টুইটার একাউন্ট খোলার নিয়ম খুব সহজেই

আপনি কি জানতে চান টুইটার একাউন্ট খোলার নিয়ম ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

টুইটার হল ফেসবুকের মতোই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর ফেসবুকের মতোই যে কারো সাথে যোগাযোগ করা যায়। বিশেষ করে বড় বড় সেলিব্রিটিরা এখানে একটিভ থাকে।

অর্থাৎ বিভিন্ন অভিনেতা , রাজনীতিবিদ, বিজনেসম্যান টুইটারে তারা একটিভ থাকে। ফেসবুকের মতো এখানেও মার্কেটিং করা যায়।

এবং প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। দিন দিন টুইটার এর চাহিদা বেড়েই চলছে।

অতএব আজ আমি টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমি আরো বলবো কিভাবে আপনি টুইটার থেকে ইনকাম করতে পারবেন ? আশাকরি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন ।

টুইটার একাউন্ট খোলার নিয়ম 2024

আপনি চাইলে মোবাইল অ্যাপ বা মোবাইলের ব্রাউজারের মাধ্যমে খুলতে পারেন অথবা কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে খুলতে পারবেন। দোনো ক্ষেত্রে একই সিস্টেম।

মোবাইল দিয়ে একাউন্ট খোলার নিয়ম

যদি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে খুলতে চান তাহলে প্লে স্টোর থেকে টুইটার ডাউনলোড করবেন। তারপর ওপেন করলেই Create account ওই জায়গায় ক্লিক করবেন।

টুইটার একাউন্ট খোলার নিয়ম এর মধ্যে কয়েকটি জিনিস লাগে

  • নাম।
  • ফোন নাম্বার অথবা ইমেইল আইডি।
  • জন্ম তারিখ।

এরপর দুইবার নেক্সট এ ক্লিক করুন। তারপর সাইনআপ অপশনে ক্লিক করুন। একটি মেসেজ যাবে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে মোবাইলে মেসেজ যাবে।

আর যদি ইমেইল দিয়ে করেন তাহলে ইমেইলে যাবে। সে মেসেজে একটি কোড পাবেন সে কোডটি দিয়ে দিবেন।

তারপর নেক্সট দিবেন তারপর আপনার পাসওয়ার্ডটি সেট করবেন। এভাবে আপনার টুইটার একাউন্ট তৈরি হয়ে যাবে।

এরপর আপনার টুইটার অ্যাকাউন্টটি সেটআপ করতে হবে। প্রথমে পিকচার সেট করতে হবে।

তারপর নিজের সম্পর্কে একটি বর্ণনা দিতে হবে। তারপর ভাষা সিলেক্ট করতে হবে।

তারপর অনেকগুলো ক্যাটাগরি থাকবে সেগুলো থেকে আপনার পছন্দনীয় ক্যাটাগরি বাছাই করতে বলবে।

আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সে অনুযায়ী বিভিন্ন বিষয়ে আপনাকে টুইটার সাজেস্ট করবে। তারপর বিভিন্ন লোকদেরকে ফলো করতে বলবে।

তারপর নোটিফিকেশন অপশন চালু করতে বলবে। তারপর Let’s go  সেখানে ক্লিক করলেই আপনার টুইটারের হোমপেজে নিয়ে যাবে। এভাবে আপনার পরিপূর্ণ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।

কম্পিউটার দিয়ে টুইটার একাউন্ট খোলার নিয়ম

আর যদি কম্পিউটারে হয় অথবা মোবাইল ব্রাউজারে হয় তাহলে twitter.com লিখে সার্চ দিবেন। তারপর যেখানে লেখা দেখবেন sign up সেখানে ক্লিক করবেন।

তারপর থেকে মোবাইলে হোক অথবা কম্পিউটারে হোক অথবা অ্যাপ এর মধ্যে হোক সব জায়গায় একই সিস্টেম।

টুইটার ব্যবহারের নিয়ম

টুইটার ব্যবহারের জন্য কয়েকটি নিয়ম / বিষয় রয়েছে। সেই বিষয় সম্পর্কে জানলে আপনি টুইটার ব্যবহারে পারদর্শী হয়ে যাবেন।

  • Tweet অর্থাৎ টুইটারে কোন জিনিসকে পোস্ট করাকে টুইট বলে। ইচ্ছে করলে আপনি ফেসবুকের মত ছবি , ভিডিও , অডিও ইত্যাদি শেয়ার করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে একটি টুইটের মধ্যে 140 টি শব্দের বেশি লেখা যায় না।
  • Retweet অর্থাৎ অন্যের টুইট করা পোস্ট শেয়ার করাকে রিটুইট বলে। এটা আপনার টুইটার প্রোফাইল এ দেখানো হবে। এর মাধ্যমে আপনার ফলোয়াররা এই পোস্টটি দেখতে পারবে।
  • Follow অর্থাৎ যদি আপনি কারো ফলো বাটন এ ক্লিক করেন তাহলে আপনি ঐ ব্যক্তির প্রত্যেকটি টুইট এবং পোস্ট এর নোটিফিকেশন পাবেন।

উপরে খোলার নিয়ম জানার পর আপনাকে অবশ্যই টুইটার ব্যবহারের নিয়ম জানতে হবে তাহলে কোন প্রবলেম ছাড়াই টুইটার একাউন্ট ব্যবহার করতে পারবেন ।

টুইটার ব্যবহারের কি কি উপকারিতা রয়েছে ?

টুইটার ব্যবহারের অনেকগুলো কারিকার রয়েছে।

  • পুরো পৃথিবীর নতুন নতুন সংবাদ টুইটারের মাধ্যমে খুব সহজেই এবং তাড়াতাড়ি জানতে পারবেন।
  • খুব সহজেই আপনি আপনার বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসকে টুইটারের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন।
  • ফেসবুকের মত পেইড মার্কেটিং করে কোটি কোটি লোকের কাছে আপনার বিজনেসটাকে পৌছাতে পারবেন।
  • বড় বড় , বিখ্যাত ও প্রসিদ্ধ ব্যক্তিদের সাথে কানেক্ট থাকতে পারবেন।
  • খুব সহজেই টুইটার থেকে ইনকাম করতে পারবেন।

টুইটার থেকে আয়

টুইটার থেকে আয়

টুইটার থেকে আয় করা অনেকগুলো পদ্ধতি রয়েছে :

  1. টুইটারে নিজের প্রোডাক্ট বিক্রি করে আয় করা যায়
  2. my likes এর অ্যাড ব্যবহার করে টুইটার থেকে আয় করা যায় । এটা অন্যতম একটি মাধ্যম।
  3. টুইটার একাউন্ট বিক্রি করে আয় করা যায়।
  4. sponsored tweets এর মধ্যমে টুইটার থেকে আয় করা যায়। তবে এর জন্য শর্ত হল কমপক্ষে 50 জন ফলোয়ার থাকতে হবে এবং 100 টি পোস্ট থাকতে হবে।
  5. এফিলিয়েট মার্কেটিং করে টুইটার থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায়।

পরিশেষে বলব: উপরে উল্লেখিত টুইটার একাউন্ট খোলার নিয়ম এবং টুইটার ব্যবহারের নিয়ম যদি ফলো করেন

তাহলে আপনি টুইটার একাউন্ট সেটআপ করতে পরিপূর্ণভাবে সফল হবেন পাশাপাশি টুইটার থেকে আয় করতে পারবেন।

যদি আমার লেখা আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

আরো পড়ুন :-

  1. অনলাইনে পণ্য বিক্রয় করে আয় করুন খুব সহজেই
  2. শেয়ার বাজার কিভাবে কাজ করে ?

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

2 thoughts on “টুইটার একাউন্ট খোলার নিয়ম খুব সহজেই”

Leave a Comment