২৮টি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা ২০২৪

আপনি কি জানতে চানতে চান  সেরা বাংলা ব্লগ সাইট সম্পর্কে  ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য ।

যেমনিভাবে ইংলিশ, হিন্দিতে অনেক নামকরা ব্লগ রয়েছে। ঠিক তেমনিভাবে বাংলায় নামকরা সাইট রয়েছে। কিন্তু আমরা অনেকই সে সম্পর্কে জানি না।

আরেকটি বিষয় , এমন কিছু ব্লগ রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার দেয় । এবং সেখানে লেখালেখি করে প্রচুর টাকা ইনকাম করা যায়। পাশাপাশি সে সমস্ত ব্লগ থেকে প্রচুর তথ্য পাবেন।

অতএব আমি আপনাদেরকে সেরা বাংলা ব্লগ সাইট সম্পর্কে বলব। যে ওয়েবসাইট গুলো প্রত্যেকটি নির্ভরযোগ্য এবং ট্রাস্টেড। চলুন আলোচনা শুরু করা যাক ।

বাংলা ব্লগ সাইট

বাংলা ব্লগ সাইট ২০২৪

২৮ টি বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব । যে ওয়েবসাইট গুলো প্রত্যেকটি ট্রাস্টেড ও নির্ভরযোগ্য । আশাকরি আপনি জনপ্রিয় বাংলা ব্লগের নামগুলো মনোযোগ সহকারে পড়বেন ।

১/ Hoicoibangla.com

এই ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয়। যেমন:

  • online income
  • mobile
  • graphic design
  • blogging
  • internet
  • tach ইত্যাদি নানান বিষয়ে লেখা হয়।

এটা খুব অল্প সময়ে অনেক প্রসিদ্ধ হয়ে গিয়েছে। ব্লগকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। লেখা খুব সুন্দর ভাবে লেখা হয়েছে।

আরো পড়ুন :

২ / priyo.com

এই ওয়েবসাইটটি সেরা ব্লগ সাইট। এই ওয়েবসাইটটি আরম্ভ 2012 সালে হয়েছিল। এখানে ব্রেকিং নিউজ, টেক, এবং লাইফস্টাইল সম্পর্কিত বিষয়ে লেখা হয়।

৩/ prothomalo.com

এখানে বিভিন্ন নিউজ, আর্টিকেল, বিভিন্ন তথ্য সম্পর্কে লেখা হয়। এখানে প্রতিদিন প্রচুর ভিজিটর আসে।

৪/ Banglatech.info

এখানে ব্লগিং এবং অনলাইন ইনকাম সম্পর্কে বেশি লেখা লেখি পোস্ট করা হয়। এই ওয়েবসাইটটি 2008 সালে আরম্ভ হয়েছিল।

৫/ Trickbd

এটা জনপ্রিয় ওয়েবসাইট । এখানে ইচ্ছে করলে আপনি লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন। তবে তারা ভালো লেখার ওপর গুরুত্ব দেন। এ সাইটটি 2013 সালে আরম্ভ হয়েছিল।

৬/ জনপ্রিয় বাংলা ব্লগ হলো techshohor.com

এই ওয়েবসাইটটি  বাংলায় সেরা ।এখানে টেক রিলেটেড নানান বিষয়ে লেখালেখি করা হয় । যেমন :

  • প্রডাক্ট রিভিও
  • সফটওয়্যার
  • গেইম
  • ট্রেডিং

ইত্যাদি এরকম জাতিয় বিভিন্ন ক্যাটাগরির আর্টিকেল লেখা হয় ।

এই সাইটটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এখানকার আর্টিকেলগুলো অনেক হাই-কোয়ালিটির ।

৭/ pcbuilderbd.com

এই ওয়েবসাইটে

  • কম্পিউটার
  • পিসি বিল্ডিং
  • পিসি গেমিং

ইত্যাদি নানান বিষয়ে লেখালেখি করা হয় প্রতিনিয়তই। এরকম ব্লগ সাইট খুব কম দেখা যায়। এই সাইটটি আরম্ভ করা হয় 2016 সালে।

৮/ wirebd.com

এই ওয়েবসাইটে লেখা অনেক চমৎকার। মোটামুটি অনেক বিষয়ে লেখা হয়েছে। যেমন:

  • tech
  • news
  • internet ইত্যাদি নানান বিষয়ে লেখা হয়।

এ সাইটটি আরম্ভ হয় 2018 সালে। এখানকার অধিকাংশ আর্টিকেল লিখেছেন তাহমিদ বোরহান ভাই।

৯/ kalerkantho.com

এখানে দেশ-বিদেশের বিভিন্ন নিউজ লেখে পাবলিশ করা হয়। এই ওয়েবসাইটটি আরম্ভ হয়েছিল 2009 সালে। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করে নিউজ পড়ার জন্য।

১০/ Tunerpage.com

এই ওয়েবসাইটে

  • mobile
  • freelancing
  • internet

ইত্যাদি বিষয় নিয়ে পোষ্ট পাবলিশ করা হয়। এই সাইটটি আরম্ভ হয়েছিল 2011 সালে। আপনি ইচ্ছে করলে এখানে লেখালেখি করতে পারেন।

১১/ somewhereinblog.net

এই ওয়েবসাইটটি সেরা বাংলা ব্লগ সাইট।এই সাইটটিতে প্রচুর আর্টিকেল রয়েছে। মানুষদের কাছে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। দিনদিন ভিজিটর বাড়ছে।

১২/ lekhaporabd.com

এই ওয়েবসাইটটি লেখাপড়া বিষয়ক। এটা ছাত্রছাত্রীদের বেশ উপকারী। তারা অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে। এখানে বাংলাদেশের লেখাপড়ার সকল বিষয় আলোচনা করা হয়।

১৩/ Techshohor.com

এই ওয়েবসাইটটি প্রযুক্তিবিষয়ক।

  • এখানে news
  • game
  • tech
  • software
  • tips নিয়ে লেখালেখি পাবলিশ করা হয়।

পাশাপাশি আরো নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই ওয়েবসাইটটি আরম্ভ হয়েছিল 2013 সালে ।

১৪/ Bonikbarta.net

এখানে নিউজ, শেয়ার মার্কেট, টেলিকম ইত্যাদি আর নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটা খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এই ওয়েবসাইট টা আরম্ভ হয়েছিল 2015 সালে।

১৫/ বাংলা সাইট হলো bissoy.com  

এই ব্লগ সাইট অনেক চমৎকার। এই সাইটটি মূলত প্রশ্ন উত্তর ব্লগ সাইট। এখানে আপনি আপনার যে কোন প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এখানে আপনি ইচ্ছে করলে যে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন। পাশাপাশি এই সাইটে লেখালেখি করার সুযোগ রয়েছে।

১৬/ bangladeshgamer.com

এই ব্লগ সাইটটি মূলত গেম নিয়ে। যারা গেম খেলতে পছন্দ করেন । পাশাপাশি গেমের লেভেল বাড়াতে চান তাদের জন্য এই সাইটটি অনেক উপকারী।

১৭/ bloggerbangladesh.com

এই ব্লগ সাইটটি বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে অনেক শীর্ষে। এই ব্লগে মূলত

  • এসইও
  • ব্লগিং
  • নিউজ
  • অনলাইন ইনকাম

সম্পর্কে আলোচনা করা হয়।

১৮/ banglatech24.com

এই সাইটটি মূলত টেকনোলজি সম্পর্কে লেখা হয়েছে। এই কারণেই এই ওয়েবসাইটটির মধ্যে নানান ধরনের প্রযুক্তি সম্পর্কে আলোচনা পাবেন।

১৯/ Bangla-kobita.com

এই সাইটটিতে মূলত কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আপনি প্রচুর কবিতা পাবেন বিভিন্ন কবিদের।

২০/ bani.com.bd

এই ওয়েবসাইটটি মূলত বাণী নিয়ে লেখা হয়েছে। এই ওয়েবসাইটে আপনি বড় বড় ব্যক্তিদের প্রচুর পরিমাণে বাণী পাবেন।

২১/ edudesh.com

এই ওয়েবসাইটে মূলত লেখাপড়া নিয়ে। এখানে বিভিন্ন কঠিন বিষয়কে সুন্দরভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে।

এখানে কয়েকটি বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়েছে

  • জ্যামিতি
  • পাটিগণিত।
  • অনলাইন পরীক্ষা ইত্যাদি।

২২/ studentscaring.com

এ সাইটটিও মূলত পড়ালেখা নিয়ে। এখানে লেখাপড়া নিয়ে জ্ঞানের ভান্ডার রয়েছে। পাশাপাশি এখানে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে।

২৩/ grathor.com

এই সাইটটি অনেক চমৎকার। এখানে মূলত বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ইত্যাদি এসব নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাইটে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।

২৪/ banglate.info

এই ব্লগ সাইটে মূলত বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই ব্লগটি মনে হতো 2020 সালে তৈরি হয়েছিল। এখানে মার্কেটিং, ইনকাম, টেকনোলজি ইত্যাদি বেশি আলোচনা করা হয়েছে।

২৫/ বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট হলো fromredingtable.com

এই সাইটটি মূলত পড়ালেখা নিয়ে। এখানে লেখাপড়া নিয়ে অনেক গুরুত্ব গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

  • বিশেষ করে বিজ্ঞান
  • প্রযুক্তি
  • ভূগোল

ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আপনি এখানে প্রশ্ন ও উত্তর নিয়ে অনেক বিষয় পেয়ে যাবে।

২৬/ wirebd.com

এই ব্লগ সাইটটি মূলত টেকনোলজি নিয়ে। এ সাইটটি একটি জনপ্রিয় একটি সাইট। এ সাইটটি মূলত শুরু হয়েছিল 2018 সালে। এখানে

  • বেস্ট উইন্ডোজ অ্যাপ
  • বেস্ট অফ সাইট
  • টেকনোলজি
  • অনলাইন ইনকাম
  • ওয়ার্ডপ্রেস

ইত্যাদি সম্পর্কে লেখালেখি রয়েছে।

২৭ / Islamqabd.com

এই সাইটটি মূলত ইসলামিক একটি সাইট। এই সাইটে বিভিন্ন প্রশ্ন উত্তর বিষয় পাওয়া যায়।

পাশাপাশি ইসলাম সম্পর্কে অনেক বিষয়ে লেখালেখি পাবেন।

২৮/ বাংলা ব্লগ সাইট হলো  techtunes.io

এই ওয়েবসাইটটি দেখিয়ে দিয়েছে বাংলায় যে, অনেক ইনকাম করা যায়। এই সাইটটি মূলত অনেক পুরাতন একটি ওয়েবসাইট।

এখানে আর্টিকেল এর পাশাপাশি বিভিন্ন স্ট্যাটাস এবং ইউটিউব ভিডিও রয়েছে। এই জায়গায় যে কেউ আর্টিকেল লিখতে পারবে।

তবে শুরুতেই আর্টিকেল লিখে ইনকাম করা যাবে না। একটি শর্ত রয়েছে সেটা হল যার আর্টিকেল ভালো হবে তাঁকে একটি ব্যাজ প্রদান করা হবে।

আর যে ব্যক্তির ব্যাজ থাকবে সেই ব্যক্তি এই ওয়েবসাইট থেকে ভালো ইনকাম করতে পারবেন আর্টিকেল লিখে।

এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি অনেক ভালো। অর্থাৎ অনেক বেশি। এই ওয়েব সাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক রয়েছে।

এই ওয়েবসাইটে টিউটোরিয়াল, বিভিন্ন প্রযুক্তি, ব্লগিং, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আর্টিকেল পাবলিশ করা হয়।

মোট কথা : সেরা ২৮টি বাংলা ব্লগ সাইট সম্পর্কে লেখা হয়েছে । আশাকরি আপনাদের ভাল লেগেছে। তাই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

8 thoughts on “২৮টি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা ২০২৪”

  1. ধন্যবাদ এমন তথ্যবহুল আর্টিকেল শেয়ার করার জন্য। অনেক উপকৃত হলাম।

    Reply
  2. কিছু ব্লগ সাইট এর সাথে পরিচিত ছিলাম না | আপনার এই পোস্ট দেখে নতুন কিছু ব্লগ সাইট এর সাথে পরিচিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

    Reply
  3. আপনাদের এই ব্লগটি বেশ চমৎকার ভাবে সাজিয়েছেন।

    Reply

Leave a Comment