জীবনে সফল হওয়ার উপায় ১২টি – যা আপনার ব্যর্থতাকে দূরে ঠেলে দিবে ।

আপনি কি জীবনে সফল হওয়ার উপায় সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

প্রত্যেকটা মানুষ চায় তার জীবনকে সফলভাবে গড়ার জন্য। আর এই সফলতা লাভ করার জন্য প্রচুর মেহনত পরিশ্রম ধারাবাহিকভাবে করতে থাকে।

কিন্তু অনেকেই সফলতা লাভ করতে পারে আবার অনেকেই সফলতা লাভ করতে পারে না।

প্রত্যেকটা বিষয়ের জন্য যেমন নিয়ম বা কিছু কৌশল থাকে ঠিক তেমনিভাবে সফলতা লাভ করার জন্য কিছু কৌশল রয়েছে যা আপনার জীবনকে অতি সহজেই সফলতার দিকে পৌঁছে দিবে।

আজ আমি জীবনে সফল হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । পাশাপাশি সফল হওয়ার নানান খুটি-নাটি তথ্য দিব ।

যেগুলো ফলো করলে আপনি অতিশীঘ্রই অল্প সময়ে আপনার লাইফটাকে সফলতার উচ্চ শিখরে পৌছাতে পারবেন।

জীবনে সফল হওয়ার উপায়

Table of Contents

জীবনে সফল হওয়ার উপায় ২০২৩

নিচে আমি ১২টি উপায় বলব । এগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে । যদি এগুলো ফলো করেন তাহলে সফলতা সুনিশ্চিত। চলুন আলোচনা শুরু করা যাক ।

১/ কোন সুযোগ হাতছাড়া করা যাবেনা

একবার বিশ্বের সেরা ধনী বিল গেটসকে একজন সাংবাদিক সাক্ষাৎকার নেন। এবং ওই সাংবাদিক বিল গেটসকে ধনী হওয়ার রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করেন।

তখন বিল গেটস সমস্ত লোককে হতভম্ব করে দিলেন। তিনি তার পকেট থেকে একটি চেক বই বের করলেন। তাকে  দিয়ে বলেন : সংখ্যা বসিয়ে নাও তুমি তোমার মন মত । তখন স্তব্ধ হয়ে যান ওই সাংবাদিক ।

বিল গেটস তার চেকটা ফেরত নিলেন এ অবস্থা দেখে । এবং বললেন আপনার কাছে অনেক বড় একটা সুযোগ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী সাংবাদিক হওয়ার কিন্তু আপনি হারিয়ে ফেললেন এই সুযোগটি ।

কেননা কোন ধনীরা কোন সুযোগ ছেড়ে দেয় না। অর্থাৎ হাতছাড়া করে না। বরং সে তার থেকে ঝাঁপিয়ে পড়ে। এই সফল হওয়ার উপায় অনেক গুরুত্বপূর্ণ ।

আরো পড়ুন : 

২/ সফলতা অর্জনের উপায় হলো ব্যর্থতাকে বানান সাফল্যের চাবিকাঠী

ব্যর্থতাকে বানান সাফল্যের চাবিকাঠী অতএব আমাদেরকে গ্রহণ করতে হবে ব্যর্থতা। হতাশা দূর করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে পাওয়া যাবে সাফল্য।

জ্যাক মা তার জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন। কিন্তু শেষ পর্যায়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে গেছেন। তিনি হলেন আলি বাবার প্রতিষ্ঠাতা।

এটা চিনা বাণিজ্য সংস্থা। তিনি তার জীবনে প্রায় 17 বার ব্যর্থ হয়েছেন। তারপর সফলতার মুখ দেখতে পেরেছেন।

৩/ জীবনে উন্নতি করার উপায় হলো আত্মবিশ্বাস

অর্থাৎ আত্মবিশ্বাস হলো সফল হওয়ার একটি উপায় । আপনার এই আত্মবিশ্বাস আপনার নিজের জীবনকে ঘুরিয়ে দিতে পারে।

এক বড় ব্যবসায়ী একটি সমস্যার কারণে তিনি প্রায় দরিদ্র হয়ে গেলেন। এবং মনের দিক দিয়ে পুরোপুরি তিনি ভেঙ্গে পড়লেন।

সবকিছুই ছিল তার সামনে রাতের অন্ধকারের মতো অন্ধকার। তিনি এমন কোন পথ দেখতে পেলেন না যে পথ দিয়ে সে বাহিরে আসতে পারবে।

এই বিপদের সময়। তিনি একটি উদ্যানে বসে বসে ভাবছিল।

ঠিক তখনই একজন লোক তার কাধে হাত দিল। তখন সে ওই লোকটার দিকে তাকিয়ে দেখল সে একজন বৃদ্ধ ব্যক্তি।

তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলল তোমারকে দেখে মনে হচ্ছে তুমি খুবই উদাস ।

এবং কোন একটি সমস্যায় পড়েছো। এ অবস্থায় আমি কি তোমাকে কোন হেল্প করতে পারি ? ঐ যুবকটি বলল আমাকে কোন ব্যক্তি সাহায্য করতে পারবে না।

তখন বুড়ো বললো কি সমস্যা ? আমি আপনাকে সাহায্য করব এবার ছেলেটি রেগে গিয়ে বলল আমার এখন পাঁচ লক্ষ ডলার দরকার।

বৃদ্ধ লোকটি হাসতে লাগলো এবং বলল মাত্র এতোটুকু-ই। তিনি তার পকেট থেকে একটি চেক বই বের করল।

তারপর 5 লক্ষ ডলারের একটা চেক লিখল। তারপর এই চেকটি ওই যুবককে দিল।

এবং বলল ঠিক এক বছর পর আমাকে টাকাগুলো ফেরত দেবে এই পার্কে এসে।

আমি হলাম Jahan D. Rock failure আমার নাম তুমি নিশ্চয়ই শুনেছ। এটা বলে বৃদ্ধ মানুষটি ওখান থেকে চলে গেল।

জাহান ডি রক সে সময়ের অন্যতম ধনী এবং সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল।

যুবকটি চেকটির দিকে তাকিয়ে ভেবেছিল একটি অচেনা লোকটিকে আমার ওপর এত ভরসা করছে অথচ আমি আমার নিজের উপর আত্মবিশ্বাস করছি না।

তারপরে ছেলেটি কেবল চেকটিই নয় আত্মবিশ্বাসের সাথে ঘরে ফিরে যায়।

চেকটি আলমারিটিতে রেখে দিলেন। তারপর ঐ যুবক নিজে নিজে প্রতিশ্রুতি নিল যে, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।

ধীরে ধীরে সে ব্যবসা উন্নত করতে লাগলো এবং সে সফলও হল।

এক বছর পরে যুবকটি পার্কে গেল চেকটি নিয়ে । তিনি বৃদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন । প্রায় ২-৩ ঘন্টা অপেক্ষা করার পর দেখলেন বৃদ্ধ লোকটি আসছে।

তার সাথে দেখতে পেল দুজন নার্স আসতেছে। ওই যুবক ঐ নার্স দুজনকে জিজ্ঞাসা করল এই বৃদ্ধ ব্যক্তিটির কি হয়েছে ? নার্সারা বলল আপনাকেও কি চেক দিয়েছে?

সে একজন পাগল । Jahan D. Rock failure নামক ব্যাক্তির সাথে তার চেহারা অধিকাংশই মিলে যায়। তাই সে নিজেকে Jahan D. Rock failure দাবি করে।

ঐ যুবকটি চিন্তা করতে লাগলো। আমি কীভাবে এত উন্নতি করেছি ? মূলত এই যুবকের নিজের উপর আত্মবিশ্বাস ছিল জার কারণে সে এতো উন্নতির উচ্চ চূড়ায় পৌঁছাতে পেরেছে।

এই জীবনে সফল হওয়ার উপায় অনেক গুরত্বপূর্ণ । তাই অবশ্যই নিজের জিবনে প্রয়োগ করার চেস্টা করবেন।

৪/ জয়ী হওয়ার উপায় হলো ব্যক্তি সচেতনতা

ব্যক্তি সচেতনতা প্রয়োজন কেননা ব্যক্তির সচেতনতা মানুষের বুদ্ধির মাত্রা দ্বিগুণ বেড়ে যায়।

আর যে সমস্ত ব্যক্তিরা সফল হয়েছেন তারা সমস্ত কাজের ক্ষেত্রে সচেতন থাকে।

৫/ প্রবল ইচ্ছা শক্তি

জীবনে সফল হওয়ার উপায়

অর্থাৎ প্রবল ইচ্ছা শক্তি হলো সফল হওয়ার একটি উপায় । অনেক ইচ্ছা শক্তি প্রয়োজন। যাতে করে আপনি কঠিন থেকে কঠিন কাজ খুব সহজেই করতে পারেন।

যেমন : পঙ্গু ছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। দেশের অর্থনীতি ভেঙে পড়লে তিনি দেশের হাল ধরেন।

শারীরিকভাবে অক্ষম হলেও প্রবল ইচ্ছাশক্তি রুজভেল্টকে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরে।

৬/ জীবনে বড় হওয়ার উপায় হলো প্রতিটা বিষয় সাধারণভাবে ভাবুন ও সেটাকে অর্জন করুন

অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাধারণভাবে ভাবুন কঠিনভাবে ভাববেন না। যেমন বাচ্চারা তাদের জীবনের গন্তব্য খুঁজে পায় কারণ তারা সাধারণভাবে ভাবে।

কোন কিছুকে কঠিনভাবে ভাবার চেষ্টা করে না। অতএব আপনি বাচ্চাদের মত ভাবতে শিখুন। এবং তাদের মত করে ভাবার প্র্যাকটিস করুন।

আপনি যদি প্রতিদিন ধ্যান করা অভ্যাস করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার ভাবনা শক্তি বৃদ্ধি পাবে।

আর আপনার ভাবনা শক্তি বৃদ্ধি পেলে মনের শক্তি বাড়বে।

আর মনের শক্তি বাড়লে জীবনে সফল হতে পারবেন। এই জীবনে সফল হওয়ার উপায়টি অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই নিজের জিবনে প্রয়োগ করার চেস্টা করবেন।

৭/ আপনার নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে।

জীবনে সফল হওয়ার জন্য নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়টাই ঠিক থাকা অনেক গুরুত্বপূর্ণ।

কেননা স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আপনার কাজের প্রতি অলসতা আসবে ,মনোযোগ বসবে না। কাজের মধ্যে অলসতা আসলে তাহলে আপনি কাজে সফলতা অর্জন করতে পারবেন না।

আর এভাবে আপনি আপনার জীবনে সফলতা লাভ করতে পারবেন না। এই কারণে আপনার জীবনে সফলতা আনার জন্য আপনারকে আপনার শরীরের প্রতি যত্ন নিতে হবে।

ঠিক মতো ব্যায়াম করতে হবে। পাশাপাশি খাবারের দিকে মনোযোগ দিতে হবে।

৮/ সাহসী হতে হবে

এ পর্যন্ত যারা সফলতা লাভ করেছেন তাদের অধিকাংশই পর্যাপ্ত সাহস এর কারনে সফলতা লাভ করেছেন। তারা হলো এমন ব্যক্তি যারা তাদের নিজের ব্যর্থতার উপরেও জীবনে ঝুঁকি নিতে ইচ্ছুক।

অতএব আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে সাহসি হতে হবে। এবং ঝুঁকি নিতে হবে।

৯/ ছোট থেকে বড় হওয়ার উপায়  হলো প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে

অর্থাৎ প্রতিযোগিতার মনোভাব হলো সফল হওয়ার একটি উপায় । যারা জীবনে সফলতা লাভ করেছেন তাদের প্রত্যেকের মাঝে প্রতিযোগিতার মনোভাব রয়েছে।

কেননা এর দ্বারা কাজের প্রতি পরিপূর্ণ মনোযোগ বসে। এবং জীবনে উন্নতি করার প্রতি প্রতিজ্ঞা জন্মায়।

অতএব আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে নিজের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে শিখুন। তাহলে আপনি সফল হতে পারবেন।

১০/ সফল হওয়ার উপায় হলো নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে

জীবনে সফল হওয়ার উপায়

অর্থাৎনিজের অভ্যাস পরিবর্তন হলো সফল হওয়ার একটি উপায় । অবশ্যই আপনাকে কয়েকটি অভ্যাস পরিবর্তন করতেই হবে।

যেমন অনেকেই আমরা বলে থাকি (১) কাজটি অনেক সহজ বেশিক্ষণ টাইম লাগবে না। (২) আজ থাক , কালকে করব , অনেক সময় আছে।

ইত্যাদি এসব অভ্যাস আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। যদি এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন।

১১/ জীবনে সফলতা অর্জনের উপায় চুপচাপ থাকার অভ্যাস করুন

অর্থাৎ কম কথা বলে কাজ বেশি করুন। কেননা সফল ব্যক্তিরা কথা কম বলে। কথা কম বলার দ্বারা কাজের প্রতি মনোযোগ বাড়ে।

মানুষ অনেক কথাই বলবে তাদের কথার প্রতি কান দিবেন না। এই সফলতা অর্জনের উপায়টি অনেক গুরত্বপূর্ণ । তাই অবশ্যই নিজের জিবনে প্রয়োগ করার চেস্টা করবেন।

১২/ নিজের গোপন কথা লুকিয়ে রাখতে হবে ।

 অর্থাৎ যে নিজের গোপন কথা লুকিয়ে রাখে সে তার উদ্দেশ্যে সফলকাম হয় এবং সে তার জীবনে সমস্ত ক্ষেত্রে সফলতা লাভ করতে পারে ।

অর্থাৎ গোপন কথা , বিষয় ও কাজ লুকিয়ে রাখা , তা প্রকাশ না করা । প্রকাশ করলে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জিত হওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায় ।

কারণ মানুষ সাধারণত অপরের কল্যাণ দেখে খুশি হয় না বরং হিংসায় পতিত হয়ে যায় ।  এজন্য গোপন বিষয় বা কথা লুকিয়ে রাখা যা সফলতা লাভের অন্যতম উপায় ।

একটি কথা :
আপনি কখনো অন্যের ইচ্ছামত চলবেন না। বরং যে কাজটি নিজের ভাল লাগে ঐ কাজটি করবেন। পাশাপাশি জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করুন। তাহলে আপনি একদিন সফল হবেনই।

মোট কথা : উপরে উল্লেখিত জীবনে সফল হওয়ার উপায় যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি সফল হবেন-ই।

আশা করি আপনি সমস্ত আর্টিকেলটি পড়েছেন এবং উপকৃত হয়েছে। এজন্য অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

FAQ

নিজেকে কিভাবে পরিবর্তন করব ?

নিজের চিন্তা ভাবনা আগে স্থির করুন। অর্থাৎ আগে নিজের মনোবল শক্ত করতে হবে পাশাপাশি নিজের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে হবে। তাহলে আপনি খুব সহজে নিজেকে পরিবর্তন করতে পারবেন।

জীবনে কিভাবে সফল হওয়া যায় ?

কিছু কৌশল রয়েছে যা আপনার জীবনকে অতি সহজেই সফলতার দিকে পৌঁছে দিবে।
১. ব্যর্থতাকে বানান সাফল্যের চাবিকাঠী
২. কোন সুযোগ হাতছাড়া করা যাবেনা
৩. প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে

সফল হতে হলে কি করতে হবে ?

সফল হতে চাইলে নিজের জিবনটাকে কয়েকটি অভ্যাসের মাধ্যমে পরিবর্তন করতে হবে । যেমন :
১. নিজের মধ্যে ব্যক্তি সচেতনতা তৈরী করতে হবে ।
২. স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে।
৩. কোন সুযোগ হাতছাড়া করা যাবেনা
৪. প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে
৫. প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে ।
ইত্যাদি এরকম আরো অনেক উপায় রয়েছে । বিস্তারিত জানতে পুরা আর্টিকেলটি পড়ুন । এগুলো ফলো করলে ১০০% আপনার জীবন সফলতার উচ্চ শিখরে পৌছে যাবে ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

6 thoughts on “জীবনে সফল হওয়ার উপায় ১২টি – যা আপনার ব্যর্থতাকে দূরে ঠেলে দিবে ।”

  1. গল্পটা খুব সুন্দর। সেই সাথে লিখটিও ভাল।

    Reply
  2. ইনশাআল্লাহ ২০২৩সাল থেকে শুরু করবো এই ১০টা নিয়ম, যেদিন ইনশাআল্লাহ সফল হবো ওইদিন আরো একবার কমেন্ট করে যাবো ইনশাআল্লাহ, হে মুসলমান ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন।🤲🤲🤲

    Reply

Leave a Comment