আপনি কি জানতে চান মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় ? বর্তমান সময় সবাই মোবাইল ফোন ব্যবহার করে।
বিশেষ করে বর্তমানে অধিকাংশই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। সকলের একটাই সমস্যা ব্যাটারীতে চার্জ থাকেনা
এবং খুব দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে যায়। আজ আমি মোবাইলের ব্যাটারি ভালো রাখার এমন কিছু উপায় বলব
যেগুলো ফলো করলে আপনার মোবাইলে চার্জ দীর্ঘক্ষন থাকবে এবং ব্যাটারি নষ্ট হবে না।
Table of Contents
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
অনেক উপায় রয়েছে ব্যাটারি ভালো রাখার। আমি কার্যকারী এবং বাছাইকৃত কয়েকটি উপায় বলবো। নিচে দেওয়া হল:
১/ চার্জে লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার না করা
চার্জে লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে ব্যাটারির উপর অনেক চাপ পড়ে। কেননা একদিক থেকে মোবাইলের ব্যাটারি চার্জ হয় অপর দিক থেকে ব্যবহার হয়।
যার ফলে ব্যাটারি প্রচুর গরম হয়ে যায়। আর এই গরম হওয়ার কারণে ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই অবশ্যই চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করা ঠিক নয়।
২/ সব সময় ফুল চার্জ না দেওয়া
অর্থাৎ আমরা মনে করি 100% পর্যন্ত চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে। মূলত ধারণাটি ঠিক নয়। অতএব সব সময় চেষ্টা করব 90% থেকে 95% পর্যন্ত চার্জ দিতে।
এভাবে চার্জ দেওয়ার দ্বারা ব্যাটারি ভালো থাকে। তবে সপ্তাহে একবার ফুল চার্জ অর্থাৎ 100% পর্যন্ত চার্জ দেওয়া যেতে পারে।
৩/ সারারাত চার্জে না লাগিয়ে রাখা হলো মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
আমাদের মাঝে অনেকেই আছে যারা ঘুমানোর আগে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ে। ফলে সারারাত মোবাইল চার্জ হয়।
এটা ব্যাটারির জন্য অনেক ক্ষতিকর। কেননা অতিরিক্ত চার্জ দেওয়া ব্যাটারির জন্য উপকার নয় বরং ক্ষতি।
অনেক সময় অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে বিস্ফোরণ ঘটে। অতএব এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৪/ মোবাইলের নিজস্ব চার্জার ব্যবহার করা হলো মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
অর্থাৎ মোবাইলের সাথে যে চার্জার দেওয়া থাকে ঐ চার্জার ব্যবহার করা।
কেননা প্রত্যেকটি মোবাইলের চার্জার বানানো হয় মোবাইলের ব্যাটারির ধারণ- ক্ষমতার দিকে লক্ষ্য করে।
এর দ্বারা উপর চাপ পড়ে না। আর অন্য চার্জার ব্যবহার করলে ব্যাটারির উপর অনেক প্রভাব পড়ে।
ফলে ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
৫/ চার্জ ২০% এর নিচে যেন না যায় এটা হলো মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
অবশ্যই আরেকটি ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেটা হল মোবাইলের চার্জ অন্য 20 % এর কম না হয়।
কেননা এর দ্বারা ব্যাটারির ওপর অনেক চাপ পড়ে। এর ফলে ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
মোবাইলে চার্জ থাকে না কেন ?
অনেকগুলো কারণ রয়েছে যেগুলো থাকার কারণে মোবাইলে চার্জ দ্রুত শেষ হয়ে যায়।
১/ অপ্রয়োজনীয় এপস থাকার কারণে।
অর্থাৎ মোবাইলের মধ্যে অনেক সময় প্রয়োজনহীন এপস ইন্সটল করা থাকে। যেগুলো আপনার অজান্তেই মোবাইলের চার্জ শেষ করে ফেলে।
অতএব আপনাকে এ সমস্ত অ্যাপস আনইন্সটল করে দিতে হবে।
২/ ওয়াইফাই চালু থাকার কারণে
অর্থাৎ এগুলো আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ করে ফেলে আপনার অজান্তে। তাই এগুলো বন্ধ রাখুন। তাহলে আপনার মোবাইলের চার্জ বেশি থাকবে।
৩/ বিভিন্ন ধরনের এনিমেশনের কারণে
মোবাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন চলতে থাকে। এই এনিমেশনগুলো চার্জকে খুব দ্রুত শেষ করে দেয়।
৪/ ব্রাইটনেস বেশি থাকার কারণে।
মোবাইলের ব্রাইটনেস বেশি থাকার কারণে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। অতএব চেষ্টা করবেন সবসময় ব্রাইটনেস কমিয়ে রাখার জন্য।
৫/ মোবাইল এক্সট্রা লক ব্যবহারের কারণে চার্জ থাকেনা।
অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে অথবা অপ্রয়োজনে আমরা এক্সট্রা লক ব্যবহার করে থাকি। এটার কারণে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। অতএব এই সমস্ত অ্যাপ ব্যবহার থেকে বন্ধ থাকতে হবে।
আরো পড়ুন : ইন্টারনেট কিভাবে কাজ করে ?
মোবাইলে চার্জ কখন দেব ?
সব সময় চেষ্টা করবেন যখনই ৫০% চার্জ এসে যাবে তখনই মোবাইল চার্জে লাগিয়ে দিবেন। আর যখন 90% থেকে 95% পর্যন্ত চার্জ হবে তখনই চার্জার কেবল খুলে খেলবেন। এটা করার দ্বারা আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে।