আল হাইয়াতুল উলইয়া এর পরীক্ষায় নতুন কওমি বোর্ড অংশগ্রহণ করবে না

আপনি কি জানতে চান আল হাইয়াতুল উলইয়া পরীক্ষা সম্পর্কে ? আজ আমি এ ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করব।

আল হাইয়াতুল উলইয়া

আল হাইয়াতুল উলইয়া পরীক্ষা শুরু

আল হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব এর সভাপতিত্বে ০৬/১০/২০২১ইং পরীক্ষার তারিখ নির্ধারিত হয়।

  • এবছর পরীক্ষা শুরু হবে : 21/03/2022 ইং
  • পরীক্ষা শেষ হবে : 31/03/2022 ইং

নতুন কওমি বোর্ড পরীক্ষায় অংশ নেবে না

নতুন কওমি শিক্ষা বোর্ডের মহাসচিব সৈয়দ উসামা বলেন : এ বছর থেকে তারা আলাদাভাবে সরকারি স্বীকৃতির বাইরে দাওরায়ে হাদিসের পরীক্ষা পরিচালিত করবে অর্থাৎ আয়োজন করবে।

তারা আরো বলেন : তাদের নিবন্ধিত কোন মাদ্রাসা যদি হাইয়াতুল উলয়ার পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

আরো বলেন : তারা যুগোপযোগী নতুন একটি শিক্ষা ধারা চালু করেছে । সামনের বছর থেকেই তাদের নিবন্ধিত সমস্ত মাদ্রাসায় এই শিক্ষা ধারা চালু হবে। আর এটা বাধ্যতামূলক হবে।

মাদ্রাসার মুরুব্বীরা মনে করেন : তাদের এমন চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত কওমি মাদ্রাসার অঙ্গনে বিশাল এক ধরনের ফাটল তৈরি করতে পারে।

এবং সরকারের নিয়ন্ত্রণ বিরোধী এসব কার্যকলাপের কারণে কওমি মাদ্রাসার ছাত্ররা অনেক বড় ঝুঁকিতে পরার সম্ভাবনা রয়েছে।

নতুন কওমি বোর্ড হওয়ার কারণ কি ?

যখন তাবলীগ জামাতের সাথে কওমি মাদ্রাসার ঝামেলা হয় 2018 সালে । তখন হাইয়াতুল উলয়া মাওলানা সাদ অনুসারী মাদ্রাসাগুলোর পরীক্ষা বন্ধ করে দেয়।

এ সময় প্রায় 177 জন শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত হয়ে যায়। তারপর হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে তারা পরীক্ষা দিতে পারবে।

হাইয়াতুল উলয়া ঐ সমস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কথা বললেও ঐ সমস্ত মাদ্রাসার নাম উল্লেখ করে না।

এ কারণে এই সমস্ত মাদ্রাসা আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য নতুন একটি বোর্ড গঠন করে। তাদের সাথে আরও অনেক মাদ্রাসা যোগ হয়েছে।

আল হাইয়াতুল উলইয়া পরীক্ষা বোর্ড গঠন

আল্লামা আহমাদ শফী (র:) এর হাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষার মানের ব্যাপারে সনদ দেন 2017 ইং 11 এপ্রিল।

তখন প্রায় কওমি মাদ্রাসার 6 টি বোর্ড আল হাইয়াতুল উলয়ার এর অধীনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন।

তারপর থেকে বাংলাদেশের সমস্ত  দাওরা হাদিসের ছাত্ররা  এক বোর্ডের অধিনে পরীক্ষা দেওয়া শুরু করে ।

তারপর সংসদের 22 তম অধিবেশনে দাওরায়ে হাদিস কে মাস্টার্স ডিগ্রী এর সমমান বিল পাস করা হয়। এটা সংঘটিত হয় 2018 সালে।

মোট কথা : আমি এতক্ষণ  আল হাইয়াতুল উলইয়া পরীক্ষা সম্পর্কে আলোচনা করলাম । আশা করি ভালো লেগেছে ।

আরো পড়ুন : ইসলাম ধর্মের উৎপত্তি কোন সময় হয় ?

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment