে অনেকে অ্যাপস রয়েছে। যেগুলোতে ইংরেজি শেখার পরিপূর্ণ গাইডলাইন রয়েছে। আপনি ঐ সমস্ত অ্যাপ ডাউনলোড করে ইংরেজি শিখতে পারেন ঘরে বসে বসে।

কয়েকটি অ্যাপস এর নাম দেওয়া হলঃ

এরকম আরো কিছু রয়েছে। আপনি এখান থেকে খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন।

মোট কথা : ইংরেজি শিখার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত প্যাকটিস করতে হবে এবং এর জন্য আলাদা সময় নির্ধারণ করতে হবে। তাহলে খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন।

পরিশেষে বলব : উপরে ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে কিছু আলোচনা করলাম। যদি আপনি টিপস গুলো ফলো করেন তাহলে খুব সহজেই অল্প সময়ে ইংরেজি শিখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

ইংরেজি শেখার সহজ উপায় কি ?

ইংরেজি শেখার উপায় হলো :
১/ নিজে নিজে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ।
২/ নতুন নতুন শব্দ শিখতে হবে ।
৩/ ইংরেজি গ্রামার শিখতে হবে ।
৪/ বিভিন্ন ইংরেজি নিউজপেপার , ভিডিও ,অডিও ও গল্প বেশি বেশি পড়তে হবে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে।

ইংরেজি শেখার গুরুত্ব কি ?

বর্তমান সময় হলো প্রযুক্তি ও বিজ্ঞানের যুগ। তাই ব্যবসা-বাণিজ্য, গবেষণা ও উচ্চশিক্ষা ইত্যাদির প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির প্রচলন। পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার জন্য ইংরেজি ভাষাকে ব্যবহার করা। অতএব বর্তমান সময়ে ইংরেজির গুরুত্ব অনেক।

আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি?

ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে কার্যকরী পন্থা হলো ইংরেজি লেকচার শোনা। আর এই লেকচারগুলো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে শুনবেন। যাতে করে ইংরেজির প্রত্যেকটি শব্দ ভালোভাবে বুঝতে পারেন এবং আয়ত্ত করতে পারেন।

ইংরেজি ভাষা শেখার প্রথম ধাপ কি?

ইংরেজি ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ হল টেন্স ভালোভাবে আয়ত্ত করা। অতএব আপনাকে এই ভাষা শেখার জন্য সর্বপ্রথম টেন্স ভালো ভাবে আয়ত্ত করতে হবে। তাহলে আপনি এই ভাষার উপর পারদর্শী হয়ে যাবেন।

ইংরেজি ভাষার জন্ম কত সালে?

ইংল্যান্ডে আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ শতকে সবচেয়ে প্রচলিত ইংরাজি ভাষার জন্ম হয়। আর এই ইংল্যান্ডটি অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment