আপনি কি জানতে চান ব্লগ তৈরি করার নিয়ম ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য ।
ব্লগ এটা ব্যাপক শব্দ । ব্লগ অনেকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকে। আবার অনেকে ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করে থাকে।
ব্লগিং করে ইনকামও করা যায় অনেক। তাই ব্লগ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
অতএব ব্লগিং করার জন্য আপনাকে আগে ব্লগ তৈরি করার নিয়ম ও ব্লগ লেখার নিয়ম জানতে হবে। আজ আমি এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।
পাশাপাশি নানান খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। যাতে করে আপনি খুব সহজেই ব্লগিং করতে পারেন এবং ব্লগ থেকে ইনকাম করতে পারেন ।
অবশ্যই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। চলুন আলোচনা শুরু করা যাক।
ব্লগ তৈরি করার নিয়ম বা ব্লগ তৈরির নিয়ম
বর্তমান সময়ে ব্লগ তৈরি করার সবচেয়ে জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম রয়েছে।
(১) blogger.com (২) WordPress অধিকাংশ মানুষ-ই এই দুইটি প্ল্যাটফর্ম থেকে ব্লগ তৈরি করে থাকেন।
blogger.com থেকে ব্লগ তৈরি করা যায় ফ্রিতে। আর ওয়ার্ডপ্রেস থেকে ব্লগ তৈরী করতে হলে কিছু টাকা ব্যয় করতে হবে।
blogger.com থেকে ব্লগ তৈরি করার নিয়ম হলো
- একটি জিমেইল আইডি লাগবে।
- তারপর আপনি blogger.com লিখে সার্চ দিবেন ।
- তারপর সেখানে লেখা দেখতে পারবেন create new blog এই লেখার মধ্যে ক্লিক করবেন।
- তখন সেই জিমেইল আইডির মাধ্যমে আপনাকে ব্লগার এর মধ্যে লগইন করতে হবে।
- তারপর টাইটেল লেখা আসবে সেখানে আপনি আপনার ব্লগের নাম দেবেন।
- তারপর আপনার ব্লগে অ্যাড্রেস সেট করবেন।
- তারপর সেভ এ ক্লিক করুন।
- আপনার ব্লগ একাউন্ট তৈরি হয়ে যাবে।
তারপর আপনার একটি ব্লগারের ড্যাশবোর্ড আসবে। যেখানে নিম্নের বিষয়গুলো লেখা থাকবে।
১/ New post এর মধ্যে ক্লিক করলে নতুন পোস্ট করতে পারবেন আপনি এখান থেকে।
২/ Posts এর মধ্যে ক্লিক করলে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত আর্টিকেল লিখেছেন সব দেখতে পারবেন।
৩/ Stats এখান থেকে আপনি আপনার ব্লগে কতজন ভিজিটর এসেছে এবং কোথা থেকে এসেছে ? ইত্যাদি এগুলো নানান বিষয় দেখতে পারবেন।
৪/ Comments এখান থেকে আপনি সমস্ত কমেন্টস দেখতে পারবেন। এখান থেকে আপনি কোন কমেন্ট ডিলিট করতে হলে ডিলিট করতে পারবেন অথবা কোন স্প্যাম কমেন্ট ডিলিট করতে হলে ডিলিট করতে পারবেন।
৫/ Earnings এখান থেকে আপনি এখানে গুগল এডসেন্সের মাধ্যমে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
৬/ Pages এখান থেকে আপনি নিজের সম্পর্কে এবং ওয়েব সাইটের বিভিন্ন পলিসি , ইত্যাদি নানান পেজ তৈরি করতে পারবেন।
৭/ Layout এখানে আপনি আপনার ব্লগের মধ্যে বিভিন্ন ধরনের gadget ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনার ব্লগ সুন্দর করতে পারবেন।
৮/ Themes এখান থেকে আপনি আপনার ব্লগের বিভিন্ন ধরনের থিমস ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন এডিটও করতে পারবেন।
৯/ Settings এখান থেকে আপনি ব্লগের নাম,ঠিকানা পরিবর্তন ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে করতে পারবেন।
Read more : ২৮টি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর তালিকা
ব্লগ লেখার নিয়ম
ব্লগ লেখার আগে অবশ্যই আপনাকে লেখার নিয়ম জানতে হবে।
কয়েকটি নিয়ম দেওয়া হল :
১. সর্বপ্রথম আপনি যে বিষয়ে লেখবেন ওই বিষয়টি নির্ধারণ করবেন।
২. তারপর লেখার পূর্বে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
একটি ব্লগ লেখার ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা একটি ব্লগ বা লেখা তখনই রেঙ্ক করে যখন আপনি কিওয়ার্ড রিচার্জ করে ওই লেখাটা লিখবেন।
কিওয়ার্ড রিসার্চ ছাড়া কখনোই আপনি ব্লগিং জগতে সফল হতে পারবেন না।
কিওয়ার্ড রিচার্জ করার জন্য অনেক ফ্রী টুল পেয়ে যাবেন। যেমন ahrefs , ubersuggest ইত্যাদি। এরপর আপনি যে বিষয়ে লেখবেন ওই বিষয় নিয়ে ভালোভাবে গবেষণা করবেন।
Read more : আর্টিকেল লেখার নিয়ম ১৫টি
এরপর লেখা শুরু করবেন। কিওয়ার্ডগুলো লেখার মাঝে মাঝে ব্যবহার করবেন। মাত্রা অতিরিক্ত ব্যবহার করবেন না।
ব্লগিং শুরু করার পূর্বে অবশ্য এই কাজগুলো আপনাকে করতে হবে
আপনি আপনার ব্লগ নিয়ে প্রথমেই একটি পরিকল্পনা করবেন। এমন বিষয় ব্লগে লেখালেখি করবেন যে বিষয়ে আপনার ধারণা আছে।
অথবা আপনার যে বিষয়ে রুচি আছে। কেননা এ ব্যাপারে যদি কোনো ধারণা না থাকে তাহলে কিছুদিন পরে আপনি আর লেখার টপিক খুঁজে পাবেন না।
তখন অটোমেটিক আপনার ব্লগিং এর প্রতি আগ্রহ কমে যাবে। তাই যে বিষয়ে আপনার ধারণা আছে সে বিষয়ে ব্লগিং শুরু করুন।
তারপর আপনি আপনার ব্লগের নাম নির্বাচনের ক্ষেত্রে গবেষণা করুন। কেননা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় । যত আনকমন হবে মানুষ তত আকর্ষিত হবে।
ব্লগিং করে কি ইনকাম করা যায় ?
অবশ্যই ১০০% ব্লগিং করে ইনকাম করা যায়। ব্লগ থেকে নানান উপায়ে ইনকাম করা যায়।
ব্লগার থেকে টাকা আয় করার উপায় : এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যত ভিজিটর বাড়বে তত ইনকাম হবে। অতএব আপনার সর্বপ্রথম কাজ হবে ইউনিক আর্টিকেল লেখা।
পাশাপাশি মানুষের চাহিদা অনুযায়ী আর্টিকেল লেখা। যাতে করে আপনার ভিজিটর দিন দিন বাড়তেই থাকে। তাহলে আপনার ইনকাম দিন দিন বাড়তে থাকবে।
আয় করার কয়েকটি মাধ্যম দেওয়া হল :
- ১. গুগল এডসেন্সের মাধ্যমে আয় করা যায়।
- ২. এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করা যায়।
- ৩. প্রোডাক্ট বিক্রি করে আয় করা যায়।
পরিশেষে বলব : এতক্ষণ আমি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে আলোচনা করলাম । যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ ।
Read more : ১৬টি পদ্ধতি অবলম্বন করে দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়
FAQ
ব্লগিং করে কিভাবে টাকা আয় করা যায় ?
ব্লগার থেকে নানান উপায়ে ইনকাম করা যায়। যেমন :
১. বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা যায়।
২. নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
৩. এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
৪. স্পন্সর শীপ নিয়ে ইনকাম করতে পারবেন ।
এরকম আরো নানা উপায়ে ব্লগ থেকে ইনকাম করতে পারবেন।
কিভাবে ব্লগিং শুরু করবেন ?
ব্লগিং শুরু করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে।
সর্বপ্রথম নিস সিলেক্ট করতে হবে। নিস সিলেক্ট করা করার গুরুত্বপূর্ণ। অর্থাৎ বর্তমান সময় হলো প্রতিযোগিতার সময়। তাই অবশ্যই আপনাকে এমন একটি বিষয় নিয়ে লেখালেখি করতে হবে যে বিষয়ে আপনার ভালো ধারণা রয়েছে। আপনি চেষ্টা করবেন যে কোন একটি টপিকের উপর লেখালেখি করতে।
এরপর ওই বিষয়ের উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর আপনার ওয়েবসাইটটিকে চমৎকার একটি ডিজাইন করতে হবে। তারপর নিয়মিত লেখালেখি শুরু করে দিবেন।
আপনার অ্যাটিকেল পরে অনেক ভালো লাগল
thanks
apnar niyom gulo deklam…
khub bhalo . chesta kobo
blogging kore ekta scientific
research debar.
” Homoeopathic medicine is nano nuclear medicine”
jeta already proved korechhi.
thanks and good luck
খুব ভালো লিখেছেন ।
আমিও একটা ব্লগ তৈরি করার চেষ্টা করছি ।
welcome
Found your tutorial very helpful. Thank you very much for sharing.
thanks
Blog লেখার আগ্রহ বেড়ে গেলো। ধন্যবাদ