মোবাইল গরম হলে কি করনীয় | মোবাইল চার্জ দিলে গরম হয় কেন ?

আপনি কি জানতে চান মোবাইল গরম হলে কি করনীয় ? বর্তমান সময়ে অধিকাংশ লোকই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন।

সকলেরই কমন সমস্যা সেটা হল মোবাইল গরম হওয়া । আজ আমি বিস্তারিতভাবে বলবো মোবাইল গরম হলে কি করনীয় এবং কেন গরম হয় ?

মোবাইল গরম হলে কি করনীয়

মোবাইল গরম হলে কি করনীয়

আগে আমাদের জানতে হবে মোবাইল কেন গরম হয় ? তাহলে আমরা খুব সহজেই জানতে পারবো গরম হলে কি করতে হবে?

মোবাইল গরম হয় কেন ?

অনেক কারণ রয়েছে। কিছু উল্লেখযোগ্য কারণ হলো :

১/ গেম খেলা

অর্থাৎ গেম খেললে মোবাইলের প্রসেসর উপর প্রচুর চাপ পড়ে। ফলে মোবাইল গরম হয়ে যায়।

২/ হাই রেজুলেশনের কোন অ্যাপ ব্যবহার করা।

অর্থাৎ হাইরেজুলেশন কোন অ্যাপ ব্যবহার করার কারণে আপনার মোবাইলের প্রসেসর এর উপর প্রচুর চাপ পড়ে। ফলে মোবাইল দ্রুত গরম হয়ে যায়।

৩/ ব্রাইটনেস বেশি থাকলে।

অর্থাৎ মোবাইলে যদি বেশি ব্রাইটনেস থাকে। তাহলে অনেক সময় মোবাইল এর উপরের অংশে চাপ পড়ে। ফলে মোবাইল ধীরে ধীরে গরম হয়ে যায়।

৪/ ভাইরাসের কারণে।

মোবাইলে যদি বিভিন্ন রকম ভাইরাস থাকে যেমন ম্যালওয়্যার ইত্যাদি। এসমস্ত ভাইরাসের কারণে মোবাইল গরম হয়ে যায়।

কেননা এই সমস্ত ভাইরাস তৈরি করা হয়েছে মোবাইলকে ক্ষতি করার জন্য। আর এই সমস্ত ভাইরাস মোবাইলে আসে বিভিন্ন রকম জিনিস ডাউনলোড করার কারণে ।

যেমন : অ্যাপ ডাউনলোড করার কারণে, মুভি ডাউনলোড করার কারণে ইত্যাদি।

৫/ বিভিন্ন রকম অ্যাপ চালু থাকার কারণে

আমাদের অজান্তেই মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ চালু থাকে অথবা কোন কিছু ডাউনলোড হতে থাকে। এ সমস্ত কারণে  মোবাইল গরম হয়ে যায়।

৬/ ভিতরগত সমস্যার কারণে

অর্থাৎ মোবাইলের সফটওয়্যার অথবা পার্স এর কারণে গরম হতে পারে।

মোবাইল চার্জ দিলে গরম হয় কেন ?

অনেকগুলো কারণ হতে পারে গরম হওয়ার। কিছু কারণ উল্লেখ করা হলো :

১/ চার্জ দেয়ার পর নানান ধরনের অ্যাপ চালু থাকলে মোবাইল গরম হয়।

২/ বিছানা বা বালিশের নিচে রেখে মোবাইল চার্জ দেওয়া।

এভাবে চার্জ দিলে মোবাইলের তাপমাত্রা বেড়ে বেশি গরম হয়ে যায়। কেননা চার্জ দেওয়ার ফলে মোবাইল একটু গরম হয়।

আর যখন বালিশের নিচে রাখা হয় তখন ওই তাপমাত্রা টা বের হতে পারে না ।ফলে বেশি গরম হয়ে যায়।

৩/ ওয়াইফাই বা মোবাইলের ডাটা চালু রাখে চার্জ দেওয়া।

কেননা ওয়াইফাই বা মোবাইলের ডাটা চালু থাকার কারণে মোবাইল এমনিতেই গরম হয় আর যখন চার্জ দেওয়া হয় তখন আরো গরম হয়। গরম গরম মিলে মোবাইল দিগুন গরম হয়ে যায়।

৪/ চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ইউজ করা।

কেননা মোবাইল চার্জ দিলে এমনিতেই গরম হয়। আর ওই অবস্থায় ব্যবহার করলে মোবাইলের উপর আরো প্রচুর চাপ পড়ে। সবচেয়ে বেশি চাপ পড়ে ব্যাটারির উপর।

ফলে ব্যাটারি দ্বিগুণ গরম হয়ে যায়। যখন ব্যাটারি গরম হয়ে যায় তখন অটোমেটিকভাবে মোবাইল গরম হয়ে যায়। ফলে অনেক সময় মোবাইল ব্রাস্ট হয়ে যায়।

মোবাইল গরম হলে কি করনীয় ?

অনেকগুলো কারণীয় বিষয় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করছি।

১/ মোবাইলের ব্যাক কভার খুলে ফেলুন।

অর্থাৎ যখনই দেখবেন মোবাইল গরম হয়ে গেছে তখনই মোবাইলের পিছনের কভার খুলে ফেলবেন কেননা এটা মোবাইলের গরমকে আটকে রাখে।

২/ মোবাইলের ডাটা ও ওয়াইফাই সব সময় চালু রাখবেন না।

বরং প্রয়োজন অনুযায়ী চালু রাখবেন এবং সব সময় বন্ধ রাখবেন। এগুলো মোবাইলকে অতিরিক্ত চাপ প্রয়োগ করে।

৩/ কয়েকটি অ্যাপস বা অ্যাপ্লিকেশন একসাথে যাতে না চলে সেদিকে খেয়াল রাখুন।

কেননা এগুলো আপনার অজান্তেই মোবাইলকে গরম করে ফেলে। এর জন্য সব সময় ক্লিয়ার করে রাখুন।

৪/ অতিরিক্ত গেমস খেলা থেকে বিরত থাকুন।

কেননা এটা মোবাইলকে প্রচুর পরিমাণ গরম করে।

৫/ ওভার চার্জিং থেকে বিরত থাকুন।

অর্থাৎ ওভার চার্জিং করলে ব্যাটারির ওপরে চাপ পড়ে। এটা ধীরে ধীরে ব্যাটারিকে নষ্ট করে ফেলে।

আর ব্যাটারি নষ্ট হয়ে গেলে মোবাইলকে অটোমেটিকভাবে গরম করে ফেলে। তাই সবসময় চেষ্টা করুন ৯০% থেকে ৯৫% পর্যন্ত চার্জ দেওয়া। এটা একটি ব্যাটারির জন্য অনেক ভালো।

৬/ চার্জে লাগিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কেননা এটা দ্বারা মোবাইল ও ব্যাটারির উভয়ের উপর চাপ পড়ে। ফলে মোবাইলকে দিগুন গরম করে তোলে।

৭/ এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।

এটা দ্বারা আপনার মোবাইলের ভাইরাসকে দূর করে ফেলবে। ফলে মোবাইল গরম হওয়া থেকে রক্ষা পাবেন।

৮/ মোবাইলের ব্রাইটনেস সব সময় কমিয়ে রাখুন।

কেননা এটা মোবাইলের চার্জ দ্রুত শেষ করে এবং গরম করে তুলে।

৯/ অযথা অ্যাপস রিমুভ করুন।

অর্থাৎ : যেগুলো আপনার প্রয়োজন নেই ঐ সমস্ত অ্যাপসকে আনইন্সটল করুন।

১০ / সব সময় মোবাইলের সাথে সংযুক্ত চার্জার ব্যবহার করুন। অন্য চার্জার ব্যবহার করবেন না। কেননা অন্য চার্জার মোবাইলের ব্যাটারি এবং মোবাইলকে নষ্ট করে দেয়। তাই অবশ্যই সাবধান থাকতে হবে।

১১/ রেম ক্লিয়ার রাখুন।

পরিশেষে বলব : উপরে মোবাইল গরম হলে কি করনীয় এ ব্যাপারে আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।

আরো পড়ুন : মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment