রোজার নিয়ত আরবি , বাংলা উচ্চারণ সহ 2022

 আপনি কি জানতে চান রোজার নিয়ত সম্পর্কে ? রোজা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি রোকন।

পাঁচটি ভিত্তির দ্বিতীয় নাম্বার ভিত্তি হলো রোজা। রোজার ফজিলত এর ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। বিশেষ করে রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে এটা ফরজ।

প্রতিটা জিনিসের জন্য যেমন নিয়মকানুন রয়েছে ঠিক তেমনিভাবে রোজা রাখার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। রোজা রাখার জন্য সর্বপ্রথম নিয়ম হল বা শর্ত হলো নিয়ত করতে হবে।

নিয়ত যদি না করা হয় তাহলে রোজা হবে না। আজ আমি নিয়ত সম্পর্কে বিভিন্ন সুক্ষ থেকে সূক্ষ্ম বিষয় এবং নানান দিক নিয়ে আলোচনা করবো।

রোজার নিয়ত

রোজার নিয়ত করা কি ফরজ ?

হ্যাঁ নিয়ত করা ফরজ। নিয়ত না করলে রোজা হবে না। আপনি যদি নিয়ত ছাড়া সারাদিন রোজা রাখেন অর্থাৎ না খেয়ে থাকেন তাহলেও আপনার রোজা হবে না।

নিয়তের ব্যাপারে কিছু ব্যাখ্যা  : আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে রোজার নিয়ত আরবীতে করতে হবে অথবা মুখেই বলতে হবে।

অন্যথায় রোজা হবে না। আসলে বিষয়টি ওরকম নয়। কেননা আসল বিষয় হল নিয়ত মুখে করা আবশ্যক নয় বরং অন্তরের মাধ্যমে করলেই যথেষ্ট।

রোজার নিয়ত আরবি বাংলা উচ্চারণ সহ

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ : নাওয়াইতুয়ান আসাম্মা গাদাম। মিন শাহরি রমাদানাল মোবারকি ফারদ্বাল্লাকা । ইয়া আল্লাহু ফাতাক্বাববাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়ত বাংলা

হে আল্লাহ ! আগামীকাল আমি রোজা রাখার নিয়ত করলাম। যে রোজা তোমার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। সুতরাং আপনি কবুল করুন আমার পক্ষ থেকে এ রোজাকে। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং জ্ঞানী।

আরো সহজ ভাবে নিয়ত করা যায় সংক্ষিপ্ত আকারে। হে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি।

রোজার নিয়ত কখন করতে হয় ?

সেহরি খাওয়ার পরে নিয়ত করতে হয়। সকাল হওয়ার পূর্বে। এটাই মূলত উত্তম। তবে যদি কোন ক্রমে নিয়ত না করা হয় তাহলে দুপুরের আগ পর্যন্ত সময় পাবে।

এরপরে নিয়ত করলে নিয়ত গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ দুপুরের পরে করে নিয়ত গ্রহণযোগ্য হবে না এবং আপনার রোজা হবেন না।

রোজার নিয়ত কি প্রত্যেক দিন করতে হবে ?

নিয়ত প্রতিদিনই করতে হবে। একদিন করার দ্বারা পুরো রমজান মাসের নিয়ত হবেনা বরং শুধু একদিনেরই নিয়ত বলে গ্রহণযোগ্য হবে।

আরো পড়ুন : ইসলাম ধর্মের উৎপত্তি কোন সময় হয় ?

Leave a Comment