ইসলাম ধর্মের উৎপত্তি কবে ও ইসলাম ধর্মের প্রবর্তক কে ?

আপনি ইসলাম ধর্মের উৎপত্তি সম্পর্কে জানতে চান ?  তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

অধিকাংশ মানুষের ধারণা ইসলাম ধর্মের উৎপত্তি চৌদ্দশ বছর আগে। প্রকৃতপক্ষে মানুষের ধারণা ঠিক নয়।

কেননা ইসলাম এসেছে বহু আগেই । আগে থেকেই ইসলাম ধর্মের প্রচারনা শুরু হয়।

আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসলাম ধর্মের সর্বশেষ প্রচারক।

আজ আমি আপনাদের কথা ভেবে ইসলাম ধর্মের উৎপত্তি কবে এ ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করব।

তাই অবশ্যই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। চলুন আলোচনা শুরু করা যাক।

ইসলাম ধর্মের উৎপত্তি

ইসলাম ধর্মের উৎপত্তি কখন ?

দুনিয়ার সর্বপ্রথম ধর্ম ইসলাম। এ ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরত আদম (আঃ) কে দিয়ে ইসলামের উৎপত্তি করেন।

তিনি একজন নবী ছিলেন। ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় যে,আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়।

আল্লাহ দয়ালু এবং তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। আল্লাহ তায়ালার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম  । ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শুধু মক্কা মদিনা মিশর ইত্যাদি

শুধু আরব দেশগুলোর জন্য নয় বরং পৃথিবীর সকল দেশের জন্য। সকল জাতির জন্য চাই সে ধনী হোক অথবা গরিব হোক। সকলের জন্যই ইসলাম।

আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য অনেক নবী পাঠিয়েছেন।

এবং তাদের উপর আসমানী কিতাব নাযিল হয়েছে এবং বিভিন্ন রকম নিদর্শন দিয়েছিলেন। কোরআন হল ইসলামের প্রধান ধর্মগ্রন্থ এবং সর্বশেষ আসমানী নাযিলকৃত কিতাব।

এটা অবতীর্ণ হয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে।

আমাদের পূর্বের প্রত্যেকটা জাতি যখনই তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে।

ঠিক তার পরেই নতুন একজন প্রচারক অর্থাৎ নবী এসেছেন ইসলাম নিয়ে।

কিন্তু মানুষ অনেক অকৃতজ্ঞ। তারা আল্লাহকে সৃষ্টি কর্তা হিসেবে মেনে নিতে পারেনি। তারা তাদের ধর্মকে পরিবর্তন করে ফেলেছে।

আর আল্লাহ তা’আলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন অবতীর্ণ করে এটা ঘোষণা দিয়েছেন যে।

এ কোরআন আমি রক্ষা করব কেউ পরিবর্তন করতে পারবে না।

ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা।  ইবাদতের পাশাপাশি লেন-দেন, পারস্পরিক আচার-আচরণ, আত্মীয়তা রক্ষা করা ইত্যাদি নানান বিষয় ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত।

 Read more : তাহাজ্জুদ নামাজের নিয়ম ও সময়: সঠিক উপায়ে বিস্তারিতভাবে জানুন !

ইসলাম ধর্মের প্রবর্তক কে ?

ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহতালা নিজে। এরপর আল্লাহ তায়ালা হযরত আদম আদম (আঃ) এর মাধ্যমে পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচারণা শুরু করেন। এ হিসেবে তিনি হলেন ইসলাম ধর্মের প্রবর্তক।

ইব্রাহিম (আঃ) এর মাধ্যমে প্রথম ইসলাম নামের প্রচলন হয়। তিনি ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলাম ধর্মের পূর্ণতা লাভ করেছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সর্বশেষ এবং পরিপূর্ণ বিধান নাযিল করেন।

আর আগের সমস্ত বিধি-বিধান কে বাতিল করা হয়। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে পরিপূর্ণ ধর্ম হিসেবে বাস্তবায়ন করেছেন। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন।

ইসলাম ধর্মের বয়স কত ?

অনেকে বলে ইসলাম শুরু হয়েছে আদম (আঃ) থেকে। আবার অনেকে বলে ইসলাম শুরু হয়েছে ইব্রাহিম (আঃ) থেকে।

আবার অনেকে বলে ইসলাম শুরু হয়েছে নবী করীম (সাঃ) থেকে। এরকম বিভিন্ন মতামত দেখা দিয়েছে। একটি সমাধান দরকার। সে সমাধান হলো :

যখন আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করার পরিকল্পনা নিলেন। যে আমি স্রষ্টা , আমি সৃষ্টি করতে পারি। আমার সৃষ্টির মধ্যে অনেক সুন্দর মাহাত্ম্য রয়েছে।

এই প্লেনিংটা কারো কাছ থেকে এপ্রুভাল করার দরকার নেই। সঙ্গে সঙ্গে আদেশ এবং সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু।

সৃষ্টি কিভাবে চলবে ? এ ব্যাপারে সঙ্গে সঙ্গে আল্লাহ তায়ালা গাইডলাইন দিয়ে দিলেন। এই গাইডলাইন গুলো হচ্ছে ইসলাম।

অতএব ইসলাম ধর্ম মতে পৃথিবীর বয়স কত এ ব্যাপারে আসল উওর হলো : সৃষ্টির বয়স যত ইসলামের বয়স তত। এটা নিয়ে মতভেদ তৈরি করার কোন কারণ নেই। আশা করি আপনি ভালভাবে বুঝতে পেরেছেন।

ইসলামের মূল ভিত্তি  হলো পাঁচটি 

১/ কালিমা । এটা হল ইসলাম ধর্মের প্রথম ভিত্তি। কালিমা আমাদের এটাই শিক্ষা দেয় যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার বান্দা।

২/ নামাজ । এটা হল ইসলামের দ্বিতীয় ভিত্তি। নামাজ প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ। নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত আদায় করা হয়। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ভিত্তি।

৩/ যাকাত। এটা হল ইসলামের তৃতীয় ভিত্তি। যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে পাশাপাশি এক বছর অতিবাহিত হবে। তাদের উপর যাকাত ফরজ।

৪/ রোজা। এটা হলে ইসলামের চতুর্থ ভিত্তি। রোজা হল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়া পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এটা বছরে একবার আসে। যাকে রমজান মাস বলা হয়। এর সময়সীমা হল একমাস।

৫/ হজ। এটা হল ইসলাম ধর্মের পঞ্চম ভিত্তি। একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য আল্লাহ তায়ালার ঘরের দিকে যাওয়া। এটা ঐ সমস্ত ব্যক্তিদের ওপর  বর্তায় যারা সামর্থ্যবান রাখে। এই পাঁচটি বিষয় হল ইসলামের মূল ভিত্তি।

মোটকথা : ইসলাম কোন নতুন ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকেই ইসলাম ধর্মের উৎপত্তি

আর আদম (আঃ) ছিলেন ইসলামের প্রথম নবী। আর আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের সর্বশেষ নবী।

আর হযরত আদম (আঃ) থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সমস্ত নবী রাসুল ইসলাম প্রচার করেছেন।

ইসলাম ধর্মের মূল কথা কী ?

ইসলাম ধর্মের মূল কথা হলো আল্লাহে এক । তিনি ছাড়া কোন ইলাহ নেই ।

উপসংহার:

উপরে উল্লেখিত ইসলাম ধর্মের উৎপত্তি সম্পর্কে যা আলোচনা করা হলো । এ ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ তাআলা।

আল্লাহ তাআলা হযরত আদম (আঃ) কে দিয়ে ইসলামের উৎপত্তি করেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন।

যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আরো কোন প্রশ্ন জানার থাকলে প্রশ্ন করবেন। ধন্যবাদ।

I always like to learn new things and spread them. Therefore, my main goal is to highlight various new topics related to online business, online income, blogging and information technology.

Leave a Comment