কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করুন সেরা ১৩টি ওয়েবসাইট থেকে

আপনার কি প্রয়োজন কপিরাইট ফ্রি ভিডিও ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

আমরা যখনই কোন ভিডিও বানাতে চাই তখনই ভিডিও এর প্রয়োজন পড়ে।

কেননা ভিডিও বানাতে গেলে ছোট ছোট ভিডিও এর ক্লিপ লাগে । অর্থাৎ এমন সব ভিডিও লাগে  যাতে করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কোনো সমস্যা না হয়।

তাই আমাদের প্রয়োজন এমন কিছু কপিরাইট ফ্রি ভিডিও সাইট যাতে করে আমরা সেখান থেকে ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারি ।

তাই আজ আমি কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব।

যাতে করে খুব সহজেই আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আশা করি আপনি সমস্ত আর্টিকেলটি পড়বেন। চলুন আলোচনা শুরু করা যাক।

Table of Contents

কপিরাইট ফ্রি ভিডিও কেন ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে ব্যবহার করবেন ?

আপনি যদি একজন ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও ক্রিয়েটর হন। তাহলে অবশ্যই আপনি জানেন যে কপিরাইট নামে একটি আইন রয়েছে।

অর্থাৎ আপনি যদি কারো ভিডিও বা কোন ইমেজ ব্যবহার করেন তাঁর অনুমতি ছাড়া তাহলে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন।

অর্থাৎ তাদের অনুমতি ছাড়া কপি করলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে পড়বে।

এটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেক ক্ষতিকারক। অতএব এই কপিরাইট থেকে বাঁচার জন্য একটি মাধ্যম গ্রহণ করতে পারেন সেটা হলো অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রি ভিডিও পাবেন বা ইমেজ পাবেন সেখান থেকে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের ক্লিপ গ্রহণ করতে পারেন।

এর ফলে আপনার চ্যানেল কোন ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। আর এই ভিডিওগুলো আপনি আপনার সম্পূর্ণ ভিডিওতে ব্যবহার করতে পারেন অথবা মাঝে মাঝে ও ব্যবহার করতে পারেন এখানে কোন নিয়ম বাধা নেই।

ভিডিও ডাউনলোড করার নিয়ম কি ?

আমি যে ওয়েবসাইটগুলো দিয়েছি সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্ক এ ক্লিক করবেন। সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। কিছু সাইট রয়েছে যেগুলোতে কোন ধরনের ঝামেলা ছাড়াই আপনার পছন্দমত ডাউনলোড করতে পারবেন।

অর্থাৎ যে ভিডিওটা আপনার পছন্দ হবে সে ভিডিওর উপর ক্লিক করবেন তাহলে সেখানে ডাউনলোড লিখা অপশন পাবেন। তারপর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন।

তবে কিছু কিছু সাইট রয়েছে যেখানে সর্বপ্রথম আপনাকে একাউন্ট খুলতে হবে। জন আপনি যেকোনো একটি ইমেইল ব্যবহার করে খুলতে পারেন অথবা ফেসবুকের মাধ্যমে হোক হতে পারে। তারপর আপনি আপনার পছন্দমত ভিডিও ডাউনলোড করবেন।

কপিরাইট ফ্রি ভিডিও

কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট ২০২২

আমি আপনাদেরকে ১৩টি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন

এবং এই ভিডিওগুলো আপনারা চাইলে ইউটিউবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে ফেইসবুকে ব্যবহার করতে পারবেন। কোন ধরনের সমস্যা হবে না।

১. pexels হলো ফ্রি ভিডিও ডাউনলোড সাইট

এই ওয়েবসাইটটি অনেক ভালো এবং উন্নত মানের ।

পিক্সেল ওয়েবসাইটের বৈশিষ্ট্য

  1. পার্সোনাল এবং কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারবেন।
  2. হাই কোয়ালিটির ভিডিও পাবেন।
  3. প্রচুর ভিডিও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির।
  4. ভিডিওর পাশাপাশি মিউজিক আছে
  5. এখানে শুধু ছোট ভিডিও না বরং বড় ভিডিও আছে
  6.  আপনি প্রচুর পরিমাণে ভার্টিকাল ভিডিও পাবেন। ফলে আপনি টিকটক, ইনস্টাগ্রাম , ফেসবুক , টুইটার , ইত্যাদি নানান সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।
  7. এখানে আপনি ভিডিওর পাশাপাশি ছবিও পাবেন যা আপনি ডাউনলোড করতে পারবেন।
  8. আপনি যে সমস্ত কপিরাইট ফ্রি ছবি বা ভিডিও ব্যবহার করছেন। এ সমস্ত ভিডিও বা ছবির জন্য এই ছবির বা ভিডিও এর মালিক কে কোন প্রকার ক্রেডিট দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনি ইচ্ছা করলে ক্রেডিট দিতে পারবেন।
  9. আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও এই পিক্সেলস সাইটটি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন : প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো

২. Pixabay হলো কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট

এই ওয়েবসাইটটি ও অনেক উন্নত মানের এবং অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট।

 Pixabay এর বৈশিষ্ট্য

  • এখানে অনেক হাই কোয়ালিটির ভিডিও পাবেন। তবে হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করার জন্য তাদের ওয়েবসাইটে লগইন করতে হবে। আর কিছু করতে হবে না। কোন টাকাও লাগবেনা।
  • এখানে আপনি ৩৬০ পিক্সেল থেকে 4k ফরমেট পর্যন্ত copyright free video download করতে পারবেন।
  • এই ওয়েবসাইটটি মূলত কপিরাইট ফ্রি পিকচারের জন্য জনপ্রিয়। তবে এখানে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে।
  • এখান থেকে মিউজিক ডাউনলোড করতে পারবেন ।
  • কোন ভিডিওর জন্য আপনাকে ক্রেডিট দিতে হবেনা ওই ভিডিওর মালিককে
    এই ভিডিও গুলো আপনি আপনার ইউটিউব চ্যানেল , ওয়েবসাইট , ফেসবুক ইত্যাদি বিভিন্ন জায়গায় অনেক ব্যবহার করতে পারবেন।
  • এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রচুর ভিডিও পাবেন।
  • এখানে আপনি ছোট ছোট ভিডিও এর পাশাপাশি বড় বড় ভিডিও পাবেন।

৩. coverr  নামক ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট

এই ওয়েবসাইটটি যথেষ্ট পরিমাণ ভালো ।

coverrওয়েবসাইটের বৈশিষ্ট্য

  1. এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে আলাদা আলাদা করে।
    ট্রেন্ডিং ক্যাটাগরিও রয়েছে
  2. এখানে এনিমেশন রিলেটেড ভিডিও পাওয়া যায়।
  3. এই ওয়েবসাইটে যত ভিডিও আছে সমস্ত ভিডিও কপিরাইট ফ্রী। অতএব এখান থেকে কপিরাইট ফ্রি হিসেবে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
  4. এই সাইটের যত ভিডিও আছে কোন ভিডিও জন্য ওই ভিডিওর মালিককে ক্রেডিট দিতে হবে না।
  5. ভিডিও গুলো আপনি যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ব্যবহার করতে পারবেন অনায়াসে। কোন প্রকার ঝামেলা ছাড়াই।

৪. mazwai এই ওয়েবসাইটটি ও অনেক ভালো মানের

 mazwai এর বৈশিষ্ট্য

  • এই ওয়েবসাইটে ও Free stock video clips আছে।
  • পাশাপাশি Hand-picked by experts রয়েছে ।
  • এখানে এডিট করা ভিডিও আপলোড করা হয়।
  • যারা মোটিভেশন এবং এডুকেশন ভিডিও বানাতে চায় তাদের জন্য এই ওয়েবসাইটটি অনেক কাজে দিবে। কারণ এখানে এমন কিছু জিনিস আছে যা ভিডিওর সাথে ম্যাচ করবে।
  • এখানে আপনি হাই কোয়ালিটি ভিডিও পাবেন।
  • আপনি ফেসবুক , ইউটিউব ইত্যাদি নানান সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।
    আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে

৫. Vidlery হলো ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড

এই ওয়েবসাইটটি যথেষ্ট পরিমাণ ভালো ।
 ওয়েবসাইটের বৈশিষ্ট্য

  1. এই ওয়েবসাইটে প্রচুর এনিমেশন ভিডিও দেওয়া আছে। খুব সহজেই ব্যবহার করা যায়।
  2. এখানে কোনো লাইসেন্স এর ঝামেলা নাই।
  3. বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে পাবেন।

৬. Videvo নামক কপিরাইট ফ্রি ওয়েবসাইট

এই ওয়েবসাইটটি অনেক ভালো ।

Videvo ওয়েবসাইটের বৈশিষ্ট্য

  • এখানে লগইন করা সহজ।
  • অনেকদিন ধরে অনলাইনে আছে।
  • এখানে Popular HD & 4K ভিডিও পাবেন
  • সাথে music tracks এবং motion graphics ও সাউন্ড ইফেক্ট পাবেন।
  • সাথে প্রিমিয়াম কালেকশন পাবেন। তবে ক্রেডিট দিতে হয় অনেক ভিডিওতে ।
  • বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে পাবেন।

৭. videezy  হলো কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট

কপিরাইট ফ্রি ভিডিও
কপিরাইট ফ্রি ভিডিও

এই ওয়েবসাইটটি যথেষ্ট পরিমাণ ভালো মানের।
 videezy এর বৈশিষ্ট্য

  1. এটা এমন এক ভিডিও ওয়েবসাইট যে, এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পাওয়া যায়
  2. এইচডি স্টক ফুটেজ পাবেন
  3. 4k ভিডিও পাবেন।
  4. পাশাপাশি নতুন নতুন কালেকশন গুলো দেখতে পারবেন এবং ব্যবহার করতে ও পারবেন।
  5. এই ওয়েবসাইটে জয়েন হওয়ার জন্য আপনি চাইলে ফেসবুক দিয়ে জয়েন হতে পারেন অথবা ইমেইল দিয়েও হতে পারেন।
  6. এই ওয়েবসাইটে এনিমেশন ভিডিও দেওয়া আছে।
  7. এইওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ক্রেডিট দিতে হবে। ইচ্ছে করলে আপনি
  8. এই ওয়েবসাইটের নাম এর ক্রেডিট দিতে পারেন অথবা ওই ভিডিওর মালিককেও ক্রেডিট দিতে পারেন।

৮. vidsplay  নামক কপিরাইট ছাড়া ভিডিও

এই ওয়েবসাইটটি ভালো  এবং চমৎকার ।
 vidsplay ওয়েবসাইটের বৈশিষ্ট্য

  • এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অনেক সহজ।
  • এখানকার অধিকাংশ ভিডিও এর রেজুলেশন 1920×1080 এবং format হলো MP4
  • এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পাবেন।

৯. Dareful হলো এই ওয়েবসাইটটি অনেক ভালো ।
 vidsplay এর বৈশিষ্ট্য

  • এখানে অনেক ভিডিও পাবেন।
  • তবে সবচেয়ে মজার কথা হল এখানে হাই কোয়ালিটির ভিডিও পাবেন।
  • বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে পাবেন।

১০. Life of vids  নামক কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড

ওয়েবসাইটটি অনেক চমৎকার ।

vids ওয়েবসাইটের বৈশিষ্ট্য

  1. এখানে অনেক ক্যাটাগরি পাবেন।
  2. বিভিন্ন ধরনের কালেকশন পাবেন।
  3. সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনি নিজের কালেকশনও সাবমিট করতে পারবে।
  4. বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে পাবেন।

১১. Mixkit এই ওয়েব সাইটটি অনেক চমৎকার এবং ভালো ‌

কপিরাইট ফ্রি ভিডিও

Mixkit এর বৈশিষ্ট্য

  1. আপনি এখানে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টেমপ্লেট পাবেন। যেমন after effects, premiere pro ইত্যাদি।
  2. এখানে অনেক কপিরাইট ফ্রি মিউজিক আছে
  3. এখানে অনেক সাউন্ড ইফেক্ট আছে
  4. কোন ভিডিও এবং কোন মিউজিক এবং টেমপ্লেট এর জন্য কোন প্রকার ক্রেডিট দিতে হয় না।
  5. দুই ধরনের লাইসেন্স ব্যবহার করা হয়েছে। (ক) যে সমস্ত ভিডিওর পাশে stock video free licence নোট দেয়া থাকবে সে সমস্ত ভিডিও ইউটিউব , ফেসবুক ইত্যাদি নানান সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন কোন ক্রেডিট ছাড়াই । (খ) যেসব ভিডিও পাশে step video restricted licence নোট দেওয়া থাকবে ঐ সমস্ত ভিডিও ফেসবুক ইউটিউব ইত্যাদি নানান সোশ্যাল মিডিয়ায় মনিটাইজ এর কাজে ব্যবহার করতে পারবেন না। শুধু ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে।

১২. splitshire হলো নো কপিরাইট ভিডিও সাইট

এই সাইট অনেক চমৎকার। এখানে আপনি হাই কোয়ালিটি ভিডিও এবং হাই রেজুলেশনের ইমেজ পাবেন। আপনি আপনার কাজের জন্য নানান ধরনের ভিডিও এবং ইমেজ খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে তা ব্যবহার করতে পারবেন। কোন ধরনের কপিরাইট ক্লেইম আসবে না।

বৈশিষ্ট্য

  • হাই কোয়ালিটি ইমেজ
  • হাই কোয়ালিটি ভিডিও

ইত্যাদি আরও নানান ধরনের বৈশিষ্ট্য রয়েছে।

১৩. pikwizard হলো কপিরাইট ফ্রী ভিডিও ডাউনলোড

এই সাইটটি চমৎকার একটি সাইট।

pikwizard ওয়েবসাইটের বৈশিষ্ট্য

  • বিভিন্ন ক্যাটাগরির প্রচুর ভিডিও পাবেন
  • এখানে আপনি এনিমেশন ভিডিও পাবেন
  • animals এর ভিডিও পাবেন ।
  • art এর ভিডিও পাবেন ।
  • এখানে প্রত্যেকটি ভিডিওর মধ্যে লেখা থাকবে ক্রেডিট দিতে হবে কিনা

পরিশেষে বলব : এই ছিল সেরা ১৩ টি কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট । আশা করি অল্প কিছু হলেও জানাতে সক্ষম হয়েছি। যদি এ গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ।

কপিরাইট ফ্রি ভিডিও ব্যবহার করলে কি কোন সমস্যা হবে ?

কোন ধরনের সমস্যা হবে না। অতএব আপনি নির্দ্বিধায় ভিডিও গুলো ব্যবহার করতে পারেন অথবা ইমেজগুলো ব্যবহার করতে পারেন।

কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবো ?

বর্তমান সময় অনেক নামকরা নামকরা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং সেগুলো খুব সহজেই আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
আমি এখানে প্রায় ১৩ টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। এগুলো ফলো করলে খুব সহজেই আপনি ভিডিও পেয়ে যাবেন।

Leave a Comment