১০০% কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব ২০২৩ | হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

আপনি কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব এর উত্তর খুঁজছেন ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য ।

ফেসবুক অ্যাকাউন্ট সকলের কাছে গুরুত্বপূর্ণ। বর্তমানে এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে। এই প্রবলেমটা অনেকগুলো কারণেই হতে পারে। যেমন পাসওয়ার্ড ভুলে গেলে, অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে, ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে ইত্যাদি।

অতএব আজ আমি যে সমস্ত কারণে এরকম প্রবলেম হয় তা বিস্তারিত বলব এবং ভবিষ্যতে যেন এরকম প্রবলেম না হয় তার সল্যুশন বলবো এবং আপনার প্রশ্ন তথা কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব এর উত্তর দিব বিস্তারিতভাবে । পাশাপাশি আরো নানান সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরব।

কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব ২০২

এখানে আমি সর্বপ্রথম আলোচনা করবো কি কি কারনে ফেসবুক আইডিতে সমস্যা হতে পারে ? তারপর বলব এ সমস্যা থেকে বাঁচার উপায় । এরপর বলব ভবিষ্যতে যেন এরকম সমস্যা না হয় এবং এর জন্য কি কি উপায় গ্রহণ করতে হবে ? আশাকরি আপনি মনোযোগ সহকারে পড়বেন ।

যে সমস্ত কারণে ফেসবুক আইডিতে প্রবলেম হয়

  • ফেসবুক একাউন্ট লক হয়ে গেলে।
  • একাউন্ট ডিজেবল হতে পারে।
  • ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে গেলে
  • পাসওয়ার্ড ভুলে গেলে

ফেসবুক একাউন্ট লক হয়ে গেলে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব ?

যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। তাহলে খুব সহজেই একাউন্টটি আনলক করতে পারবেন।

আনলক করার উপায় হলো : ফেসবুকের আনলক পেজে গিয়ে আপনার সঠিক তথ্য গুলো দিবেন। তাহলে আপনার একাউন্ট অল্প সময়ের মধ্যে আনলক হয়ে যাবে।

ফেসবুক একাউন্ট ডিজেবল হয় কি কি করণে ?

অনেকগুলো কারণে ফেসবুক একাউন্ট ডিজেবল হয়ে থাকে। যেমন :

  • ফেসবুকের নিয়ম ভঙ্গ করলে
  • কেউ রিপোর্ট করলে
  • স্পামিং করার কারণে।
  • লিংক শেয়ার
  • স্পামিং কমেন্ট
  • বিভিন্ন রকমের সন্দেহজনক কাজ কর্মের কারণে।

ইত্যাদি এরকম আরো অনেকগুলো কাজ রয়েছে যেগুলো করলে একাউন্ট ডিজেবল হয়ে যায়।

ডিজেবল বা হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

ফেসবুকে প্রবেশ করার পরে যদি ডিজেবল লেখা দেখতে পান তাহলে সেখানে আপনার একাউন্টটি ভেরিফাই করার জন্য কিছু তথ্য চাবে।

এরপর ফেসবুক আপনার একাউন্টটি ভেরিফাই করার জন্য কয়েকটি মাধ্যম অবলম্বন করতে পারে। যেমন :

  • আইডি কার্ডের ছবি আপলোড করা
  • আপনার মোবাইলে কোড পাঠাতে পারে
  • আপনার ফেসবুকের বন্ধুদের ছবি দেখাতে পারে। ঐ ছবি থেকে আপনার বন্ধুদেরকে শনাক্ত করতে হবে।

আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন তাহলে আপনার ফেইসবুক একাউন্টটি ফিরে আসবে।

এরকম অপশন যদি না আসে তাহলে একটি ফরম পূরণ করতে হবে । ফরম । তারপর এরকম একটি পেজ দেখতে পারবেন।

কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব

উপরের ফরমটি পূরণ করতে হবে। পূরণ করার ক্ষেত্রে প্রথমে আপনার ফেসবুকে ব্যবহৃত ইমেইল , ফোন নাম্বার এবং আইডি কার্ডের ছবি দিতে হবে।

অবশ্যই সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তথ্য দেয়ার পর ফেসবুক যাচাই-বাছাই করবে। এরপর আপনার ফেসবুক আইডি ফিরিয়ে দিবে।

হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

হ্যাকার যদি শুধু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে। তাহলে আপনি খুব সহজেই আপনার একাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন।

এক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনার আগের পাসওয়ার্ড টা দিবেন। তখন লেখা দেখাবে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে।

এরপর আবার নতুন করে চেঞ্জ করার জন্য একটি অপশন দেখাবে। সেখানে ক্লিক করলে ছয় ডিজিটের একটি কোর্ড আপনার মোবাইলে পাঠাবে।

অথবা আপনার ইমেইল পাঠাবে। ঐ কোর্ডটি পুরন করার পর আপনি আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। এবার চেষ্টা করবেন কঠিন একটি পাসওয়ার্ড দেয়ার জন্য। এরপর আপনার ফেসবুক আইডি ফিরিয়ে আসবে ।

আর যদি হ্যাকার আপনার ফেসবুকের ব্যবহৃত ইমেইল ও ফোন নাম্বার পরিবর্তন করে ফেলে। তাহলে বুঝা যাবে হ্যাকার পুরোপুরি আপনার অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে।

এক্ষেত্রে আপনাকে hacked নামক পেজে যেতে হবে। তারপর my account is….. নামক বাটনে ক্লিক করবেন।

এরপর আপনি আপনার সঠিক তথ্য গুলো দিবেন। তারপর ফেসবুক আপনার তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখবে ।

আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি দেখাবে। তারপর this my account এখানে ক্লিক করুন।

তারপর আপনার পুরাতন পাসওয়ার্ড চাইবে। এরপর আপনি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে continue-তে ক্লিক করবেন।

এরপর একটি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন। এরপর আপনি continue-তে করে তার পরের ধাপ গুলো পূরণ করবেন। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন।

পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব ?

আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। এর জন্য যে কোনো একটি পাসওয়ার্ড সর্বপ্রথম দিবেন। অবশ্যই ভুল দেখাবে।

তারপর আপনি আপনার পাসওয়ার্ডকে রিসেট করতে পারবেন। রিসেট অপশনে ক্লিক করার পর ছয় ডিজিটের একটি কোর্ড আপনার মোবাইল নাম্বার অথবা ই-মেইলে যাবে।

সেই কোর্ড পূরণ করলে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে বলবে। এরপর আপনার নতুন একটি পাসওয়ার্ড দিলেই আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন।

প্রথম থেকে সতর্ক থাকুন

বর্তমান সময়ে হ্যাকারদের উৎপাত বেড়ে গিয়েছে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনাকে প্রথম অর্থাৎ পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে।

যাতে করে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। কেননা একটি ফেসবুক অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের কাছে।

অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের সাথে কন্টাক্ট করতে পারেন এবং হাজার হাজার মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন এই ফেসবুকের মাধ্যমে।

আরো নানান কারণে ফেসবুক অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। তাই আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার জন্য কয়েকটি মাধ্যম গ্রহণ করতে পারেন।

  • কঠিন পাসওয়ার্ড দিন।
  • two step verification অবশ্যই চালু রাখুন।
  • ফেসবুকের নিয়ম কানুন মেনে চলুন।
  • ফেসবুকে ব্যবহৃত ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার কখনোই ফেসবুকের প্রোফাইলে দিবেন না।
  • স্পামিং করা থেকে বিরত থাকুন।
  • বিভিন্ন ধরনের লিংকে ক্লিক করা থেকে বেঁচে থাকুন।
  • ভুয়া ভুয়া পোস্ট করা থেকে বেঁচে থাকুন।

এই নিয়মগুলো মেনে চললে আশা করি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।

পরিশেষে বলব : আশা করি আপনার প্রশ্ন তথা কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব উত্তর পেয়ে গিয়েছেন। সব সময় সতর্ক থাকুন

এবং ফেসবুকের নিয়ম কানুন মেনে চলুন। আশা করি আপনার ফেসবুক আইডিতে সমস্যা হবে না।

আরো পড়ুন : ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় ?

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment