১৬টি উপায়ে অনলাইনে টাকা ইনকাম করুন লাইফটাইম

আপনি কি অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য ।

বর্তমান সময় প্রত্যেকটা মানুষেরই টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন ছাড়া কোনো মানুষই বর্তমানে নেই।

তাই সকলে টাকা আয় করতে চায় । টাকা ইনকাম করার দুইটি পদ্ধতি রয়েছে।

  • সরাসরি কোনো একটি ব্যবসা বা চাকরি করে 
  • অনলাইনে ইনকাম ।  

আমরা অনেকে P.T.C সাইট এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আয় করার চেষ্টা করি।

তবে এই জায়গাগুলিতে জীবনকালীন টাকা পাওয়া যায় না। অনেক কষ্ট করে মাসে তিন থেকে চার হাজার টাকা পাওয়া যায়।

তবে ভাগ্য ভালো থাকলে বেশিও পাওয়া যায় । আবার অনেক সময় কাজ করার পর টাকা পাওয়া যায় না।

অতএব আমরা যেসব কাজ করলে লাইফ টাইম অনলাইনে টাকা ইনকাম করা যায় । সে সমস্ত কাজের দিকে মনোযোগ দিব।

এ সমস্ত কাজ সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব । যাতে করে কোন ধরনের ঝামেলা ছাড়াই টাকা আয় করতে পারেন ।

অনলাইনে টাকা ইনকাম

Table of Contents

অনলাইনে টাকা ইনকাম ২০২৩

ইনকাম করার অনেক পদ্ধতি রয়েছে । আমি আজকে বাছাইকৃত ১৬টি উপায় বলব । যেগুলো প্রত্যেকটি ট্রাস্টেট এবং গ্রহণযোগ্য। এগুলো ফলো করলে ১০০% অল্প সময়ে আপনি ইনকাম করতে পারবেন।

তবে শর্ত হলো :

  • মনোযোগ সহকারে কাজ করতে থাকবে ।
  • লেগে থাকতে হবে । আশা করি সফল হবেন-ই ।

১/ ফ্রিল্যান্সিং করে অনলাইনে টাকা ইনকাম করার উপায়

ফ্রিল্যান্সিং হলো টাকা ইনকাম করার অন্যতম জনপ্রিয় উপায়। ফ্রিল্যান্সিং বলা হয় :

ফ্রিল্যান্সিং একটি নির্দিষ্ট পেশা নয় বরং স্বাধীনভাবে কাজ করার অনুশীলন। এই পেশার সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। এটা অনেক বিস্তৃত । যেমন :

  • app development
  • Web development
  • programming
  • Designing
  • Social media marketing
  • Email marketing.

আরও অনেক আছে। প্রথমে আপনাকে দক্ষতা বিকাশ করতে হবে। আপনার দক্ষতা অনুযায়ী মূল্যায়ন করা হবে।

আপনার skill যত ভালো হবে আপনাকে তত মূল্যায়ন করা হবে। যাদের কাজের প্রয়োজন তারা আপনার সাথে যোগাযোগ করবেন।

সুতরাং কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেখানে কাজের বিবরণ দেওয়া হয়েছে। যাতে ক্রেতা আপনার সাথে যোগাযোগ করতে পারে । সেগুলো হলো :

  1. freelancer.com
  2. Fiverr.com
  3. Upwork.com

ইত্যাদি এই সাইটগুলি বিশ্বাসযোগ্য। ক্রেতার পছন্দ হয় এবং আপনি যদি ভাল করেন তাহলে টাকা অবশ্যই পাবেন।

আপনার যত বেশি অভিজ্ঞতা হবে তত বেশি কাজ পাবেন। এবং আয় হবে এবং এইভাবে আপনি  টাকা ইনকাম আজীবন করতে পারবেন।

আরো পড়ুন :-৭টি পদ্ধতিতে টিকটক থেকে টাকা ইনকাম

২/ এফিলিয়েট মার্কেটিং করে

যে কোন অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট নিজের ওয়েবসাইট , সোশ্যাল মিডিয়া পেজ , ব্লগ ,ইউটিউব চ্যানেলে দেওয়া হয়।

যখন কেউ কোন পণ্য ক্রয় করবে ঐ লিঙ্কের মাধ্যমে তখন আপনি ওই প্রোডাক্টটি বিক্রি করার জন্য কিছু commission পাবেন।

আমাদের দেশের খুব কম ইউটুবাররা affiliate এর মাধ্যমে ইনকাম করে। তারা গুগল অ্যাডসেন্স দিকে ফোকাস করে।

তবে বেশিরভাগ বিদেশী ইউটিউবার এই affiliate মাধ্যমে আয় করে। affiliate marketing মাধ্যমে কিছু সময় ব্যয় করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব ।

আর এভাবে লাইফটাইম টাকা ইনকাম করা সম্ভব ।

৩/ youtubing করে অনলাইনে টাকা আয়

সারাবিশ্বে ইউটুবারদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ইউটুবিং করে আয় করা জনপ্রিয় একটি বিষয়। আপনার চ্যানেল কোন ক্যাটাগরির হবে তা আগে থেকেই নির্ধারণ করতে হবে।

যাতে আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে ভিডিও আপলোড দিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি গেমস খেলতে ভাল থাকলে আপনি গেমিং ভিডিও দিতে পারেন।

অথবা আপনি অন্যকে শেখাতে পছন্দ করেন এমন শিক্ষাগত ভিডিও দিতে পারেন। ইত্যাদি এরকম নানান বিষয়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে ভিডিও এর কোয়ালিটি যেন ভাল হয়।

এবং এর উপস্থাপনা যেন ভাল হয়। যাতে করে মানুষ আপনার ভিডিও দেখে মজা পায়। এবং উপকার লাভ করে।

এবং সামনে ভিডিও দেখার জন্য আগ্রহ বোধ করে। এর ফলে আপনার সাবস্ক্রাইব বাড়বে। ভিউয়ার বাড়বে।

সেখানে যত বেশি দর্শনার্থী তত বেশি আয় হবে। ইউটিউবের প্রধান উপার্জন গুগল অ্যাডসেন্স থেকে আসে।

আবার অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করেন। আবার অনেকে একটি পণ্য রিভিও করে আয় করেন। অতএব ইউটিউব থেকে লাইফটাইম ইনকাম করা সম্ভব।

৪/ Blogging করে অনলাইন এ টাকা ইনকাম

যারা লেখালেখি পছন্দ করেন। তারা লেখালেখি করে ইনকাম করতে পারেন। ব্লগে বিভিন্ন বিষয়ে লেখতে পারেন।

ব্লগ থেকে ইনকাম আসবে তবে একটু সময়ের ব্যাপার। তাই ধৈর্য ধারণ এবং নিয়মিত লেখালেখি করতে হবে।

তাহলে একদিন আপনি সফল হবেন। ব্লগ থেকে অর্থ উপার্জনের দুটি উপায় রয়েছে।

  • আপনি ডোমেন হোস্টিং কিনে একটি ব্লগ শুরু করতে পারেন। এখানে কিছু অর্থ ব্যয় হবে।
  • বিনামূল্যে ব্লগ শুরু করতে পারেন।

মোটকথা : ব্লগ থেকে লাইফটাইম ইনকাম করা সম্ভব।

৫/ ওয়েব ডিজাইন করে অনলাইন মানি ইনকাম

অনলাইনে টাকা ইনকাম

বর্তমান সময়ে অনলাইনে কাজের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের ব্যাপক চাহিদা। এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব।

কোন প্রজেক্টে 30 হাজার থেকে এক লাখ অথবা দুই লাখ টাকা সহজে আয় করা যায়। বর্তমান সময়ে ওয়েবসাইটের প্রচুর চাহিদা।

তাই ওয়েব ডিজাইনারদের বসে থাকতে হয় না। মোটকথা এখান থেকেও লাইফ টাইম ইনকাম করা সম্ভব।

৬/ কোন প্রশ্নের উত্তর দিয়ে

অর্থাৎ আপনার যে সমস্ত বিষয়ে দক্ষতা রয়েছে ঐ সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দিয়ে বা প্রশ্নের সমাধান দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।

অনলাইনে অনেক এরকম কোম্পানি আছে যে, তাদের প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারেন বা সমাধান দিতে পারেন তাহলে তারা আপনাকে অনেক টাকা দিয়ে দিবে।

সুতরাং এই ভাবেই আপনি প্রশ্নের উত্তর দিয়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন।

৭/ কোর্স বিক্রি করে  online থেকে টাকা ইনকাম

বর্তমানে অনেক মানুষ বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে করে সেটা অনলাইনে বিক্রি করছে। অতএব আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে সেটা অনলাইনে বিক্রি করতে পারেন।

৮/ অনলাইনে পড়িয়ে

আপনি অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের কে পড়াতে পারবেন। অর্থাৎ টিউশনি করাতে পারেন অনলাইনের মাধ্যমে। এর মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন।

৯/ ড্রপ শিপিং করে online টাকা ইনকাম

ড্রপ শিপিং অনলাইনে একটি জনপ্রিয় মাধ্যম টাকা ইনকাম করার। যদি আপনার অনলাইন মার্কেটপ্লেসগুলোর ব্যাপারে ভালো ধারণা থাকে তাহলে আপনি ড্রপ শিপিং করে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

১০/ অনুবাদ করে অনলাইনে টাকা ইনকাম

আপনার যদি কোন ভাষার উপর ভালো ধারনা থাকে অথবা অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

এরকম অনেক অনলাইনে ওয়েবসাইট রয়েছে যেখানে তাদের বিভিন্ন বিষয়ে অনুবাদ করে দিলে তারা আপনাকে টাকা প্রদান করবে।

১১/ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম

অনলাইনে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান অনেক রকমের প্রতিযোগিতার আয়োজন করে থাকে আপনি শাসন ব্যবস্থা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইনকাম করতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে এক্টিভ থাকতে হবে ।

এবং এ বিষয়ে খেয়াল রাখতে হবে কখন এ সমস্ত কোম্পানি প্রতিযোগিতার আয়োজন করে থাকে যাতে করে আপনি তাৎক্ষণিকভাবে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

১২/ কোন লিংক শর্ট করে অনলাইনে টাকা ইনকাম

আমরা অনেক সময় বড় লিংককে কোন ওয়েবসাইটের মাধ্যমে ছোট করে থাকি আমাদের বিভিন্ন প্রয়োজনে।

তবে এমন কিছু ওয়েবসাইট আছে যদি তাদের ওয়েবসাইট ব্যবহার করা হয় লিংক শর্ট করার ক্ষেত্রে তাহলে তারা আপনাকে টাকা প্রদান করবে। তবে এ ক্ষেত্রে ওই লিংকে যত ক্লিক হবে আপনার ইনকাম তত বাড়বে।

১৩/ এসইও করে আয়

অনলাইন থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় মাধ্যম হচ্ছে এসইও। আপনার যদি এসইও সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে বড় বড় কোম্পানি আপনাকে হায়ার করবে । এসইও করে প্রচুর টাকা ইনকাম করা যায়।

১৪/ কোন জিনিসের উপর রিভিউ লিখে অনলাইনে টাকা ইনকাম

অর্থাৎ অনলাইনে কোন পণ্য অথবা কোন বই সম্পর্কে রিভিউ লিখে অনলাইন থেকে ইনকাম করা যায়।

তবে যে সম্পর্কে আপনি রিভিউ লিখছেন তার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।

১৫/ ওয়েবসাইট ফ্লিপিং করে ইনকাম

ফ্লিপিং এর অর্থ হলো কোন একটি ওয়েবসাইট ক্রয় করার পর তার মধ্যে নতুন কিছু যোগ করা

অথবা নতুন নতুন কিছু বৈশিষ্ট্য বাড়ানোর মাধ্যমে ওয়েবসাইটের গুণ বৃদ্ধি করা এবং তার মান বৃদ্ধি করা এবং পরবর্তীতে সেটা অনেক বেশি মূল্যে বিক্রি করা।

যদিও শুরুতে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে । তবে এখান থেকে ইনকাম অনেক বেশি করা যায়।

১৬/ ই-বুক লিখে অনলাইনে টাকা ইনকাম

অনলাইনে টাকা ইনকাম

বর্তমানে মানুষ বই পড়তে পছন্দ করে। বইয়ের দাম অনেক বেশি হওয়াতে মানুষ বই না পড়ে বর্তমানে ই-বুক পড়ছে।

কেননা ই-বুক এর দাম অনেক কম। অতএব আপনি যদি লেখালেখি পছন্দ করেন তাহলে ই-বুক লিখতে পারেন।

আর লেখার টপিক উপন্যাস, কবিতা ইত্যাদি যেকোনো বিষয় হতে পারে।

আপনি যদি ভালো লেখালিখি পড়তে পারেন তাহলে মানুষ আপনার লেখাগুলোকে ক্রয় করে পড়বে। আর এভাবেই আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

পরিশেষে বলব : এই ছিল অনলাইনে টাকা ইনকাম করার পদ্ধতি । আশা করি অল্প কিছু হলেও জানাতে সক্ষম হয়েছি। যদি এ গুলো ভালো লেগে থাকে তাহলে  কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ।

অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ?

অনলাইন থেকে খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য মেধাকে কাজে লাগিয়ে সঠিক পদ্ধতিতে আপনাকে সময় ব্যয় করতে হবে। অনলাইন থেকে ইনকাম করার নির্ভরযোগ্য মাধ্যম রয়েছে। যেমন : ব্লগিং, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি।

আসলেই কি অনলাইন থেকে ইনকাম করা যায় ?

হ্যাঁ, বাস্তবিকপক্ষে অনলাইন থেকে ইনকাম করা যায়। এর জন্য অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে এবং ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন কাজের উপর অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি লাইফটাইম ইনকাম করতে পারবেন।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment