জুম মিটিং কিভাবে করতে হয় খুব সহজে ২০২৪ | কিভাবে জুম আইডি খুলব

আপনি কি জুম মিটিং কিভাবে করতে হয় এ সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

বর্তমান সময়ে জুম অ্যাপটি অনলাইন মিটিং এর ক্ষেত্রে মানুষ বেশি ব্যবহার করছে।

তবে গ্রুপ ভিডিও চ্যাটিং এর ক্ষেত্রেও জনপ্রিয়তা লাভ করেছে। আর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল : এটা ব্যবহার করতে অনেক সহজ।

আজ আমি জুম অ্যাপ ও জুম মিটিং কিভাবে করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাতে করে খুব সহজে মিটিং করতে পারেন ।

জুম মিটিং কিভাবে করতে হয়

জুম মিটিং কিভাবে করতে হয় ?

এখানে জুম মিটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । পাশাপাশি সুক্ষ সুক্ষ বিষয় তুলে ধরা হয়েছে । যাতে করে কোন ধরনের সমস্যা না হয় ।

জুম অ্যাপের বৈশিষ্ট্য

  •  এর সিকিউরিটি ব্যবস্থা অনেক হাই কোয়ালিটি।
  • জুম অ্যাপ এর মধ্যে 100 থেকে 1000 লোককে একসাথে সংযুক্ত করা যায়। এটি অনেক বড় একটি সুবিধা। তবে ফ্রী প্ল্যান এর ক্ষেত্রে 100 জনের উপরে মিটিং করা যায় না।
  • কেউ আপনার মিটিংয়ে ঢুকতে পারবে না আপনার অনুমতি ছাড়া ।
  • অনির্দিষ্টকাল পর্যন্ত আপনি আপনার মিটিং চালাতে পারবেন। অর্থাৎ ইচ্ছা করলে এক ঘন্টা চালাতে পারবেন আবার ইচ্ছা করলে 5 ঘন্টা ও চালাতে পারবেন। তবে ফ্রী প্ল্যান এর ক্ষেত্রে এ সুযোগটা পাবেন না। বরং ফ্রী প্লেনের ক্ষেত্রে নির্দিষ্ট সময় আছে। এর বেশি মিটিং চালাতে পারবেন না।
  • ইচ্ছে করলে আপনি আপনার মিটিং কে রেকর্ড করতে পারবেন।
  • জুম মিটিং এর মধ্যে ইচ্ছা করলে যে কারো স্ক্রিন শেয়ার করে তার সমস্ত কাজ দেখতে পারবেন।
  • মিটিং চলা অবস্থায় যে কারো সাথে প্রাইভেট ভাবে চ্যাটিং করতে পারবেন।

জুম অ্যাপ কি ?

এমন একটি হাই সিকিউরিটি সমৃদ্ধ সফটওয়্যার যার মাধ্যমে আপনি ভিডিও কল , মিটিং , ভিডিও চ্যাট ইত্যাদি এই সমস্ত জিনিস করতে পারবেন।

আরো পড়ুন :  ইন্টারনেট কিভাবে কাজ করে ?

জুম অ্যাপ কিভাবে ডাউনলোড করব ?

জুম অ্যাপ মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় আবার কম্পিউটার এর জন্য ডাউনলোড করা যায়।

যদি আপনি কম্পিউটারের জন্য জুম অ্যাপ টি ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করুন : কম্পিউটারের জন্য জুম অ্যাপ 

আর যদি মোবাইল এর জন্য ডাউনলোড করতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। মোবাইল এর জন্য জুম অ্যাপ

কিভাবে জুম আইডি খুলব এবং zoom app কিভাবে ব্যবহার করব ?

জুম অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করার পর

যদি মোবাইলে হয় জুম অ্যাপ
তাহলে তিনটি অপশন দেখতে পারবেন। নিচের পেজ এর মত আসবে।

জুম মিটিং কিভাবে করতে হয়

যেহেতু আপনি ফাস্ট একাউন্ট খুলছেন অতএব আপনি সাইন আপ অপশন এ ক্লিক করবেন ।

তারপর আপনার জন্ম তারিখ চাবে। আপনার জন্ম তারিখ দেওয়ার পর আপনাকে আর একটি পেজে নিয়ে যাবে ।

ইমেল আইডি এবং ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে sign up অপশনে ক্লিক করবেন। আপনি যে ইমেইল দিয়েছিলেন সেই ইমেইলে একটি মেসেজ যাবে।

Activate Account এ ক্লিক করলেই আপনার একাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তবে সাথে সাথে আপনাকে জুম অ্যাপ এর ওয়েবসাইটে নিয়ে যাবে।

এখানে আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করে I am not a robot এর উপরে ক্লিক করে ক্যাপচা পুরন করুন।

ক্যাপচার নিচে একটি লেখা আছে সেটা হল are you signing up on behalf of a primary of secondary …এই লেখার ক্ষেত্রে No অপশন ক্লিক করবেন।

তারপর continue-তে ক্লিক করবেন। তারপর একটি পেজ আসবে সেখানে skip অপশনে ক্লিক করবেন।

এভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই সিস্টেমে আপনার জুম আইডি খোলা হয়ে যাবে।

তারপর অ্যাপের মাধ্যমে সাইন ইন অপশন এ ক্লিক করে জুম মিটিং এর ভিতরে ঢুকে যাবেন। এই সিস্টেম টা ছিল মোবাইলের ক্ষেত্রে।

আর যদি কম্পিউটারে হয় জুম অ্যাপ তাহলে ২টি অপশন দেখাবে।

  • join a meeting
  • sign in

আপনি সাইন-ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ডান পাশে নিচে sign up অপশন আছে। সেই সাইনআপ অপশনে ক্লিক করবেন।

তারপর সরাসরি আপনাকে জুম অ্যাপ এর ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর।নিচের পেজ এর মত আসবে।

জুম মিটিং কিভাবে করতে হয়

তারা আপনার কাছে আপনার জন্ম তারিখ জানতে চাবে। জন্মতারিখ দিলে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করতে বলবে।

তারপর আগে যে সিস্টেম বলা হয়েছে মোবাইলের ক্ষেত্রে ঠিক সেই সিস্টেমগুলো কম্পিউটার ক্ষেত্রেও ।

সেগুলো ফলো করলেই কম্পিউটারের মধ্যে আপনি জুম আইডি খুলতে পারবেন।

জুম মিটিং কিভাবে করতে হয় ?

জুম মিটিং প্রথমত দুই ধরনের হতে পারে।

  1. কারো মিটিংয়ে অংশগ্রহণ করা
  2. নিজেই মিটিং পরিচালনা করা।

কারো মিটিং এ অংশগ্রহণ করার ক্ষেত্রে

এ ক্ষেত্রে নিয়ম হলো। যখনই আপনি জুম মিটিং অ্যাপস এ প্রবেশ করবেন। Join নামক অপশনে ক্লিক করবেন।

তারপর একটি পেজ আসবে যেখানে আপনাকে মিটিং আইডি দিতে হবে। কেননা প্রত্যেক মিটিং এর জন্য আলাদা একটি আইডি থাকে।

সেই মিটিং আইডি পেস্ট করে আপনি মিটিংয়ে জয়েন হতে পারবেন।

নিজেই মিটিং পরিচালনা করার ক্ষেত্রে

যখনই আপনি জুম মিটিং অ্যাপস এ প্রবেশ করবেন। New meeting অথবা schedule এ ক্লিক করে নতুন মিটিং শুরু করতে পারবেন।

যখনই আপনি মিটিং শুরু করবেন তখনই আপনি একটি মিটিং আইডি পাবেন।

এই মিটিং আইডি ঐ সমস্ত ব্যক্তিদের কাছে শেয়ার করবেন যাদেরকে আপনি আপনার মিটিং এ প্রবেশ করাতে চাচ্ছেন।

ফলে তারা এই মিটিং আইডির মাধ্যমে আপনার মিটিংয়ে জয়েন হতে পারবে।

পরিশেষে বলব : আমি এতক্ষণ জুম মিটিং কিভাবে করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।আশা করি আপনি সমস্ত আর্টিকেলটি পড়েছেন এবং উপকৃত হয়েছে।

এজন্য অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন। এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment