ডেটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার চলবে বাংলালিংকে

আপনি কি জানতে চান কিভাবে ডেটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার চলবে ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলালিংক ফেসবুক ব্যবহারকারীদের জন্য আনন্দের সংবাদ নিয়ে আসলো।

আর সেটা হল বাংলালিংক গ্রাহকরা ফ্রিতে কোন ধরনের ইন্টারনেট ডেটা ছাড়াই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবে।

বাংলালিংক কোম্পানি আরো কিছু সুবিধা ফেসবুক ব্যবহারকারীদের জন্য যোগ করেছে সেটা হল :

ডিসকভার ওয়েব ও অ্যাপ দিয়ে মোটামুটি 20 মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে কোন ধরনের ঝামেলা ছাড়াই। সামনে প্রত্যেকটি বিষয় বিস্তারিত আকারে উল্লেখ করা হবে।

ডেটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার

টেক্সট অনলি ফেইসবুক 

অর্থাৎ  ইন্টারনেটের ডেটা ছাড়া ফেসবুক চলবে খুব অনায়াসে। এখানে শুধু বিভিন্ন ধরনের লেখা পড়তে পারবেন কোন ধরনের ভিডিও বা ছবি দেখতে পাবেন না।

এখানে আরো কিছু সুবিধা যোগ করা হয়েছে। আপনি বিভিন্ন লেখার মধ্যে কমেন্ট বা লাইক করতে পারবেন পাশাপাশি পোস্ট শেয়ার করতে পারবেন।

কিভাবে ডেটা ছাড়া ফেসবুক ব্যবহার করব  ?

যখন আপনার ডাটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে কোন ঝামেলা ছাড়াই আপনার ফ্রী সেবাটি চালু হয়ে যাবে।

তারপর আপনি অ্যাপ বা ব্রাউজার দিয়ে ফেসবুক চালাতে পারবেন অনায়াসে শুধু চালানোর আগে ব্যবহার করার জন্য কিছু শর্ত আছে সেগুলোকে সম্মতি দিবেন ।

আরো পড়ুন :- টেলিটক নাম্বার দেখার উপায়

কিভাবে ডেটা ছাড়া মেসেঞ্জার  চালাবো ?

যখনই আপনার ইন্টারনেটের ডাটা শেষ হয়ে যাবে তখনই ফ্রিতে মেসেঞ্জার চালানোর অফারটি চালু হয়ে যাবে।

তারপর আপনি এখান থেকে যে কারো সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন তবে এখানে কোন ধরনের ভিডিও বা ছবি দেখতে পারবেন না পাশাপাশি ভিডিও বা অডিও কল দিতে পারবেন না।

কিভাবে ফ্রিতে  ডিসকভার ব্যবহার করব ?

ডিসকভার এটা ফেসবুকের একটি চমৎকার সেবা। আপনি এই ডিসকভার এর মাধ্যমে খুব সহজেই ডাটা ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন।

এখানে শুধু লেখা দেখতে পারবেন। কোন ধরনের ভিডিও বা ছবি দেখতে পারবেন না। এটা ব্যবহার করা একদম সহজ।

আপনি ডিসকভার অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে ফেসবুক চালাতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

যখন আপনার বাংলালিংকের ডাটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে ফ্রী সেবা আবার চালু হয়ে যাবে।

আপনি ডিসকভারি বাংলালিংক থেকে প্রতিদিন প্রায় 20 মেগাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

অন্যান্য সিম কোম্পানি যেমন গ্রামীণ, রবি তাদের থেকে বাংলালিংক এ বেশি মেগাবাইট ব্যবহার করা যাবে।

আরেকটি বিষয় : বাংলালিংক প্রত্যেকটি ফেসবুক ফ্রী সেবার মধ্যে 5 থেকে 6 টাকা পর্যন্ত চার্জ হিসাবে কেটে নিতে পারে।

ডাটা ছাড়া ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে বাংলালিংকের ডিরেক্টর এর বক্তব্য

বাংলালিংকের ডিরেক্টর আহমেদ সাকিব বলেন : গ্রাহকদের নিকট নির্বিঘ্ন ইন্টারনেট সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য গুলোর মধ্যে একটি।

বাংলালিংকের এই অংশীদারিত্ব মেটার সাথে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

তিনি আরো বলেন এখন থেকে বাংলালিংক গ্রাহক করা ডেটা ছাড়া ফেসবুক এবং ডিসকভার অনলি টেক্সট ব্যবহার করতে পারবে খুব সহজেই।

পল কিম বলেন : পুরা পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক।

তারা ডাটা শেষ হয়ে যাওয়ার কারণে ইন্টারনেট ফেসবুক থেকে ইন্টারনেটের ডাটা ছাড়া চলবে ফেসবুক ও মেসেঞ্জার বাংলালিংকে ।

ডেটা ছাড়া ফেসবুক ব্যবহারের সুবিধা কি ?

এই ফিচারটি চালু হওয়ার দ্বারা অনেক সুবিধা হয়েছে। অনেক সময় এমবি শেষ হয়ে যায়। এমবি কেনার সুযোগ থাকে না। তাই অনেক ঝামেলায় পড়তে হয়। এ ফিচারটি চালু হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে।

ডেটা ছাড়া ফেসবুক কোন কোন সিমে চালানো যায় ?

মোটামুটি সকল সিমে চালানো যায়। গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং বাংলালিংক। এই ফিচারটি প্রত্যেকটা সিমে চালানো যাবে।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment