সালমান খান প্রতি মাসে কত টাকা আয় করেন ?

আপনি কি জানতে চান সালমান খান প্রতি মাসে কত টাকা আয় করেন ? তিনি প্রায় তিন দশক ধরে অভিনয় করে আসছেন।

তার সিনেমা আসলেই বক্স অফিস হিট। তার প্রতিটি ছবি কোটি কোটি টাকার ব্যবসা করে। তিনি প্রতিটি মানুষের মাঝে আপন করে নিয়েছেন নিজেকে।

অর্থাৎ প্রতিটি মানুষই তাকে ভালোবাসে। এই কারণে অনেকেই জানতে চায় তিনি প্রতি মাসে কত টাকা আয় করেন ?

এবং তিনি কত টাকার মালিক ? আজ আমি এসব বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব । যাতে করে প্রত্যেকে তার প্রশ্নের উত্তর পেয়ে যায়।

সালমান খান

সালমান খান কত টাকার মালিক ?

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে তিনি ২ হাজার ২২৫ কোটি ভারতীয় রুপি সম্পত্তির মালিক।

সালমান খান মাসে কত টাকা আয় করেন ?

একটি সূত্রে জানা যায় তিনি প্রতি মাসে প্রায় 16 কোটি রুপি আয় করেন। তার আয়ের বিভিন্ন উৎস রয়েছে। কয়েকটা এর উৎস দেওয়া হল :

  • আয়ের বড় একটি অংশ আসে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে।
  • সিনেমা থেকে আয় আসে ।
  • তার নিজের পোশাকের একটি ব্র্যান্ড কোম্পানি রয়েছে। তার নাম হলো ( বিং হিউম্যান ) এখান থেকে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা আয় হয় ।

তিনি মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে থাকেন এত টাকা উপার্জন করেও। তিনি স্বাভাবিকভাবে খরচ করতে পছন্দ করেন ।

তার জীবনের সর্বপ্রথম আয় ছিল মাত্র 75 টাকা। তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেন তাজ নামের একটি হোটেলে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের জন্য।

মূলত তিনি সেখানে গিয়েছিলেন ব্যাংকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচের জন্য। সেখানে নাচার কারণে তাকে মাত্র 75 টাকা দেওয়া হয়। এই 75 টাকাই ছিল তার জীবনের প্রথম আয়।

এরপর ( মাইনে পেয়ার কিয়া ) সিনেমার জন্য তাকে প্রায় 31 হাজার রুপি দেয়া হয়েছিল। এই সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে অনেক টাকা আয় করেছিল ।

অর্থাৎ সেই সময়ে সব থেকে বেশি আয় করেছিল। তিনি সর্বপ্রথম ( বিবি হো তো এইসি ) এই সিনেমাটি দিয়ে অভিনয় শুরু করেন।

সম্প্রতি কোন একটি শোতে তিনি সবাইকে বলেন। তিনি আগের থেকে খরচ কমিয়ে দিয়েছেন। স্বাভাবিক যতোটুকু প্রয়োজন হয় ততটা তিনি খরচ করেন। প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু খরচ করেন না।

তিনি বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত। শুটিং এর পাশাপাশি তিনি চ্যারিটিতে কাজ করেন।

পরিশেষে বলব : উপরে সালমান খান সম্পর্কে আলোচনা করলাম । যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে জানাবেন ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment