আপনি কি ডিপিডিসি বিদ্যুৎ বিল চেক করতে চান ? তাহলে এই আর্টিকেলটা শুধু আপনার জন্য।
বিদ্যুৎ সাপ্লাই দেয়ার জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। প্রত্যেক কোম্পানির বিদ্যুৎ চেক করার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে।
যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বসবাস করে তাদের ডিপিডিসি কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই দেয়।
বিদ্যুৎ বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ । কেননা বিদ্যুৎ ছাড়া আমরা কোন কাজই করতে পারি না।
এই হিসেবে বিদ্যুৎ বিল অনেক গুরুত্বপূর্ণ। যদি সময়মতো বিদ্যুৎ বিল না দেওয়া হয় তাহলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়।
ফলে হাজারও সমস্যায় পড়তে হয়। এজন্য আমাদের বিদ্যুৎ বিল চেক করার প্রয়োজন পড়ে। অতএব এই দুই শহরের লোকদের জন্য আজ আমি ডিপিডিসি বিদ্যুৎ বিল চেক করার নিয়ম বিস্তারিতভাবে বলবো।
যাতে করে সকলেই খুব সহজে বিদ্যুৎ বিল চেক করতে পারে কোন ধরনের ঝামেলা ছাড়াই। অতএব আপনাকে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে। তাহলে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
ডিপিডিসি বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
এখানে আমি ডিপিডিসি নামক কোম্পানির বিদ্যুৎ চেক করার নিয়ম বলব। নিয়ম বলার আগে ডিপিডিসি কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাতে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এবং চেক করতে সহজ হয় চলুন আলোচনার শুরু করা যাক।
ডিপিডিসি কি ?
ডিপিডিসি একটি সংক্ষিপ্ত রূপ। এর আসল নাম হল : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এই কোম্পানি সরকারের মালিকানাধীন ভুক্ত একটি কোম্পানি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মূলত সরকারের খনিজ , বিদ্যুৎ , জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থাপনা হয়ে থাকে।
এই কোম্পানি মূলত ২০০৫ সালের ২৫ শে অক্টোবর সংঘটিত হয়। তবে গ্রাহকদের সেবা দিয়ে শুরু করেছে ২০০৭ সাল থেকে।
আর বাণিজ্যিকভাবে সকল কার্যক্রম ২০০৮ সাল থেকে শুরু করেছে। এই কোম্পানির প্রধান অফিস ঢাকায়। এই কোম্পানি সমস্ত দায়ভার এবং শেয়ারের মালিক সরকার । আশা করি এই কোম্পানির সম্পর্কে আপনি ভালোভাবে ধারনা পেয়েছেন।
ডিপিডিসি বিদ্যুৎ বিল চেক
যারা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থান করছে তাদের অনেক সময় বিদ্যুৎ বিল চেক করার প্রয়োজন পড়ে।
অর্থাৎ বিদ্যুৎ বিল বাকি আছে কিনা , বিদ্যুৎ বিল যথাযথ জমা হচ্ছে কিনা , কত টাকা বিদ্যুৎ বিল এসেছে ইত্যাদি এরকম নানান জিনিস জানার প্রয়োজন পড়ে।
তবে আপনার টেনশনের কোন কারণ নাই আপনি ঘরে বসে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
বিদ্যুৎ বিল চেক করার জন্য পুরাতন যেকোনো একটি বিদ্যুৎ বিলের কাগজ থাকলেই চলবে।
অথবা আপনার কাছে যদি কোন কাগজ না থাকে তাহলে অবশ্যই কাস্টমার নাম্বার ও গ্রাহকের নাম লাগবে। তাহলেই হয়ে যাবে। আর কিছু লাগবে না।
dpdc bill check করার জন্য প্রথম ধাপ হল : ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অর্থাৎ আপনি যদি বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ডিপিডিসি র ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ডিপিডিসি নামক অপশন এ ক্লিক করুন। আপনাকে ওয়েব সাইটে নিয়ে যাবে।
ওয়েব সাইটে যাওয়ার পর নিচের পেজের মতো একটি পেজ দেখতে পারবেন।
১. এখানে তিনটি অপশন রয়েছে। লেজার , ই-বিল , মিস-বিল।
- এই তিনটির মধ্য থেকে যদি লেজার সিলেক্ট করেন তাহলে আপনি বিগত চার বছরের বিদ্যুৎ বিল দেখতে পারবেন।
- আর যদি ই-বিল সিলেক্ট করেন। তাহলে যে কোন মাসের বিল সম্পর্কে জানতে পারবেন।
- আর যদি মিস-বিল সিলেক্ট করেন তাহলে কোন মাসে বিল যদি বাকি থাকে সেগুলো দেখতে পারবেন।
যাইহোক তিনটির মধ্যে থেকে যে কোন একটি সিলেক্ট করবেন।
২. কোন সালের ডিপিডিসি বিল দেখতে চাইছেন তা নির্ধারণ করুন।
৩. কোন মাসের বিদ্যুৎ বিল দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন।
৪. আপনার পুরাতন বিদ্যুৎ বিলের কাগজে কাস্টমার নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারটি এখানে দিতে হবে।
৫. একটি ইমেইল দিবেন।
৬. উপরে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচারটি এই খালি বক্সে লিখবেন।
৭. সবকিছু পূর্ণ করার পর এই সার্চ বাটনে ক্লিক করবেন।
অতএব আপনি যদি লেজার বিল সিলেক্ট করে থাকেন। তাহলে নিচের পেজের মত আসবে।
উপরের পেজে একসাথে কয়েক বছরের পেমেন্ট হিস্টরি দেখতে পাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আর যদি আপনি ই-বিল সিলেক্ট করেন তাহলে নিজের পেজের মতো দেখবেন।
এখানে শুধু এক মাসের বিদ্যুৎ বিল দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন।
আর যদি আপনি বিদ্যুৎ বিল বাকি আছে কিনা সেটা দেখতে চান তাহলে মিস-বিল সিলেক্ট করবেন । এরপর বাকি অন্যান্য ইনফরমেশন দিবেন। তাহলে আপনি আপনার বাকি বিল দেখতে পারবেন।
বিকাশের মাধ্যমে ডিপিডিসি বিদ্যুৎ বিল চেক করুন ।
এজন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ অ্যাপ এ প্রবেশ করতে হবে। অ্যাপের হোম স্কিন থেকে পে বিল নামক অপশন ক্লিক করবেন। নিচের দেওয়া পেজের মতো একটি পেজ আসবে।
এরপর বিদ্যুৎ অপশন এ ক্লিক করবেন। এরপর নিচের দেওয়া পেজের মতো একটি পেজ আসবে।
এরপর একটু স্ক্রল করে নিচে যাবেন এরপর ডিপিডিসি লেখা দেখতে পারবেন। যদি আপনার Prepaid হয় তাহলে কাস্টমারের নাম্বার দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে । এটা আপনি পুরাতন কাগজের মধ্যে দেখতে পারবেন।
আর যদি postpaid হয় তাহলে কনজুমার নাম্বার দিতে হবে। এটা আপনি পুরাতন কাগজের মধ্যে দেখতে পারবেন।
এরপর কোন মাসের বিদ্যুৎ বিল দেখতে চাচ্ছেন সেটা উপর ক্লিক করবেন। তাহলে বিদ্যুৎ বিল খুব সহজেই দেখতে পারবেন ।
ডিবিসিডি বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দেওয়ার নিয়ম
উপরের পদ্ধতি গুলো অনুসরণ করে যখন আপনি বিদ্যুৎ বিল চেক করবেন সেখানে বিদ্যুৎ বিল দেওয়ার অপশন পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজেই আপনি বিদ্যুৎ বিল দেখতে পারবেন।
- অর্থাৎ সর্বপ্রথম বিকাশ অ্যাপ এ প্রবেশ করতে হবে। অ্যাপের হোম স্কিন থেকে পে বিল নামক অপশন ক্লিক করবেন।
- এরপর বিদ্যুৎ অপশন এ ক্লিক করবেন।
- এরপর একটু স্ক্রল করে নিচে যাবেন এরপর ডিপিডিসি লেখা দেখতে পারবেন। যদি আপনার Prepaid হয় তাহলে কাস্টমারের নাম্বার দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে । এটা আপনি পুরাতন কাগজের মধ্যে দেখতে পারবেন। আর যদি postpaid হয় তাহলে কনজুমার নাম্বার দিতে হবে। এটা আপনি পুরাতন কাগজের মধ্যে দেখতে পারবেন।
- এরপর কোন মাসের বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন।
এভাবেই খুব সহজেই বিকাশের মাধ্যমে বিল দিতে পারবেন ।
পরিশেষে বলব :
উপরে ডিপিডিসি বিদ্যুৎ বিল চেক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আশাকরি আপনি উপকৃত হয়েছেন ।
এবং এই লেখাটি আপনার ভালো লেগেছে । অতএব যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।